বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

সম্পাদনা

পরামর্শ

সম্পাদনা

উইকিপিডিয়া:খেলাঘর এ আপনার করা সম্পাদনাগুলো বাতিল করা হয়েছে। পাতাটিতে বট নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করে থাকে। ~সাজিদ(আলাপ) ১২:৪৮, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

স্বার্থের সংঘাত

সম্পাদনা

সুধী, আপনাকে উইকিপিডিয়ায় স্বাগত জানাই। আপনি আপনার খেলাঘরে আব্দুল ওয়াহেদ চৌধুরী (মেজর) নামে একটি নিবন্ধ তৈরি করছেন দেখতে পেলাম। তবে আপনার নামের পদবি দেখে ধারণা করি, নিবন্ধের ব্যক্তি আপনার পরিচিত (হয়তো আপনার পিতা)। উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত অনুযায়ী, আপনি আপনার নামে, আপনার প্রতিষ্ঠান, আপনার ঘনিষ্ঠ আত্মীয় প্রমুখের নামে নিবন্ধ তৈরি করতে পারবেন না, এমনকি তাঁদের নিবন্ধে সম্পাদনা করতে পারবেন না। এরূপ ক্ষেত্রে নিবন্ধটি মুছে দেওয়া হতে পারে কিংবা আগে থেকে বিদ্যমান নিবন্ধে আপনার সম্পাদনা অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত পাতাটি পড়ুন। আপনি যদি মনে করেন, নিবন্ধটি তৈরি করতে নীতিমালার কোনো বিধি লঙ্ঘিত হবে না, তাহলে এই বার্তাটি উপেক্ষা করুন। ধন্যবাদ। কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। অথবা এখানে উত্তর দিতে {{ping|Meghmollar2017}} <আপনার বার্তা> কোডটি ব্যবহার করুন; তাহলে আমার কাছে নোটিফিকেশন আসবে এবং উত্তর প্রদানের নিশ্চয়তা বাড়বে।Meghmollar2017আলাপ১৬:৪২, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:আব্দুল ওয়াহেদ চৌধুরী (মেজর) দ্রুত অপসারণ

সম্পাদনা
 

ব্যবহারকারী:আব্দুল ওয়াহেদ চৌধুরী (মেজর) নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

অবিদ্যমান ব্যবহারকারীর নামে তৈরিকৃত পাতা

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:ব্যবহারকারী:আব্দুল ওয়াহেদ চৌধুরী (মেজর)|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — Meghmollar2017আলাপ১৬:২০, ২৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২

সম্পাদনা

সুপ্রিয় Sami Wahed Chowdhury,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন