ব্রাহ্মণবাড়িয়া-৬
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ব্রাহ্মণবাড়িয়া-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৪৮নং আসন।[২]
ব্রাহ্মণবাড়িয়া-৬ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা এবং নবীনগর উপজেলার বড়কান্দি ইউনিয়ন ও ছলিমগঞ্জ ইউনিয়ন নিয়ে গঠিত।[৩]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এ. বি. তাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | এ. বি. তাজুল ইসলাম | ৯৪,০১৬ | ৬১.০ | +২১.৩ | ||
বিএনপি | আব্দুল খালেক | ৫৮,৭৯৪ | ৩৮.২ | -১.৫ | ||
জাসদ (রব) | কে. এম. জাবির | ৭৬৪ | ০.৫ | প্র/না | ||
গণফোরাম | গোলাম মোস্তফা কামাল | ২৩৯ | ০.২ | প্র/না | ||
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | দেওয়ান ফেরদৌসুর রহমান | ২২১ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৫,২২২ | ২২.৯ | +২.৮ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৪,০৩৪ | ৮৬.৫ | +১৫.২ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুল খালেক | ৭৫,৭১৬ | ৫৯.৮ | +২০.৪ | ||
আওয়ামী লীগ | এ. বি. তাজুল ইসলাম | ৫০,৩০৬ | ৩৯.৭ | -৯.০ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো. শফিউর রহমান | ৩২২ | ০.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. জালাল উদ্দিন আহাম্মাদ | ২২৬ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৪১০ | ২০.১ | +১০.৮ | |||
ভোটার উপস্থিতি | ১,২৬,৫৭০ | ৭১.৩ | −৪.৮ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | এ. বি. তাজুল ইসলাম | ৪৮,৮৭২ | ৪৮.৭ | +১৭.৯ | ||
বিএনপি | রওশন আলম | ৩৯,৫৩১ | ৩৯.৪ | +৪.০ | ||
জাতীয় পার্টি | নুর মোহাম্মদ | ৭,৬৩৭ | ৭.৬ | -১৩.২ | ||
স্বতন্ত্র | কে. এম. জাবির | ২,০০৭ | ২.০ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | দেওয়ান মো. নকিবুল হুদা | ১,১৬৬ | ১.২ | প্র/না | ||
ইসলামী ঐক্য জোট | মো. মনিরুল হক | ৬৫৭ | ০.৭ | প্র/না | ||
জাকের পার্টি | মো. আল-আমিন | ৪২৮ | ০.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৩৪১ | ৯.৩ | +৪.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,০০,২৯৮ | ৭৬.১ | +২০.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | এ. টি. এম. ওয়ালী আশরাফ | ৩৫,১৭২ | ৩৫.৪ | ||
আওয়ামী লীগ | এ. বি. তাজুল ইসলাম | ৩০,৬১৩ | ৩০.৮ | ||
জাতীয় পার্টি | শহীদুর রহমান | ২০,৬২৪ | ২০.৮ | ||
স্বতন্ত্র | মো. হবিবর রহমান | ৭,৯৮০ | ৮.০ | ||
স্বতন্ত্র | এ. ডব্লিউ. এম. আব্দুল হক | ৩,৮৯৯ | ৩.৯ | ||
জাসদ (রব) | কে. এম. জাবির | ৩৮৬ | ০.৪ | ||
জাতীয় জনতা পার্টি (আসাদ) | এ. রহমান ফেরদৌস | ৩০৮ | ০.৩ | ||
স্বতন্ত্র | মো. ইব্রাহীম | ২৭৬ | ০.৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৫৫৯ | ৪.৬ | |||
ভোটার উপস্থিতি | ৯৯,২৫৮ | ৫৫.৮ | |||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ব্রাহ্মণবাড়িয়া-৬ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "তাজ-খালেক নিশ্চিত আশাবাদী অন্যরাও"। m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২২।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ব্রাহ্মণবাড়িয়া-৬
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |