ব্যাজ লুরমান
ব্যাজ লুরমান (ইংরেজি: Baz Luhrmann, জন্ম: মার্ক অ্যান্থনি লুরমান, ১৭ সেপ্টেম্বর ১৯৬২) হলেন একজন অস্ট্রেলীয় লেখক, পরিচালক ও প্রযোজক। তিনি চলচ্চিত্র, টেলিভিশন, গীতিনাট্য, মঞ্চ, সঙ্গীত ও রেকর্ডিং শিল্পে কাজ করে থাকেন। তার কাজে লেখনী, পরিচালনা, পরিকল্পনা ও সঙ্গীতের উপাদানসমূহ ব্যবহারে তার ভিন্নধর্মী ধরন ও সম্পৃক্ততার জন্য তাকে সমকালীন রচয়িতা-পরিচালক বলে গণ্য করা হয়। তিনি অন্যতম ব্যবসাসফল অস্ট্রেলীয় পরিচালক, তার চারটি চলচ্চিত্র সর্বকালের ১০ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।[১][২]
ব্যাজ লুরমান | |
---|---|
Baz Luhrmann | |
জন্ম | মার্ক অ্যান্থনি লুরমান ১৭ সেপ্টেম্বর ১৯৬২ |
জাতীয়তা | অস্ট্রেলীয় |
মাতৃশিক্ষায়তন | ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্ট |
পেশা | লেখক, পরিচালক, প্রযোজক |
দাম্পত্য সঙ্গী | ক্যাথরিন মার্টিন (বি. ১৯৯৭) |
সন্তান | ২ |
ওয়েবসাইট | bazmark |
চলচ্চিত্রে তিনি তার লাল পর্দা ত্রয়ী চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত, চলচ্চিত্রগুলো হল - প্রণয়ধর্মী হাস্যরসাত্মক স্ট্রিকলি বলরুম (১৯৯২), উইলিয়াম শেকসপিয়রের প্রণয়ধর্মী বিয়োগান্ত রোমিও + জুলিয়েট (১৯৯৬) এবং সঙ্গীতধর্মী প্রণয়মূলক মুলাঁ রুজ! (২০০১)। এই ত্রয়ী চলচ্চিত্রের পরে তিনি অস্ট্রেলিয়া (২০০৮), দ্য গ্রেট গেটসবি (২০১৩) এবং নেটফ্লিক্সের সীমিত ধারাবাহিক দ্য গেট ডাউন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | ভূমিকা | রটেন টম্যাটোস রেটিং[৩] |
টীকা |
---|---|---|---|---|
১৯৯২ | স্ট্রিকলি বলরুম | পরিচালক, চিত্রনাট্যকার | ৯৫% | |
১৯৯৬ | রোমিও + জুলিয়েট | পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক | ৭১% | শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার |
২০০১ | মুলাঁ রুজ! | পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক | ৭৬% | গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা চলচ্চিত্র - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক) স্যাটেলাইট পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক - চলচ্চিত্র |
২০০৮ | অস্ট্রেলিয়া | পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক | ৫৬% | |
২০১৩ | দ্য গ্রেট গেটসবি | পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক | ৪৯% |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ককবার্ন, পেইজ (১ আগস্ট ২০১৫)। "Top 10 grossing Australian films of all time"। এবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Australia's top 10 highest grossing films of all time"। দ্য নিউ ডেইলি (ইংরেজি ভাষায়)। ৩০ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Baz Luhrmann"। রটেন টম্যাটোস। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ব্যাজ লুরমান (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ব্যাজ লুরমান (ইংরেজি)