ব্যবহারকারী আলাপ:NahidSultan/সংকলন/২০১৭

সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৭ বছর পূর্বে "পোস্ট কার্ড বিষয়ে মন্তব্য" অনুচ্ছেদে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতা২০১৩২০১৪২০১৫২০১৬২০১৭২০১৮২০১৯২০২০২০২১২০২২
২০২৩

তথ্যসূত্র প্রসঙ্গে

সম্পাদনা

ভাইয়া সালাম নিবেন। আমি সম্প্রতি জরাথুস্ট্রবাদ নামে একটা নিবন্ধ সম্পাদনা করেছি। সেখানে প্রথমে যে তথ্যসূত্র দেয়া ছিল তাতে জরথ্রুস্টীয়দের জনসংখ্যা সম্পর্কে বলা হয়েছে - খ্রিস্টীয় ২০০০ সন এর প্রাক্কলন অনুযায়ী পৃথিবীতে এই ধর্মের অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৪৫,০০০ যা সাম্প্রতিক হিসাব অনুসারে প্রায় ২৬ লক্ষ। এই তথ্যসূত্রটি Adherents.com নামের একটি ওয়েবসাইটের যা ২০০৫ সালে প্রকাশিত হয়েছিল। কিন্তু আমি যে তথ্যসূত্র দিয়েছি তা ০৫ নভেম্বর ২০১৬ তারিখে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে - বর্তমান জনসংখ্যা ১ লক্ষ ৩০ হাজার এবং ইরাকের একটি উপজাতির ১ লক্ষ মানুষ নতুন করে এ ধর্ম গ্রহণ করেছে। আপনার কাছে কোনটা বেশি নির্ভরযোগ্য মনে হয়- তা যাচাই করার জন্য অনুরোধ করছি এবং আপনার মতামত কামনা করছি। - আদিব (আলাপ) ১৮:৩৩, ২৮ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@আদিব এহসান: ভাই, দেরী করে উত্তর দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি লিখবো লিখবো করে অঅবার ভুলে গেছি। আপনারটা যেহেতু সাম্প্রতিক তথ্য থেকে নেওয়া সুতরাং আপনারটাই ঠিক। আর উৎস হিসেবেও আনন্দবাজার নির্ভরযোগ্য। আগামীকালই হয়ত অন্য একটি উৎস আরও কিছু বাড়িয়ে বলবে সুতরাং সেটাও ঠিক হওয়ারই কথা যতক্ষণ পর্যন্ত উৎস নির্ভরযোগ্য :) --যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:১৫, ৫ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শুভ নববর্ষ, NahidSultan/সংকলন!

সম্পাদনা

-- Iqsrb722 (আলাপ) ০৩:৩৮, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আলোচনা পাতা

সম্পাদনা

সালাম নিবেন। নিজের নিবন্ধে কি নিজেই আলোচনা পাতা তৈরি করার অনুমতি রয়েছে? মাহফুজ আলাপ ১২:১১, ৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অবশ্যই। আপনি যে নিবন্ধটি তৈরি করবেন সেটির আলাপ পাতা আপনিও তৈরি করতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩৬, ৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার সাহায্য দরকার

সম্পাদনা

@নাহিদসুলতান, আমার তৈরি পাতা ফ্রান্সে সমকামীদের অধিকার উন্নত করে দিন । Bishal Khan (আলাপ) ০৪:৫০, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত আমার আগ্রহ নেই।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫৮, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উকিপিডিয়ার ছবি ব্যবহার করা কি বৈধ?

সম্পাদনা

আসসালামু আলাইকুম ভাইয়া, ১,ক্রিয়েটিভ কমনস এর লাইসেন্স যুক্ত কেনো ছবি ব্যবহার(ব্লগ/প্রোফাইল পিক), শেয়ার করা কী বৈধ? ২,এবং edit করা কী বৈধ? ধন্যবাদ

ক্রিয়েটিভ কমনস এর লাইসেন্স যুক্ত যেকোন চিত্র আপনি লাইসেন্সের শর্ত মেনে ব্যবহার করতে পারবেন। সাধরণ শর্তসমূহ হল, আপনাকে প্রণেতার নাম উল্লেখ করতে হবে ও লাইসেন্স উল্লেখ করতে হবে। আপনি ইডিট করতে পারবেন তবে আপনার ইডিট করা সংস্করণটিও আপনাকে একই লাইসেন্সে দিতে হবে এবং অরিজিনাল প্রণেতার নাম উল্লেখ করতে হবে ব্যবহারের সময়। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪৭, ২১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


'লেখা কোট করার ক্ষেত্রে কি কপিরাইট ভায়োলেশন হয়??'

আশিকুর রহমান আতিক ১৬:২০, ২২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)

না--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:১০, ২২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী ... প্রসঙ্গে

সম্পাদনা

সালাম নিবেন, আমি সাধারন ব্যবহারকারী হিসাবে বিষয়শ্রেণী এর যোগ বা সামান্য সংশোধন করার অধিকার রাখি কিনা জানি না, তবু কিছু পরিবর্তন করেছি।
খুলনার শিক্ষা প্রতিষ্ঠান এর স্থানে খুলনা জেলার শিক্ষা প্রতিষ্ঠানখুলনা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান বন্টনের চেষ্টা করেছি কিছু। নমুনা পরিবর্তনগুলি (যেগুলি আমি করেছি) আমি আবার আগের রুপে ফিরিয়ে আনতে পারব যদি ভুল হয়ে থাকে আর সঠিক থাকলে খুলনা এর সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উক্ত ২ (দুই) বিষয়শ্রেণীভুক্ত করতে পারি। -মাহ্‌ফুজ আলাপ ০৮:৫৮, ২৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অবশ্যই আপনি ঠিক কাজটি করছেন। এখানে পেরেন্ট ক্যাটাগরি হলো খুলনার শিক্ষা প্রতিষ্ঠান, এর ভিতরে প্রথমে থাকবে খুলনা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান, এরপর তার ভিতরে খুলনা জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও তার ভিতর উপজেলা অনুসারে যদি থাকে তাহলে সেগুলো। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৪, ২৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

লুয়া টেমপ্লেট

সম্পাদনা

নাহিদ ভাই, লুয়া টেমপ্লেটটি হালনাগাদ করা প্রয়োজন। সুরক্ষিত অবস্থা থাকার কারণে আমি তা হালনাগাদ করতে পারছি না। অনুগ্রহ করে টেমপ্লেট একটু হালনাগাদ করে দিন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৩:০৬, ২৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইয়াহিয়া ভাই, প্রথমে আমি সুরক্ষা সরিয়েছিলাম কিন্তু এটাতে প্রপাতাকার-সুরক্ষা দেওয়া রয়েছে। অনুগ্রহ করে কি আমাকে সংশোধনীটুকু দিতে পারবেন আমি যাতে কপি পেস্ট করে দিতে পারি?--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২২, ২৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
নাহিদ ভাই, এই কোডটি পেস্ট করুন। ধন্যবাদ। -- ইয়াহিয়া (আলাপ)
<includeonly>{{#invoke:লুয়া ব্যানার|main}}</includeonly><noinclude>
{{লুয়া|মডিউল:লুয়া ব্যানার}}
{{নথি}}
<!-- Categories go on the /doc subpage and interwikis go on Wikidata. -->
</noinclude>
নাহিদ ভাই, আমি অপেক্ষা করছি। --- ইয়াহিয়া (আলাপ)
দুঃখিত ভাই। গতকালকের বাংলা উইকিপিডিয়া অনুষ্ঠানের জন্য ভুলেই গিয়েছিলাম। জয়ন্তদা করে দিয়েছেন :)--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫১, ২৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ডায়োনিসাস নামের স্থানান্তরের সমস্যা ...

সম্পাদনা

ডায়োনিসাসডায়োনিসাস এর মাঝে কেমন জানি প্যাচ লেগে যাচ্ছে (দুইটাইতো একই নাম!!!), এটা কি স্থানান্তরের সমস্যা? -মাহ্‌ফুজ আলাপ ০৮:৫৩, ২৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

না, পাতার নাম ছিলো বর্তমানে আমি যেটা করেছি ওটা কিন্তু শিরোনেম অন্য একটি নাম দেখানোর জন্য ভিতরে একটি কোড ব্যবহার করা হয়েছিল। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০৫, ২৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় সাথী আমি উইকিপিডিয়াতে ছবি আপলোড সদ্য শিখেছি। আমি কৃষ্ণনগর গভঃ কলেজ নামক নিবন্ধে একটি স্ক্রিনশট নেওয়া ফটো লাগিয়েছি সেটা কি ঠিক হয়েছে ?? আর এটা কি থাকবে না সরিয়ে ফেলা হবে ??

আমাকে সাহায্য ও পরামর্শ দিলে উপকৃত হব।

আমার আই ডি Mamun Biswas786
সুধী, আপনি ছবি আপলোড করা শিখেছেন জেনে ভালো লাগলো তবে কমন্সে কপিরাইটকৃত কোন ছবি আপলোড করা যায় না। আপনার কাছে যদি আপনার নিজের তুলা কোন ছবি থেকে থাকে সেক্ষেত্রে আপলোড করুন। আর হ্যাঁ, ওই ছবিটি অপসারণ করা হবে কারণ এটি কমন্সের লাইসেন্স নীতিমালার সাথে সাংঘর্ষিক। আবারও ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৮, ২৯ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

যোগাযোগ

সম্পাদনা

নাহিদ ভাইয়া আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম দেয়া যাবে কি? অদৃশ্য মানব (আলাপ) ১৮:৫৪, ৩০ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অবশ্যই। nahid wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করতে পারেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৪, ৩০ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

লুয়া ত্রুটি সম্পর্কে

সম্পাদনা

ভাইয়া, আমি হিটম্যান গেম নিবন্ধ তৈরি করে টেমপ্লেট:Video game series reviews ব্যবহার করেছি, কিন্তু সেখানে লুয়া ত্রুটি package.lua এর 80 নং লাইনে: module 'Module:Video game wikidata' not found। লেখা উঠছে। টেমপ্লেটটি তৈরি করেছিলাম ইংরেজি উইকি থেকে কপি-পেস্ট করে। আর টেমপ্লেট সংশ্লিষ্ট মডিউল বা নথিও এভাবে কপি করেছি। এধরনের কোডিং সম্পর্কে আমি কিছুই জানিনা। তাই ত্রুটিটি সমাধানে আপনার সাহায্য চাইছি। - আবদুল্লাহ (আলাপ) ১৯:৪১, ৩০ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করে দিছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪৭, ৩০ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ, ভাইয়া। - আবদুল্লাহ (আলাপ) ২০:০১, ৩০ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা সম্পর্কিত

সম্পাদনা

ভাইয়া, নিবন্ধ তৈরি কনটেস্টের তালিকার ওপরের সময়সীমাটা আমি খেয়াল করিনি। তাই গতরাতেই নীল সবুজ (বর্ণ) নিবন্ধটি তৈরি করে ফেলেছি। এখন সেটা কি কনটেস্টে অন্তর্ভুক্ত থাকবে? আর আমি কীভাবে বুঝব যে অন্য কেউ কোনো একটি নিবন্ধ এখন অনুবাদ করছেন বা করছেন না যেহেতু পহেলা ফেব্রুয়ারি আগামীকাল? - আবদুল্লাহ (আলাপ) ০৩:১০, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আবদুল্লাহ ভাই, নিবন্ধটি এমনিতে আমি অপসারণ করে আপনাকে সুযোগ দিতে পারতাম যদি ওই নিবন্ধে শুধুমাত্র আপনিই অবদানকারী থাকতেন কিন্তু আপনার পর আরও একজন সে নিবন্ধে অবদান রেখেছে সুতরাং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের শর্ত অনুযায়ী এখন আমি নিবন্ধটি অপসারণ করতে পারবো না এবং ১ তারিখের আগে যেগুলোই তৈরি হবে সেগুলো তালিকা থেকে বাদ যাবে। দুঃখিত।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৫, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সমস্যা

সম্পাদনা

নাহিদ ভাই, কেমন আছেন? আশা করি ভাল আছেন। সাম্প্রতিক ধিবেহী ভাষা নিবন্ধটি আমি মালদ্বীপীয় ভাষা পাতায় পুননির্দেশনা করেছিলাম। কিন্তু পরে আমি সংশোধনটি বাতিল করে "ধিবেহী ভাষা" ফিরে যেতে চাচ্ছিলাম তাই রোলব্যাক করেছিলাম। রোলব্যাকটি নিবন্ধের ভিতরের অংশটি বাতিল করেছে শিরোনামটি নয়। এখন কি করা যায়? --- ইয়াহিয়া (আলাপ) ১৬:০৩, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সেটাইতো হওয়ার কথা; নিবন্ধের শিরোনামতো থেকে যাবেই! আপনি কি 'মালদ্বীপীয় ভাষা' নিবন্ধটি মুছে ফেলতে চান? - Ashiq Shawon (আলাপ) ১৬:১০, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ইতিহাস ঠিক রেখে শিরোনমসহ সংশোধন করেছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১৩, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আমি ধিবেহী ভাষা শিরোনাম রেখে মালদ্বীপীয় ভাষা ইতিহাস ধিবেহী ভাষা নিবন্ধে নিতে চাচ্ছিলাম, যা আপনি করে দিয়েছেন। ধন্যবাদ। -- ইয়াহিয়া (আলাপ)


নাহিদ ভাই, আমি ঘূর্ণিঝড় আকাশ পাতাটি অনুবাদের সময় একটি টেম্পলেট আনতে পারছি না। যদি সময় করে দেখে বলতেন কি সমস্যা তাহলে খুবই ভালো হয়। ধন্যবাদ।

কোন টেমপ্লেটটি আনতে সমস্যা হচ্ছে? বলুন, আমি ঠিক করে দিচ্ছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২১, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
এটি {{Wettest tropical cyclones in Bangladesh}}। ধন্যবাদ।


নাহিদ ভাই শুভেচ্ছা নিবেন। জাতীয়তা নিবন্ধটি তৈরির সময় এই টেম্পলেট দুটি টেমপ্লেট:Legal status টেমপ্লেট:Conflict of laws আনতে পারছি না। অনুগ্রহ করে ঠিক করে দিলে খুবই ভালো হয়। ধন্যবাদ। -- সোয়াইব (আলাপ)

নিবন্ধ অনুবাদ কোনটা গ্রহনযোগ্য হবে?

সম্পাদনা

বালিশ বা pillow নিবন্ধটি আমি সম্পূর্ন অনুবাদ করে আজ জমা দিয়েছি।কিন্ত আরেকজন কিছু অংশ(প্রায় অর্ধেক) অনুবাদ করে গতকাল জমা দিয়েছে।কারটা গ্রহনযোগ্য হবে?--Rezwan islam27 (আলাপ) ০১:২৭, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ যিনি আগে তৈরি করেছেন তারটা গ্রহণযোগ্য হবে। নিয়ম অনুসারে লাল লিংকগুলো তৈরি করতে হবে। আপনি যখন অনুবাদ যুক্ত করেছেন তখন নিবন্ধটির লিংক নীল ও পূর্বেই তৈরি ছিলো। এখানে দেখুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২৪, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭

সম্পাদনা

শুভেচ্ছা নিবেন। আমি বল টেম্পারিং এর পুরো অংসটুকু অনুবাধ করেছি। কেমন হয়েছে বা কতোটুকু হয়েছে জানালে খুশি হবো। ধন্যবাদ Dreamkites (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনাকে ধন্যবাদ। আমি আজকেই দেখে দেব। আপনার সম্পাদনা শুভ হোক।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১২, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভাই নিবন্ধন কিভাবে করব NASIM HAIDAR SAGOR (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

প্রতিযোগিতা পাতার নিয়মাবলীতে যে তালিকা দেওয়া আছে সেটাতে ক্লিক করে একটি নিবন্ধ নির্বাচন করুন, এরপর লাল লিংকে ক্লিক করুন। তাহলেই নিবন্ধ তৈরির বক্স উন্মুক্ত হবে। এবার লিখে পাতাটি সংরক্ষণ করলেই নতুন নিবন্ধ তৈরি হয়ে যাবে। এই টিউটোরিয়াল দেখতে পারেন: উইকিপিডিয়া:কীভাবে একটি নতুন নিবন্ধ শুরু করবেন?। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য

সম্পাদনা

কিভাবে আমি ভুল বশত তৈরি করা নিবন্ধ চিরতরে মুছে ফেলবো? Sajib Babu (আলাপ) ১৬:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

এটি শুধুমাত্র প্রশাসকরাই মুছতে পারে। আপনি নিবন্ধের নাম দিন আমি মুছে দিচ্ছি। এছাড়াও আপনি নিবন্ধে টেমপ্লেট:দ্রুত অপসারণ টেমপ্লেট ট্যাগ লাগাতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি অনেক আগেই উইকিপিডিয়ায় একটি একাউন্ট খুলেছি যাতে গুরুত্ববহ কিছু নিবন্ধ প্রকাশ করতে পারি। প্রফেসর ড.বেলাল হোসেন স্যারের জীবনী ও অবদান আরবি ভাষায় উইকিতে যোগ করতে চাচ্ছি। কিভাবে তা করতে পারি? ধন্যবাদ।

আরবি উইকিপিডিয়ায় আপনাকে নিবন্ধটি যুক্ত করতে হবে তাদের নীতিমালঅ অনুসারে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা প্রসঙ্গে

সম্পাদনা

শুভেচ্ছা জানবেন! উইকিপিডিয়ায় অনেক আগে লেখা শুরু করলেও দীর্ঘ বিরতির কারণে "অনভ্যাসে বিদ্যাহ্রাস" ঘটেছে! নিবন্ধ প্রতিযোগিতা ২০০১৭ তে বাংলাদেশে থিয়েটার, সাইবার অপরাধদেবী নিবন্ধ তিনটি অনুবাদ করলেও শুধুমাত্র দেবী নিবন্ধটি গৃহীত হয়েছে। বাকী নিবন্ধদুটির সমস্যাগুলো একটু খোলামেলাভাবে ধরিয়ে দিলে(কোথায় কোথায় সম্পাদনা প্রয়োজন) বাধিত থাকব! --SMS_Shuvo (আলাপ) ১৯:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বাকী দুটোতে সমস্যা হলো আপনি ইংরেজি নিবন্ধটি হুবহু সম্পূর্ণ অনুবাদ করেননি। দেবী নিবন্ধটি যেমন, সংশ্লিষ্ঠ ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদ করেছেন তেমনিভাবে বাকী দুটোও হুবহু সেই দুটি ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদ করুন। উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সুতরাং এখানে বাংলাদেশের জন্য প্রাসঙ্গি বা প্রাসঙ্গিক নয় এরকম কথা নেই। নিব্ধগুলো অবশ্যই বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে লিখতে হবে। বাংলাদেশের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে ভিন্ন একটি নিবন্ধ হতে পারে। তবে সেটি ভিন্ন বিষয়। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ ও উইকিপিডিয়াতে পুনরায় স্বাগতম।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
সুধী, পুনরায় বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমার অনুবাদকৃত সব নিবন্ধ পর্যালোচনার মাধ্যমে গৃহীত হলেও সাইবার অপরাধ নিবন্ধটি গৃহীত হচ্ছেনা প্রায় কুড়িদিন হলো। এটি মেরাজ ভাই পর্যালোচনা করছিলেন, কিন্তু সময় স্বল্পতার কারনে শেষ করতে পারছেন না। সুযোগ পেলে আপনি বা অন্য কেউ পর্যালোচনা করে গ্রহণ করতে অনুরোধ করছি। --শাহনেওয়াজ শুভ (আলাপ) ১৫:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ

সম্পাদনা

প্রিয় সাথী, আমি উইকি প্রতিযোগিতায় নাম লিখিয়েছি।। আমার আই ডি Mamun Biswas786 আমি অনুবাদ কাজে অতটা পারদর্শী নই। আমি চারটে নিবন্ধ অনুবাদের চেষ্টা করেছি। চিং রাজবংশ,কাপড়, পাখির ঠোট এবংনাইট । জমা দিলে গৃহীত হয়নি। আমি অনুবাদে অসমর্থ হলাম। আমি উইকিপিডিয়া খুব ভালোবাসি। আমি উইকি লেখা টিশার্ট খানা পেতে আগ্রহী ছিলাম, দুর্ভাগ্য সেটা আর হস্তগত করা হলনা। যদি খারাপ ভাবে না নেন তাহলে একটা অনুরোধ করছি যদি মূল্যের বিনিময়ে টিশার্ট খানা পাওয়ার ব্যবস্থা করতেন তাহলে খুব খুশি হতাম। ধন্যবাদ।। Mamun Biswas786 (আলাপ)

অনুবাদ প্রতিযোগিতা আগ্রহের জন্য ধন্যবাদ। আমরা বাংলাদেশ থেকে উইকিপিডিয়ার কোন টি-শার্ট বা অন্য কোন কিছু বিক্রি করি না। আপনার নিবন্ধ গৃহীত হয়নি ব্যাপারটি তা নয়। আপনি ইচ্ছে করলে এখনো ওই চারটি নিবন্ধ ইংরেজি থেকে অনুবাদ করতে পারেন। এখনো প্রতিযোগিতা শেষ হতে প্রায় দুই মাস বাকী! আপনাকে শুধু ইংরেজি সম্পূর্ণ নিবন্ধটি অনুবাদ করতে হবে ইংরেজি থেকে হুবহু তাহলেই নিবন্ধ গৃহীত হবে। আপনি উপরের নিবন্ধগুলো অনুবাদ সম্পূর্ণ করেন নি, তাই জমা নেওয়া হয়নি। তবে, উইকিমিডিয়া ফাউন্ডেশন একটি স্টোর পরিচালনা করে থাকে সেখানে টি-শার্ট অর্ডার করে আপনি আনতে পারেন। বিস্তারিত এখানে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০১, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য প্রয়োজন

সম্পাদনা

ভাইয়া, আমি উইকিপিডিয়াতে "অনাথ" নামে একটি নিবন্ধ অনুবাদ করা শুরু করেছিলাম। কিন্তু আজকে সেটি উন্নত করতে গিয়ে লক্ষ্য করি তাতে আরও কয়েকজন আমার পরে সম্পাদনা করে রেখেছে। উল্লেখ্য আমার আগে অন্য কেও এই নিবন্ধ নিয়ে কাজ শুরু করে নি। আমি কি বাকি অংশ সম্পাদনা করে এই নিবন্ধটি উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ -তে অংশগ্রহণ করতে পারব?

নিবন্ধটির লিঙ্কঃ https://bn.wiki.x.io/wiki/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5

ধন্যবাদ Ishat Jahan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Ishat Jahan: হ্যাঁ, নিবন্ধটি যেহেতু আপনি প্রথম শুরু করেছেন সেহেতু নিবন্ধটি আপনার তৈরি বলেই প্রতিযোগিতায় গণ্য করা হবে। আপনার পর যতজনই সেখানে অবদান রাখুক না কেনো শুধুমাত্র আপনি জমা দিলেই নিবন্ধটি গৃহীত হবে, এটাই প্রতিযোগিতার নিয়ম। সুতরাং আপনি নিশ্চিন্তে বাকী অনুবাদ সম্পূর্ণ করতে পারেন। যেহেতু বর্তমানে নিবন্ধটিতে ১ লাইনের লেখা রয়েছে তাই দ্রুত কমপক্ষে তিন প্যারা অনুবাদ যুক্ত করে দিন। এরপর, আপনার সময়মত নিবন্ধটি অনুবাদ করে শেষ করুন এবং অনুবাদ শেষ হলে জমা দিন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০৬, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

জানতে চা্য়

সম্পাদনা

ভাইয়া কিভাবে আমি উইকিকমন্স এ আমার তোলা ছবি Picture of the day করবো? Sajib Babu (আলাপ) ১৬:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রথমে আপনার তোলা ছবি কমন্সের ফিচার্ড পিকচার কোয়ালিটির হতে হবে। পরবর্তীতে প্রশাসকগণ নির্বাচিত হলে ছবিটি প্রধান পাতার জন্য নির্বাচন করবেন। ফিচার্ড পিকচার সম্পর্কে বিস্তারিত এখানে: c:Commons:Featured picture candidates--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদন সম্পর্কে

সম্পাদনা

পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পাতাটি আমি তৈরি করছি। কিনতু এটা তো সরাসরি Sanitation নয়। আমি কি আমাদের দেশের prospect এ পাতাটি তৈরি করব? আমি এ সম্পর্কিত একজন ছাত্র। Kazisobur (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Kazisobur: ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। না, উইকিপিডিয়া একটি বিশ্বকোষ সুতরাং আপনাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতেই লিখতে হবে এবং অবশ্যই সংশ্লিষ্ঠ ইংরেজি নিবন্ধটিই অনুবাদ করতে হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪৫, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কারিগরি সমস্যাযুক্ত দৈত্য(পুরাণ) নিবন্ধ বিষয়ে।

সম্পাদনা

আপনার পরামর্শ মতো দৈত্য(পুরাণ) নিবন্ধটির see also,reference(note) অংশ বাদ রেখে(কারিগরি সমস্যার কারনে) ও name and tribal origin of giants অংশটুকু ম্যানুয়ালি অনুবাদ করেছি ও পর্যালোচনার জন্য জমা দিয়েছি।আশা করি পর্যালোচনা করে গ্রহন করবেন।--Rezwan islam27 (আলাপ) ১৯:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অবশ্যই, ধন্যবাদ আপনাকে। এটি আমরা পর্যালোচনা করবো তবে ধৈর্য্য ধরুন, আপনি অন্য নিবন্ধ শুরু করতে পারেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ছবি যোগ সম্পর্কে

সম্পাদনা

ওসেজ ভাষার ইংরেজি নিবন্ধের প্রথম ছবির ফাইল লিংক কাজ করছে না । --Ashiqur Rahman Alif (আলাপ) ১৮:০৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সংশোধন করা হয়েছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

জানতে চাই

সম্পাদনা

ওসেজ ভাষা জমা দিয়েছি ৩ দিন আগে আর এটা একজন পর্যবেক্ষনের জন্য নিয়েছিল । কিন্ত পর্যবেক্ষন তালিকা থেকে আজ পর্যবেক্ষকের নাম মুছে দিল কেন? --Ashiqur Rahman Alif (আলাপ) ১৮:২০, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দেখুন, উইকিপিডিয়াতে সবাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে থাকেন। যিনি নিয়েছিলে, তার হয়ত সময় হবে না। তবে, চিন্তা করবেন না। সবগুলো নিবন্ধই পর্যালোচনা করা হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২২, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পিঙ্ক নাকি গোলাপি?

সম্পাদনা

Rose অর্থেই গোলাপি রঙটা বেশি উপযুক্ত মনে হচ্ছে। pink রঙটা যদিও কাছাকাছি, তবু এটা বাংলায় "পিঙ্ক" রাখাই ভালো। সেক্ষেত্রে Rose এর অনুবাদ নিবন্ধ তালিকার গোলাপি (বর্ণ) নামে তৈরি করতে চাচ্ছি। - রেজওয়ান (আলাপ) ১৯:২৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

না, এখন তালিকায় নামের পরিবর্তন করলে সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি প্রতিযোগিতার পর মনে করিয়ে দিলে নিবন্ধ স্থানান্তর করা যেতে পারে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আমি গোলাপি অর্থে Rose অনুবাদ করলে সেটা কি কনটেস্টে গৃহীত হবে? - রেজওয়ান (আলাপ) ১৯:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
তালিকাতে নিবন্ধটি না থাকলে গৃহীত হবে না।--যুদ্ধমন্ত্রী আলাপ ০২:২৪, ১০ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পাতা স্থানান্তর

সম্পাদনা

সুপ্রিয় নাহিদ সুলতান ভাই। বাংলা উইকিপিডিয়াতে হারুনুর রশিদ নামের একটি নিবন্ধন আছে যেটা ইংরেজি Harun al-Rashid (হারুন আল রশিদ) নামক নিবন্ধন থেকে অনুবাদ করা। এবং হারুনুর রশীদ পাতাটিও হারুনুর রশিদ পাতায় নির্দেশ করা আছে। যিনি একজন খলিফা। খলিফা হারুনুর রশিদ এর পাতাটির জন্য হারুন আল রশিদ নামের একটি নতুন পাতা তৈরি করতে অনুরোধ করছি।

একই সাথে হারুনুর রশীদ (বীর প্রতীক) পাতাটি হারুনুর রশীদ পাতায় স্থানান্তর করার অনুরোধ করছি। Shohag Rana (আলাপঅবদান) এই &hipuস্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। shipu আপনার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

হারুনুর রশিদ পাতাটির সবার উপরে অন্য ব্যবহার দেওয়া রয়েছে সুতরাং কনফিউশন হবে না বলেই বিশ্বাস। তারপরও যদি হয় সেক্ষেত্রে দ্ব্যর্থতা নিরসন পাতা বানানো যেতে পারে। নিবন্ধটি যেহেতু @Intakhab: ভাই শুরু করেছিলেন সেহেতু তার মতামতও আশা করছি। তবে যেভাইবে নাম হোক আপত্তি নাই আমার।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নববর্ষ 2017 উদযাপন এবারের নববর্ষ আমার জীবনে ঘটে যাওয়া অন্যতম শ্রেষ্ঠ নববর্ষ ।আমি এই দিনটি আনন্দের সাথে পালন করেছি ।তবে এই দিনটিতে আমি কিছু হারানো জিনিস আবার ফিরে পেয়েছিলাম । সবাই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল ।

Hi!Shipu

তালিকা ভুল

সম্পাদনা

আপনার তৈরি নিবন্ধ তালিকার 'নতুন যুক্ত করা হয়েছে' অংশের Maritime archaeology নিবন্ধটির লিংক ভুল আছে । ওটার বর্তমান লিংক Maritime archaeologyn থেকে শেষের n কেটে দিন । --Ashiqur Rahman Alif (আলাপ) ১৬:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আপনাকে। ঠিক করে দিয়েছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৬, ১২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কালো রাজহাঁস অপসারণ

সম্পাদনা

শ্রদ্ধেয়, আমি দশম শ্রেনীর ছাত্র। স্কুলে পরীক্ষার জন্য আমি কালো রাজহাঁস নিবন্ধটি অনুবাদ করার সময় পাইনি। আমি ভেবেছিলাম যে এই শনি-রবিবার নিবন্ধটি অনুবাদ করব। আমি দেখেছি যে ওই নিবন্ধটি এখন কেউ অনুবাদ করতে শুরু করেনি। দয়া করে আমি যে টুকু অনুবাদ করেছিলাম সে টুকু যদি ফিরিয়ে দিতে পারেন, তাহলে খুব ভাল হয়। ধন্যবাদ।(Che12Guevara (আলাপ) ১৫:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি))উত্তর দিন

ধন্যবাদ। ফিরিয়ে আনা হয়েছে। কালো রাজহাঁস।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে অনেক ধন্যবাদ!! (Che12Guevara (আলাপ) ১৫:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি))উত্তর দিন

বিষয়শ্রেণীর পুনর্নির্দেশ

সম্পাদনা

ভাইয়া, বিষয়শ্রেণী:রঙ পুনর্নির্দেশ করা ছিল বিষয়শ্রেণী:বর্ণ-তে কিন্তু বিষয়শ্রেণী রঙের অন্তর্ভুক্ত নিবন্ধগুলো বিষয়শ্রেণী বর্ণতে দেখাচ্ছে না, ফলে সেগুলো অ্যাকসেসেবল হচ্ছেনা। সমস্যাটার সমাধান করে দিলে ভালো হয়। - রেজওয়ান (আলাপ) ১৮:২০, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী পুর্নর্নির্দেশ করলে তার মধ্যে বিদ্যমান পাতাগুলো থেকে উক্ত বিষয়শ্রেণী ম্যানুয়ালি পরিবর্তন করতে হয়। এ জন্যই নিবন্ধগুলো আগেরটাতে দেখাচ্ছে। তবে, হঠাৎ করে বিষয়শ্রেণী বা অন্য কোন নিবন্ধের স্থানান্তরের পূর্বে আলাপ পাতায় আলোচনা উত্তম। তা না হলে, বিতর্ক সৃষ্টি করতে পারে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

একটি নিবন্ধ তৈরি করতে পারছি না

সম্পাদনা

আমি ঝড় প্রবন্ধটি তৈরি করতে চাই। তবে আমি লাল লিংকে ক্লিক করলে সম্পাদকে পুনঃনির্দেশিত হচ্ছে -এমন একটি লেখা উঠে ও তা আমাকে মূল পাতায় ফেরত নিয়ে যায়। আমি এ নিবন্ধটি কীভাবে তৈরি করবো? মুফতি (আলাপ) ০৮:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি আসলে আপনার কথা বুঝতে পারিনি। আমি যতদূর দেখতে পাচ্ছি, আপনি নিবন্ধটি তৈরি করে ফেলেছেন। এখন যদি নতুন অনুবাদ যুক্ত করতে চান সেখানে তাহলে নিবন্ধের ডানপাশে উপরে সম্পাদনা বা উৎস সম্পাদনাতে ক্লিক করুন, সম্পাদনার অপশন চলে আসবে। সেখানে আপনি অনুবাদ যুক্ত করে সংরক্ষণ করলেই নতুন অনুবাদ যুক্ত হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কিভাবে প্রবন্ধে ছবি যুক্ত করবো

সম্পাদনা

ভাইয়া, আমি একজন নতুন উইকিপিডিয়ান। আমি জানতে চাই কিভাবে প্রবন্ধে ছবি যুক্ত করবো। তাছারা এটিও জানতে চাই, যদি আমি ইংরেজি উইকিপিডিয়া হতে অনুবাদ করে বাংলা প্রবন্ধ তৈরি করি তবে কি আমার তথ্যসূত্র দিতে হবে? ধন্যবাদ। Muttakin ahmed (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ইংরেজির ছবিগুলোই আপনি বাংলাতেও ব্যবহার করতে পারবেন। ধরুন আপনি বাংলাদেশের পতাকার এই ছবিটি ব্যবহার করবেন সেক্ষেত্রে, নিবন্ধে ছবিটি এভাবে যুক্ত করবেন, [[File:Flag of Bangladesh.svg|thumb|এখানে ক্যাপশন।]] এবং ইংরেজি নিবন্ধের তথ্যসূত্র কপি করে দিলেই হবে, অনুবাদ করতে হবে না। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Request

সম্পাদনা

Hello.

Could you create the article en:Theatre in Azerbaijan in Bengali Wikipedia just like the article বাংলাদেশে থিয়েটার?

Thank you.

31.200.20.213 (আলাপ) ১০:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Sorry, I'm engaged with other things right now. Probably another editor will be interested.--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পাতা অনুবাদে সমস্যা

সম্পাদনা

শুভেচ্ছা নিবেন আমি দারবান্দ পাতাটি অনুবাদ শুরু করেছিলাম কিছুদিন আগে। উইকিপিডিয়ার অনুবাদ টুল ব্যাবহার করে আমি অনুবাধ করছি।কিন্তু দারবান্দের ইংরেজি পাতার রুশ এবং World Heritage site তথ্যছক বা টেমপ্লেটটি অনুবাদ করতে সমস্যার সম্মুখীন হচ্ছি। ইংরেজি টেমপ্লেট থে বাংলায় অনুবাধ করার সময় মানচিত্র, শহরের ছবি এবং শেষাংশটি যোগ হচ্ছে না। World Heritage site তথ্যছকটি যতটুকু অনুবাদ টুল নিজেই নিজেই অনুবাদ করেছে সেইটুকুই রাখতে পারছি। নিজে ইংরেজি থেকে বাংলায় অনুবাধ করতে পারছি না। এই সমস্যার সমাধান কি বা টেমপ্লেট বাদ দিয়ে বাকি অনুবাধ শেষ করেলে প্রবন্ধটি গৃহীত হবে কিনা জানালে বাধিত হব। ধন্যবাদ Dreamkites (আলাপ) ১২:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, টেমপ্লেটে সমস্যা হলে সেটি বাদ দিয়ে বাকী অনুবাদ শেষ করুন। এরপর শেষ হলে আমাকে জানালে আমি যুক্ত করে দেব। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য প্রয়োজন

সম্পাদনা

ভাইয়া, আমি "প্রথম বিশ্বযুদ্ধের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় রণাঙ্গন" নিবন্ধটি অনুবাদ করেছি। এর ইংরেজি নিবন্ধে "See also" নামে একটি অনুচ্ছেদ রয়েছে যাতে দুটি লিংক দেওয়া রয়েছে। এই লিংক দুটি রেফারেন্স হিসেবেও ব্যাবহার করা হয়েছে। কিন্তু বর্তমানে এই লিংক দুটিতে "Error 404 - Page Not Found" দেখানো হচ্ছে। এই অবস্থায় আমার কি অনুবাদে এই অনুচ্ছেদ এবং রেফারেন্স হিসেবে লিংক দুটি যুক্ত করার প্রয়োজন আছে?

ধন্যবাদ --TH Pallab (আলাপ) ০৮:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আরও দেখুন অনুচ্ছেদ অনুবাদ না করলেও চলে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পাতা অনুবাদ

সম্পাদনা

Hindu_deities পাতার কিয়দংশ হিন্দু উপাস্যগণ হিসাবে ‎অনুদিত।ক্রমে আরও করব।দয়া করে অপসারণ করবেন না। যদি কিছু বেনিয়ম বা ত্রুটি হয়ে থাকে দয়া করে আমায় জানালে বাধিত হব। ধন্যবাদ -- Retabrata(আলাপ) ২৩ঃ৩৯ ২২ ফেব্রুয়ারী ২০১৭(ইউটিসি)

সুধী, আপনি একই বিষয়ে দুটি পাতা তৈরি করতে পারবেন না। যদি ইতিমধ্যে তৈরি পাতাতে তথ্য কম থাকে তাহলে সেটি সমৃদ্ধ করতে পারেন কিন্তু অন্য নামে একই বিষয়ে দুটি পাতা তৈরি করা যায় না। সুতরাং আমি আপনার তৈরি হিন্দু উপাস্যগণ পাতার তথ্যগুলো হিন্দু দেবদেবী পাতায় স্থানান্তর করেছি। হিন্দু দেবদেবী পাতাটি আগে থেকেই রয়েছে এবং পরবর্তি সমৃদ্ধকরণ আপনাকে হিন্দু দেবদেবী পাতাতেই করতে হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:২০, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কালো রাজহাঁস

সম্পাদনা

পুরুষ রাজহাঁসদের, মহিলা রাজহাঁসদের এবং বাচ্চা রাজহাঁসদের কি আলাদা কোনো নাম আছে? দয়া করে যদি আপনি জানেন বলে দেবেন? Che12Guevara (আলাপ) ১৫:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

এ ব্যাপারে আমার জ্ঞান শুন্যের কোঠায়। আপনি দয়া করে একটু অালোচনাসভাতে মন্তব্য করেন তাহলে হয়ত কেউ বলতে পারবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অভ্র কী বোডের ব্এবোহার সম্পকে বিস্তারিত জানালে খুব উপক্রিত হব। দয়া করে জানান

সম্পাদনা

কী বোডের বাবহার না জানায় আমি টাইপ করতে পারছি না। অভ্র কী বোড সম্পরকে বিস্তারিত জানান। প্রসিত ঘোষ (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

Omicronlab এর ইউটিউব চ্যানেলে অভ্র ব্যবহারের একটি অফিসিয়াল ভিডিও টিউটোরিয়াল আছে। এটি আপনার কাজে আসতে পারে। এছাড়া একটি পিডিএফ ডকুমেন্টেশনও আছে এখানে। – তারুণ্য আলাপ১৮:০০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি মনে করি এটি এই মুক্ত বিশ্বকোষে থাকা অনপুযুক্ত নয়!

সম্পাদনা

আমি নতুন হওয়ায় আমি তথ্যসূত্র বা এটি যে সঠিক নিবন্ধ তার দলিল হয়ত দিতে পারিনি।আমি কিভাবে প্রমাণ করতে পারি যে এটি এই বিশ্বকোষে থাকার উপযুক্ত। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন!ধন্যবাদ! শিশির মীর (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ব্যাপারটি তথ্যসূত্রের নয়, উল্লেখযোগ্যতার। উইকিপিডিয়ার যেকোন নিবন্ধ নির্দিষ্ট উল্লেখযোগ্যতার মাপকাঠিতে পেড়িয়ে আসতে হয়। আর আপনার তৈরি ওয়েবসাইটটি নীতিমালা অনুসারে উইকিপিডিয়ার জন্য উল্লেখযোগ্য নয়। বিস্তারিত, উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ব্ল্যাকমেইল এর অনুবাদ

সম্পাদনা

প্রিয় শুভেচ্ছা নিবেন।আমি আপনার কথামত যতটুকু সমভব পরিমার্জনা করেছি।আইন বিষয়ক লেখা দেখে ভুল হয়েছে অনুবাদ করতে।এখন দেখে বলবেন তা ঠিক হয়েছে কিনা। যদি নাহয়ে থাকে তবে আরও কোথায় তপরিমার্জনা দরকার তা আমাকে জানাবেন।আমি সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ Dreamkites (আলাপ) ১২:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অামি পুনরায় দেখবো। সংশোধনের জন্য ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনি কি বলতে চাইছেন?ওয়েবসাইটটি এত উন্নত বা জনপ্রিয় নয় যে এই বিশ্বকোষে থাকবে?

সম্পাদনা

তাহলে আমি কিভাবে নিবন্ধটি সঠিক ভাবে পূরণ বা উল্লেখ করতে পারি?আমাকে মাপ করবেন!আপনার সাথে তর্ক আমি করছি না!আমি শুধু জানতে চাইছি!ধন্যবাদ! শিশির মীর (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আমি উপরে যেমনটি বলেছি, ওয়েবসাইটটি উইকিপিডিয়াতে রাখার মত নীতিমালাতে উল্লেখযোগ্য নয় বলেই যুক্ত করা যাবে না।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Since you're the only admin I know of...

সম্পাদনা

...and I can't read Bengali, may you block this user (if it hasn't already been blocked already)? https://bn.wiki.x.io/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7:%E0%A6%85%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8/Khan5090 --Atcovi (আলাপ) ১৮:৫২, ৫ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Hey @Atcovi: Thanks for the tip. I believe this account belongs to a long term Bengali Wiki sock master জঙ্গলবাসী. He used to edit only Bengali than he expanded his empire to other projects so I did a check in login wiki and found another one. Both of them are now globally locked and blocked here locally as well for future reference. Cheers,--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৭, ৫ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া কমন্স

সম্পাদনা

উইকিমিডিয়া কমন্স ব্যাবহারে বাধাপ্রাপ্ত হচ্ছি কেনো? সমস্যা টি ই-মেইলের মাধ্যমেও জানানো হয়েছে কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না। Naiemfanz (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

মেইল করার সময়, আপনার ব্যবহারকারী নাম ও ব্লক বার্তার একটি স্ক্রিনশটসহ মেইল করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩৪, ৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ সংক্রান্ত

সম্পাদনা

নাহিদ ভাইয়া সোশ্যাল ইঞ্জিনিয়ারিং (নিরাপত্তা) নিবন্ধের “আরও দেখুন” অংশটিও কি অনুবাদ করা লাগবে? আর টেমপ্লেটগুলোকে নিয়ে কি করবো? Parvezahmed (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনিতো দেখি সবই অনুবাদ করে ফেলেছেন। আচ্ছা জমা দিয়ে দেন, অনুবাদ যদি বাকী না থাকে সেক্ষেত্রে টেমপ্লেটজনিত সমস্যাগুলো তখন পর্যালোচক দেখে দেবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩০, ৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ নাহিদ ভাইয়া, এখনও দুই অনুচ্ছেদ বাকি আছে। আর স্বাক্ষর করতে ভুলে যাওয়ার জন্য দুঃখিত। পারভেজ আহমেদ (আলাপ) ০৮:৩৮, ৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বর্তমানে ১ নম্বর সিনিয়র এডেভোকেট আলহাজ্ব এ. বি. এম নুরুল ইসলাম এর জীবনী

সম্পাদনা

যিনি ডাকসুর সাবেক ভিপি, চতুর্থ পাকিস্তান জাতীয় পরিষদের একজন নির্বাচিত সদস্য ছিলেন (1965-1969) Outsourcingbdb (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনি কি তাকে নিয়ে লিখতে চান? সেক্ষেত্রে আপনার ব্যবহারকারী উপপাতায় শুরু করতে পারেন। পরে সম্পূর্ণ হলে মূল নামস্থানে স্থানান্তর করে দিতে পারেন। তবে তার পূর্বে আপনার একাউন্টর নামটি পরিবর্তনের আবেদন করুন দয়া করে। এটি নীতিমালা অনুসরণ করছে না এবং নির্দেশিকা আপনাকে বার্তাসহ দেওয়া হয়েছে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০৮, ৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বট সমস্যা

সম্পাদনা

নাহিদ ভাই।আশা করি ভালই আছেন :) ।.... . আপনার "বটটি" এই নিবন্ধে সম্পাদনা করেছে । সেকারণে "উদ্ধৃতি ত্রুটি:" দেখাচ্ছে । দয়া করে সংশোধন করুন । ভাল থাকবেন । -- Muḥammad (আলাপ) ১২:১৯, ৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ, ঠিক করে দিয়েছি। তবে মূলত বট ভুল করেনি। অনুবাদ টুল ব্যবহার করে অনুবাদের সময় একই লিংক নিয়ে বেশ কয়েকটি তথ্যসূত্র ডুপ্লিকেট ছিল এবং যে তিনটি ভুল দেখাচ্ছিল সেগুলোও ডুপ্লিকেট কিছু একটা ছিল কিন্তু বট যখন ডুপ্লিকেটগুলো বাতিল করে সেগুলোতে নাম বসিয়ে দিয়েছে তখন নিয়ম অনুসারে সেুগলোও পরিবর্তন করেছে। ফলে যেটা হয়েছে, দুটি ডুপ্লিকেট তথ্যসূত্রের নাম দুরকম হয়েছে ও উদ্বৃতি ত্রুটি ঘটেছে। যাইহোক, কনটেন্ট ট্রান্সলেশন টুল পাতাতে বেশ কিছু আবর্জানা যুক্ত করে অনুবাদের সময় স্বয়ংক্রিয়ভাবে সেগুলো আসলে কিছু করারও নেই, যতক্ষণ পর্যন্ত না টুল ঠিক হচ্ছে। এরকম সমস্যা আরও খুঁজে পেলে দয়া করে জানাবেন :)--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৩১, ৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ পুনঃপর্যালোচনার অনুরোধ

সম্পাদনা

দয়া করে, আমার মেগালিথ, বেতার বর্ণালী এবং টেম্পল চার্চ নামক নিবন্ধগুলি পুনঃপর্যালোচনা করুন। এক্ষেত্রে উল্লেখ্য যে, প্রথম দুটি নিবন্ধ অন্য দুজন পর্যালোচক দায়িত্ব নিলেও এখন পর্যন্ত পুনঃপর্যালোচনা হয়নি। কিন্তু সময় শেষ হয়ে আসছে, প্রতিযোগীতায় "গৃহীত" হতে হলে কোন সংশোধন থাকলে সেটা আমার দ্রুত জানা জরুরী। -- Kazi Moitry (আলাপ) ০৫:৪৫, ৮ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনি কোন দুঃসচিন্তা করবেন না, প্রতিযোগিতা শেষেও কমপক্ষে ১০ দিন সময় পাবেন নিবন্ধ সংশোধনের জন্য। তবে তখন জমা দেওয়া যাবে না। আমি চেষ্ঠা করবো দেখার। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৯, ৮ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়াতে আমার ইউজার নেম এবং আইপি এড্রেস ব্লক প্রসঙ্গে

সম্পাদনা

উইকিমিডিয়া কমন্স এর বিষয় নিয়ে উইকিপিডিয়াতে বিরক্ত করার জন্য দুঃখিত। উইকিমিডিয়াতে আলাপ পাতায় লিখার ক্ষমতা কেড়ে নেওয়ায় উইকিপিডিয়াতে লেখতে বাধ্য হচ্ছি। একটি ফটো আপলোড করার পর আমার ইউজার নেম এবং আইপি এড্রেস ব্লক করে দেয়া হয়েছে। নতুন ব্যবহারকারী হিসেবে ছবিটির কি সমস্যা ছিলো সে বিষয়ে আমি নিশ্চিৎ নই। ব্লক প্রসঙ্গে কোন সাহায্য করলে উপকৃত হতাম।

Your user name or IP address has been blocked. Editing and uploading from 119.30.32.0/20 was disabled by NahidSultan for the following reason: Vandalism: If you are affected by this block, please contact: nahid@wikimedia.org.bd or follow the process of this block notice. This block (ID #285030) is set to expire: 2017-05-17T21:39:49. rokib3101 (আলাপ · অবদান)

আসলে নির্দিষ্টভাবে আপনাকে ব্লক করা হয়নি। আপনি যে আইপি ঠিকানা ব্যবহার করছেন সেই আইপি থেকে সম্পাদনা বাধা দেওয়া আছে তার মানে হলো যিনিই এই আইপি ব্যবহার করবেন তার একাউন্টই বাধা দেখাবে। এটি আপনার ছবি আপলোডের সাথে কোন সম্পর্ক নেই। যাইহোক, আপনি আপনার ব্যবহারকারী নামসহ ব্লকের স্ক্রিনশটসহ আমাকে ইমেইল করুন, আমি আপনার একাউন্টে আইপি বাধা রহিতকরণ অধিকার যুক্ত করে দিচ্ছি যার ফলে আপনি আইপি বাধা থাকলেও ছবি আপলোড করতে পারবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪৩, ৯ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমার আলাপ পাতায় একটি আনব্লক অনুরোধ রেখেছিলাম, কিন্তু তা বাতিল করা হয়েছে। https://commons.wikimedia.org/wiki/User_talk:Rokib3101

যেমনটি বলেছি উপরে আপনাকে মেইল করতে হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০৩, ১০ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Granting me certain rights...

