ব্যবহারকারী আলাপ:Sajidmahamud835/সংগ্রহশালা ১
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়। লক্ষ্য করুন: এই পাতাটি আমার আলাপ পাতার ২০১৫ সালের বার্তা গুলোর একটি সংগ্রহশালা। ২০১৫ সালের আগের বার্তা গুলো এখানে রয়েছে। উৎসহীন ট্যাগপ্রিয় সাজিদ, ট্যাগ দেন ঠিক আছে কিন্তু নিবন্ধ তৈরির ১০ মিনিটের মাথায় নিয়মিত অবদানকারীদের নিবন্ধে অযথা ট্যাগ দিয়ে আপনার সময়গুলো নষ্টই করছেন বলে আমার বিশ্বাস। যাইহোক, আপনার সম্পাদনাগুলো দেখছি, ভালো হচ্ছে। চালিয়ে যান। আপনার উইকিপিডিয়া সম্পাদনা শুভ হোক।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৫০, ১৮ আগস্ট ২০১৫ (ইউটিসি)
ট্যাগঝটপট ট্যাগ লাগানো থেকে বিরত থাকুন। আপনি সম্প্রতি অভিজিৎ সাওয়ান্ত নিবন্ধে ট্যাগ লাগিয়েছেন যেটি উইকিতে স্থান পাবার মত নিবন্ধ। বাংলা ছাড়াও আরো কয়েকটি উইকিতে এই নবন্ধ আছে। ট্যাগ ঝুলানোর আগে চেক করে নিন। ভাল থাকুন। হ্যাপি এডিটিং- Sufe (আলাপ) ১৩:৪৬, ১৯ আগস্ট ২০১৫ (ইউটিসি)
সুপ্রিয় সাজিদ মাহামুদ, "অনুসরণ", এবং "ভৌগোলিক"- বানানদুটি এটাই হয় বলে আমার জানা তাই সংশোধনের চেষ্টা করেছিলাম। যাইহোক একটু দেখে নেবেন। আমার ভুল হলে মার্জনা ক'রবেন। শুভেচ্ছা। — সন্দীপ সরকার (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
সাহায্য করুনআপনার কথা মত আমি চেষ্টা করেছি কিন্তু মেশিন রিডেবল লাইসেন্স যোগ করতে পারছিনা। আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করলে উপকৃত হব — MasterMinhaz (আলাপ • অবদান) ০৭:৪০, ২৭ আগস্ট ২০১৫ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
প্রসঙ্গ নব্য প্রস্তর যুগসুপ্রিয় ব্যবহারকারী:মো: সাজিদ মাহামুদ আপনার বার্তা পেয়ে আমি ফিরে পাতাটি আবার দেখলাম। আমি অত্যন্ত দুঃখিত যে অনিচ্ছাকৃত কিছু সম্পাদনা আমি না জেনেই করে ফেলেছিলাম, যার ফলে নিবন্ধটিরই ক্ষতি হয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে আপনি রিভার্ট করে ঠিক কাজই করেছেন। আসলে আমি উইকিপিডিয়ায় নতুন বলেই হয়তো এমন ভুল হয়েছিল। কিন্তু উইকিপিডিয়ায় কিছু নিবন্ধে "অনুসরন" বা "ভৌগলিক" বানানদুটি ব্যবহার হয়ে থাকলেও বাংলা বানানবিধি অনুয়ায়ী বানানদুটি ঠিক নয়। কারণ, অনুসরণ একটি তৎসম শব্দ। এক্ষেত্রে 'র'-এর পর সবসময়ই 'ণ'হয়। এইকারণেই 'অনুসরণ'বানানটিই ঠিক, 'অনুসরন'ভুল। আবার 'ভূগোল' শব্দটির পদান্তর ঘটিয়ে 'ভৌগোলিক' শব্দটির উৎপত্তি। সেই কারণেই ভৌগোলিক শব্দটি ঠিক, কারণ ভূগোল শব্দে 'গো' আছে। আরেকটি কথা বলতে চাই। নিবন্ধটির নাম হওয়া উচিত ছিল "নব্যপ্রস্তরযুগ", 'নব্য প্রস্তর যুগ' নয়। কারণ নব্য, প্রস্তর ও যুগ তিনটি পৃথক শব্দ হলেও নব্যপ্রস্তরযুগ একটি সমাসবদ্ধ পদ, তাই এক্ষেত্রে শব্দটি একসাথেই হবে। এত কথা বলার কারণ, সঠিক বানান না থাকলে নিবন্ধের মান রক্ষিত হয় না। তাই নিবন্ধটির উন্নতিকল্পেই আমার এই প্রয়াস। অন্য কোথাও এই বানানগুলি ভুল থাকলে সেখানেও সেগুলি ঠিক করে দেওয়াই ভালো। সেই কারণে বানানদুটি পুনরায় ঠিক করে দেওয়ার অনুরোধ রইলো। অসংখ্য ধন্যবাদসহ --সন্দীপ সরকার (আলাপ) ০৯:৪০, ২৭ আগস্ট ২০১৫ (ইউটিসি)
বাঙালি নাট্যকারদের নাম সংযুক্তিআমি লক্ষ করে দেখেছি, বাঙালি নাট্যকার শ্রেণীতে অনেক উল্লেখযোগ্য নাট্যকারের নাম নেই। কীভাবে তাদের নাম সেখানে যোগ করা যাবে?— ক্যানভাস (আলাপ • অবদান) ০৬:৩৫, ২৮ আগস্ট ২০১৫ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
রোলব্যাকারআপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আপনার কিছু অবদান পর্যালোচনার পর, আমি বিশ্বাস করি ধ্বংসপ্রবনাতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকারটি ব্যবহার করার জন্য আপনি বিশ্বস্থ এবং আপনি এই অধিকারটি বিশ্বস্থ সম্পাদনা রিভার্টের কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য পড়ুন, উইকিপিডিয়া:রোলব্যাক এবং উইকিপিডিয়া:নতুন প্রশাসকদের স্কুল/রোলব্যাক। আপনি যদি রোলব্যাক অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অধিকারটি আপনার একাউন্ট থেকে প্রত্যাহার করবো। শুভ কামনা ও ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০৮, ৩১ আগস্ট ২০১৫ (ইউটিসি)
বিভিন্ন পাতায় অপ্রয়োজনীয় ট্যগ সংযোজনসম্প্রতি গাজরের হালুয়া, গ্রাইকুস নিবন্ধে দ্রুত অপসারণ প্রস্তাব ট্যাগ সংযোজন করেছিলেন। আমি ট্যাগগুলো অপসারণ করে সেগুলো মান উন্নয়নের জন্য তালিকায় সংযোজন করেছি। ভবিষ্যতে এই ধরনের ট্যাগ সংযোজন না করে নিবন্ধের মান উন্নয়ন করুন। শুধুমাত্র ট্যাগ সংযোজন করার মত বাংলা উইকিতে আরও অনেক নিবন্ধ রয়েছে। আশা করি একান্ত প্রয়োজন ছাড়া আর কখনো এমন ট্যাগ সংযোজন করবেন না। ---- নাসির খান সৈকত • আলাপ • ১৬:০৬, ৩১ আগস্ট ২০১৫ (ইউটিসি)
নতুন ব্যবহারকারীদের সতর্কবার্তাপ্রিয় মো: সাজিদ মাহামুদ, নতুন ব্যবহারকারীদের শুরুতেই সতর্কবার্তা দেওয়ার দরকার নেই। প্রথম প্রথম উইকিতে কাজ করতে গেলে বেশিরভাগ মানুষই ভুল করতে পারেন, সেটা কাজ করতে করতে ঠিক হয়ে যায়। তাছাড়া অযথা সতর্ক বার্তা তাঁদের উইকিতে কাজ কর্মে বিরক্তি ধরিয়ে দেয় এবং অনেক সময় তাঁরা উইকি ছেড়ে চলে যান, যা কখনোই কাম্য নয়। তাই আমার অনুরোধ, নতুন ব্যবহারকারীদের ভুল কাজের দিকে নজর অবশ্যই দিন, পারলে ভুল সংশোধন করে দিন কিন্তু প্রথমেই সতর্কবার্তা না দিলেই ভালো। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৭:১১, ২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
পুননির্দেশ প্রসঙ্গে!খুব বেশি প্রয়োজন বা অসঙ্গতি না থাকলে পুননির্দেশ পাতায় অপসারণ টেমপ্লেট না লাগালেও চলবে। পুননির্দেশ পাতা থাকলে অসুবিধা নেই। ~ মহীন (আলাপ) ১৭:৩৭, ৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি) ধন্যবাদ সাজিদ মাহমুদ, আমার ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য। আমি উইকিপিডিয়ার নতুন একজন এডিটর। আমি ঠিকঠাক কিছু করতে পারছি না। কিভাবে পেজ,নিবন্ধন, তথ্য যোগ করবো তা বুঝতে পারছি না। পরীক্ষামূলকভাবে কিছু লিখেছিলাম, ঐটাই আপনি অপসরণ করেছেন। আপনি দয়াকরে আমাকে সাহায্য করবেন নিবন্ধন সৃষ্টি করতে। আমার ভুল সম্পর্কে!ধন্যবাদ সাজিদ মাহমুদ, আমার ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য। আমি উইকিপিডিয়ার নতুন একজন এডিটর। আমি ঠিকঠাক কিছু করতে পারছি না। কিভাবে পেজ,নিবন্ধন, তথ্য যোগ করবো তা বুঝতে পারছি না। পরীক্ষামূলকভাবে কিছু লিখেছিলাম, ঐটাই আপনি অপসরণ করেছেন। আপনি দয়াকরে আমাকে সাহায্য করবেন নিবন্ধন সৃষ্টি করতে। — Badhon7010 (আলাপ • অবদান) ০৫:৪১, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিসুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:
এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ। বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে, |