ব্রায়ান মরিসন (১৪ আগস্ট ১৯৪২ - ২৭ সেপ্টেম্বর ২০০৮) ছিলেন ইংরেজ ব্যবসায়ী, সঙ্গীত প্রকাশক এবং পোলো খেলোয়াড়।

ব্রায়ান মরিসন
Bryan Morrison
জন্ম(১৯৪২-০৮-১৪)১৪ আগস্ট ১৯৪২
যুক্তরাজ্য
মৃত্যু১৪ সেপ্টেম্বর ২০০৮(2008-09-14) (বয়স ৬৬)
যুক্তরাজ্য

মরিসন ১৪ আগস্ট ১৯৪২ সালে যুক্তরাজ্যে জন্ম নেন। তিনি পিংক ফ্লয়েডের প্রতিনিধি হিসাবে কাজ করেছিলেন। তার সংস্থা, ব্রায়ান মরিসন এজেন্সি, আর অ্যান্ড বি এবং প্রগ্রেসিভ রক সঙ্গীতের জন্য লন্ডনের শীর্ষস্থানীয় বুকিং এজেন্ট হয়ে ওঠার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যান্ডের সফর আয়োজনে নিয়োজিত ছিল।

লন্ডনের হ্যাম পোলো ক্লাবে খেলা শেখার পরে পোলোর প্রতি মরিসনের আবেগ তৈরি হয়েছিল। কিছু কালের জন্য তিনি ক্লাবটির সভাপতি ছিলেন। পরে মরিসন তার নিজস্ব পোলো ক্লাব রয়্যাল কাউন্টি অফ বার্কশায়ার পোলো ক্লাব প্রতিষ্ঠা করেন।[] ২০০৮ সালের সেপ্টেম্বরে পোলো খেলতে গিয়ে এক দুর্ঘটনার পরে কোমায় থাকার পর মারা যান।[] মৃত্যুর পর তার ছেলে জামি ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন এবং পরে ক্লাবের সভাপতি নিযুক্ত হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Royal County of Berkshire Polo Club - Est. 1985"। Royal County of Berkshire Polo Club। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-৩০ 
  2. ডেভ লেইং। "Obituary: Bryan Morrison | Music"। The Guardian। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-৩০ 
  3. "'Audi was great for polo but it's time to get over it, and get on,' says Jamie Morrison"Telegraph.co.uk। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা