ব্রায়ান কোবিল্কা

রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী

ব্রায়ান কেন্ট কোবিল্কা (জন্ম: ৩০ মে, ১৯৫৫) একজন নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানী। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের মলিকুলার অ্যান্ড সেলুলার ফিজিওলজি বিভাগের অধ্যাপক।

ব্রায়ান কোবিল্কা
জন্ম
Brian Kent Kobilka

(1955-05-30) ৩০ মে ১৯৫৫ (বয়স ৬৯)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনমিনেসোটা বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (২০১২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রCrystallography
প্রতিষ্ঠানসমূহস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ডিউক বিশ্ববিদ্যালয়
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টাRobert Lefkowitz
স্টকহোমে ব্রায়ান কোবিল্কা ২০১২

তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান ও রসায়নে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন। তিনি ডিউক বিশ্ববিদ্যালয়ে ডক্টরেটোত্তর গবেষণা করেন। ডিউক বিশ্ববিদ্যালয়ে তিনি রবার্ট লেফকইটজ এঁর তত্ত্বাবধানে বিটা-২ অ্যাডরেনারজিক রিসিপটর এর ক্লোনিং এর উপর কাজ শুরু করেন।

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা