ব্রহ্মদৈত্য
ব্রহ্মদৈত্য হল বাঙালি লোককথায় উল্লেখিত এক প্রকারের ভূত। প্রচলিত বিশ্বাস অনুসারে, কোনো ব্রাহ্মণ অপঘাতে মারা গেলে তার আত্মা ব্রহ্মদৈত্যে পরিণত হয়। এই ভূতদের পবিত্র ও দয়ালু হিসেবে বিবেচনা করা হয় এবং তারা সাধারণত মানুষের উপকার করে থাকে।[১][২][৩]
গঠন ও বেশভূষা
সম্পাদনাব্রহ্মদৈত্য হল পুরুষ লিঙ্গের ভূত। মানুষের মতো ভূতসমাজেও বর্ণপ্রথা প্রচলিত। এই শ্রেণিবিভাগে ব্রহ্মদৈত্যের স্থান সবচাইতে উঁচুতে, কেননা মৃত্যুর আগে সে ব্রাহ্মণ ছিল। এদের মাথায় চুল কম বা টাকওয়ালা, খালি গায়ে ধুতি ও গলায় পৈতে, পায়ে খড়ম, হাতে ছড়ি থাকলেও থাকতে পারে। অনেক ব্রহ্মদৈত্যের হুঁকো খাবার অভ্যাসও থাকে।[৩][৪]
স্বভাব
সম্পাদনাহিন্দু বিশ্বাস অনুযায়ী ব্রহ্মদৈত্যরা পবিত্র ও দয়ালু ভূত। কোনওরকম ঝামেলা-অশান্তিতে এরা নেই। তারা দুস্থ ও দুঃখীদের সাহায্য করে। মানুষের উপকার করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এদের উপকারী ভূত হিসেবেই বিবেচনা করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে এদের অপকারী ভূতও বলা হয়। এরা প্রচুর ক্ষমতার অধিকারী। এরা কারো প্রতি খুশি হয়ে আশীর্বাদ করলে তার অভীষ্ট লক্ষ্য অর্জিত হয়, কিন্তু কারো প্রতি অসন্তুষ্ট হলে তার সমূহ বিপদ। ব্রহ্মদৈত্য শুধু একজন ব্যক্তি নয়, গোটা পরিবারের ক্ষতি করতে পারে। ব্রহ্মদৈত্যরা সাধারণত পুরাতন বাড়িতে বাস করে। তবে এরা বেল গাছে বসবাস করতে পছন্দ করে।[২][৫][৬][৭][৮]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শাকচুন্নি, ব্রহ্মদৈত্য বা মামদো, এরা আসলে কারা জানেন?"। bengali.news18.com। ১২ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
- ↑ ক খ "ভূত না কিম্ভূত! ভূত চতুর্দশীর আগে সব রকম বাঙালি ভূতের সাড়ে বত্রিশ ভাজা গপ্পো"। anandabazar.com। ৯ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
- ↑ ক খ "আমাদের লোকজ সংস্কৃতিতে ভূত-প্রেত-জীন আখ্যান"। কালের কণ্ঠ। ১৪ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
- ↑ "বাংলা সাহিত্যের ভূতেরা"। দ্য ডেইলি স্টার। ২৪ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
- ↑ "দেশীয় গল্পের অলৌকিক প্রাণীরা"। priyo.com। ৬ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
- ↑ "ডাইনি, ব্রহ্মদৈত্য বা পিশাচ! কত রকমের ভূত আছে? কী তাদের চরিত্র? যা বলছে গরুড় পুরাণ"। ১৩ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
- ↑ "ভূত জগতে সেলিব্রিটি ব্রহ্মদৈত্য, পেতনি, শাঁখচুন্নি, মামদো : উজ্জ্বল কুমার মুখার্জী"। pagefournews.com। ৩ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
- ↑ "ভূত কত রকমের ও কী কী? ভূত চতুর্দশীতে ফিরে দেখা"। The Wall। ৪ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।