ব্যানার্জি (অভিনেতা)
ব্যানার্জি (জন্ম মাগন্তি ভেনু ব্যানার্জী)[১] একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি মূলত তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে তার ৩০ বছরের বেশি অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। একজন সহকারী পরিচালক হিসাবে তিনি তার অভিনয় জীবন শুরু করেছিলেন।[২]
ব্যানার্জি | |
---|---|
জন্ম | মাগন্তি ভেনু ব্যানার্জি বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ, ভারত |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৮০ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | এম. সাইলাজা |
বহু চলচ্চিত্রে তিনি খলনায়ক ও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন।
প্রাথমিক জীবন
সম্পাদনাতিনি ভারতের অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ার গভর্নর পেতায় জন্মগ্রহণ করেন।[৩] তিনি মন্টেসরি শিশুদের স্কুলে পড়াশোনা করেছিলেন, যেখানে প্রধান শিক্ষিকা ছিলেন কোন্ডাপল্লী কোটেশ্বরাম্মা। তাঁর বাবা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একজন কর্মকর্তা ছিলেন। তিনি দিল্লিতে বদলি হওয়ার কারণে ব্যানার্জিও কিছু সময় দিল্লিতে অবস্থান করেছিলেন। ব্যানার্জি গুন্টুরের এ.সি. কলেজে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। এর পরে তিনি চেন্নাইয়ে হোটেল ব্যবস্থাপনা বিষয়ে কোর্স করেন। তিনি চেন্নাইয়ে বি.এ. পরে তিনি ভিজিয়ানাগ্রামের একটি সংস্থায় শাখা পরিচালক হিসাবে কাজ করেন। তাঁর এক বড় বোন আছে যিনি চেন্নাইয়ে থাকেন। ব্যানার্জি স্ত্রী ও মেয়ের সাথে হায়দ্রাবাদ থাকেন
পেশা
সম্পাদনাতিনি প্রথমে বিশ্বস্বর রাওয়ের সাথে চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ MAA, Stars। "Benerjee"। maastars.com। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৬।
- ↑ Y, Sunitha Chowdhary (২২ এপ্রিল ২০১২)। "Resigned to reality"। The Hindu। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৬।
- ↑ HM TV। "Interview with Banerji"। YouTube। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৬।