ব্যবহারকারী আলাপ:Sajid Reza Karim/সংগ্রহশালা/২০১৫
লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ। বর্তমান আলাপ পাতা • ২০১৪ • ২০১৫ • ২০১৬ • ২০১৭ • ২০১৮ • ২০১৯ • ২০২০ • ২০২১ • ২০২২ • ২০২৩ |
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
সম্পাদনাসুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:
- নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন,
[[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ
। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে। - অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর।
এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।
বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:২৪, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
স্বয়ংক্রিয় পরীক্ষণ
সম্পাদনাহ্যালো সাজিদ রেজা করিম, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা প্যাট্রোল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৫, ১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- নাহিদ সুলতান ভাই,আমাকে অধিকারটি দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আমার নিবন্ধগুলো আরো বড় করে উইকিপিডিয়ায় অবদান রাখতে চেষ্টা করব।--সাজিদ রেজা করিম (আলাপ) ১২:২৮, ১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
সুপ্রিয় সাজিদ রেজা করিম,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।
উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বুধবার ১৭:১৬, ০৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
তালিকায় আছে
সম্পাদনাবিপ্লব বিশ্বাস আমার নিক নেম প্রকৃত ব্যবহারককারী ~মুস্তাফিজুর মুস্তাফিজুর (আলাপ) ০৯:১৭, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)বিপ্লব বিশ্বাস ০৯:১২, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আপনি লিখেছেন তালিকায় নেই।
১৯৭ নং |বিপ্লব বিশ্বাস (আলাপ) ০৮:৫৬, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- @মুস্তাফিজুর:, আপনার তৈরিকৃত ইপিআই নিবন্ধটি ভালো নিবন্ধের তালিকায় নেই অর্থাৎ, মূল ইংরেজি নিবন্ধটি Good Ariticle নয়। এখানে গেলে দেখবেন এটি একটি Start-Class article। --সাজিদ রেজা করিম ১২:১৮, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আপনাকে ধন্যবাদমুস্তাফিজুর (আলাপ) ১৩:১৮, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আইপি ঠিকানায় বার্তা প্রদান সম্পর্কে
সম্পাদনাআপনি আমাকে বার্তা প্রদান করেছেন কিন্তু আমি এসবের জন্য দায়ী নয় । আপনি জানেন যে আইপি ঠিকানা পরিবর্তন হতে থাকে । তাহলে কি বার্তা প্রদানের কোন মানে হয় ? যারা আইপি দিয়ে সম্পাদনা করে তারা শেখার জন্য আসে । তাদেরকে বার্তা দিয়ে বিরক্ত করবেন না ।— 119.30.39.118 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। ১২:১৪, ২৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- হ্যালো আপনি যে বিষয়ে অভিযোগ করেছেন তা মানচ্ছি। আইপি পাল্টাতে থাকে। আর বার্তা রাখলে এর মানে নয় যে সেই ব্যক্তি আপনি। যে সেই কাজটি করেছে সেও তাহলে এই বার্তা দেখে সচেতন হতে পারে। হ্যাঁ, আইপি থেকে সম্পাদনা করে একটা এক্যাউন্ট খুলুন।`★ Sethtalk ১২:৩৯, ২৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)