ব্যাংক এশিয়া পিএলসি.
বাংলাদেশের ব্যাংক
(ব্যাংক এশিয়া লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)
ব্যাংক এশিয়া পিএলসি বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক।[১] জনাব সোহেল আর কে হুসেইন ব্যাংক এশিয়া পিএলসি এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক।[২]
ধরন | বাণিজ্যিক ব্যাংক |
---|---|
শিল্প | ব্যাংকিং |
প্রতিষ্ঠাকাল | ঢাকা, বাংলাদেশ |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | রউফ চৌধুরী (চেয়ারম্যান) |
পণ্যসমূহ | ব্যাংকিং সেবা |
ওয়েবসাইট | ব্যাংক এশিয়া পিএলসি |
ইতিহাস
সম্পাদনাব্যাংক এশিয়া পিএলসি "কোম্পানি আইন ১৯৯৪"-এর অধীনে ২৮ সেপ্টেম্বর ১৯৯৯ সালে নিবন্ধিত। একই বছরের ২৭ নভেম্বর ব্যাংকটি কার্যক্রম শুরু করে। ২০০১ সালে ব্যাংকটি কানাডা ভিত্তিক নোভা স্কোশিয়া ব্যাংকের বাংলাদেশ শাখার দায় সম্পদসহ সকল পরিসম্পদ ক্রয় করে। পরে একইভাবে ব্যাংকটি মুসলিম কমার্শিয়াল ব্যাংক-এর বাংলাদেশ শাখার দায় ও পরিসম্পদ ক্রয় করে ও কার্যক্রম প্রসারিত করে।[১]
ব্যাংক এশিয়া লিমিটেড থেকে পিএলসি তে রুপান্তর হয় ১৬ এপ্রিল ২০২৪ সালে [৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "ব্যাংক এশিয়া লিমিটেড"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "IUB launches Business Advisory Board"। thefinancialexpress-bd.com। The Financial Express Online Version। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৬।
- ↑ https://www.somoynews.tv/news/2024-04-16/7RSE5Kty