সম্পাদনা

Hi, I'm interested in improving the language of templates and creating/translating internal(policy etc.) pages of Wikipedia.But as I understand most of the template pages are under extended-confirmed(term as used on en.wiki) protection.May you grant me the necessary rights(I don't know if you folks have any right called Template Editor) so that I can proceed.I have already created a template here and updated the CSD related page!If you feel about concerns of vandalism, disruptive editing etc. check my en.wiki records.Cheers!আরুবাস্কা@ভ্যানগার্দ (আলাপ) ০৮:২৮, ১০ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Thank you for showing interest in helping with the template pages. Unfortunately, we do not have Template Editor userright, please see বিশেষ:দলগত_অধিকারের_তালিকা. We do not usually grant right if the user does not meet the necessary criteria regarding that specific right. Meantime if you want to update protected template please make a request on the talk page of that specific template. Thanks.--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৪২, ১০ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বসন্ত আক্রমণ পাতা বিষয়ে

সম্পাদনা

Kaiser শব্দটি জার্মান,তারা বলছে কাইজা, কিন্তু ইংলিশরা বলছে কাইজার, এক্ষেত্রে কোন উচ্চারণটা ব্যাবহার করা যায়? আাপনার নাক গলানো আবশ্যক :পি। Pavlu (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Pavlu: নিবন্ধের ভেতর () ব্যবহার করে লিখে দিতে পারেন যে, ইংরেজি উচ্চারণ এটা ও জার্মন উচ্চারণ এটা। কাজ শেষ। এখন পাঠকই ডিসাইড করবে সে কোনটা ব্যবহার করবে :) --যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১১, ১২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Employment নিবন্ধটি অনুবাদ প্রসঙ্গে

সম্পাদনা

শুভেচ্ছা নিবেন। আমি নিবন্ধ অনুবাদ প্রতিযোগিতার আওতায় Employment নিবন্ধটি "কর্মসংস্থান" নামে অনুবাদ করছি। অনুবাদ চলাকালীন সময়ে Employment নিবন্ধটির একটি শিরোনাম Wage slavery কে কেউ একজন Wage salary তে রুপান্তর করেছেন। যদিও আমার মনে হয় শিরোনামটি Wage slavery হওয়া উচিত। এখন মাই কি Wage slavery শিরোনামটি অনুবাদ করবো নাকি Wage salary শিরনামটি অনুবাদ করবো। আমার ব্লাকমেল নিবন্ধটি আপনার কথামতো পরিমার্জনা করেছি। কিন্তু নিবন্ধটি এখনও গৃহীত হয়নি। অনুবাদটিরকি আরও পরিমার্জনা দরকার? ধন্যবাদন্তে, দীপ্ত সাহা Dreamkites (আলাপ) ০৭:৩৪, ১২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনি ঠিকই বলেছেন Wage slavery হবে। আমি ইংরেজি নিবন্ধটি ঠিক করে দিয়েছি। অার ব্লাকমেল নিবন্ধটি দেখবো আজকে পুনরায়। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১৩, ১২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

রাজহাঁস না মরাল?

সম্পাদনা

ইংরাজিতে লেখা Swan এর সঙ্গে বাংলায় লেখা মরাল এর সংযোগ আছে। আবার ইংরাজিতে লেখা Goose এর সঙ্গে বাংলায় লেখা রাজহাঁস এর সংযোগ আছে। নিবন্ধ তালিকায় Black swan-এর বাংলা নাম কালো রাজহাঁস বলছে। কিন্তু আগের রীতি অনুযায়ী Black swan-এর বাংলা নাম হওয়া উচিত 'কালো মরাল'। এই ব্যাপারতা এক্টু ভেবে দেখবেন। Che12Guevara (আলাপ) ১০:২৫, ১২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছি, আমার আসলে এই নামগুলো নিয়ে তেমন কোন ধারণা নেই। তবে নিবন্ধ প্রতিযোগিতার পর তালিকা থেকে যে নামগুলো ভুল আছে সুগলো আস্তে আস্তে পরিবর্তনের চিন্তা আছে। আপাতত, প্রতিযোগিতা চলাকালীন তেমন পরিবর্তন করছি না। তবে, আপনি ইচ্ছা করলে এখনো আলোচনাসভায় এ সম্পর্কে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন হয়ত অন্যকেউ এ ব্যাপারে আমার চেয়ে ভালো বলতে পারবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৭, ১২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে। Che12Guevara (আলাপ) ০৭:০৮, ১৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ফর্ম পূরন বিষয়ে

সম্পাদনা

পুরষ্কারের জন্য আপনার পাঠানো গুগল ফর্ম এ ইউজারনেম ভুল করে Rezwan Islam27 দিয়েছি। প্রকৃতপক্ষে Rezwan islam27 হবে।আমি সঠিক ইউজারনেম দিয়ে দ্বিতীয়বার ফর্ম পূরন করেছি।অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।একটু দেখবেন ভাই।--Rezwan islam27 (আলাপ) ১৪:০৯, ১২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সমস্যা নাই, ভুল হতেই পারে। আমি দেখছি। জানানোর জন্য ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪২, ১২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অনুরোধ

সম্পাদনা

সাইবার অপরাধ নিবন্ধটির প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। গ্রহণ করার অনুরোধ করছি। --শাহনেওয়াজ শুভ (আলাপ) ২২:৫৩, ১২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সময় অনুসারে আমি অথবা অন্য কেউ দেখবে, আপনি চিন্তা করবেন না। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩৫, ১৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ নাহিদ সুলতান ভাই! সেইসাথে আরেকটি বিষয় শেয়ার করছি। পরিবেশগত অবনতিসার্বভৌম রাষ্ট্র নিবন্ধদুটি শুরু করলেও সময়ের অভাবে শেষ করতে পারছিনা। যতটুকু অনুবাদ হয়েছে তা গ্রহণযোগ্য হলে রেখে দিতে পারেন। বাকীটুকু/নতুন করে যদি অন্যকেউ এদুটির অনুবাদ শেষ করতে আগ্রহী হয় তবে খুবই ভাল হয়। নিবন্ধ প্রতিযোগিতার জন্য নিবন্ধদুটি থেকে আমি আমার অধিকার সরিয়ে নিচ্ছি! যিনি শেষ করবেন তাকেই প্রতিযোগিতায় মূল্যায়ন করা হোক! --শাহনেওয়াজ শুভ (আলাপ) ০৭:২৮, ১৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
সমস্যা নেই। এ দুটো যেহেতু আপনি বেশ কয়েক প্যারা অনুবাদ করেছেন তাই এমনিতেও উইকিপিডিয়াতে থাকবে :) --যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৩, ১৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ভাই সাইবার অপরাধ নিবন্ধটিতো এখনো কেউ পর্যালোচনা করলনা! বারবার বিরক্ত করার জন্য দুঃখিত!--শাহনেওয়াজ শুভ (আলাপ) ১২:০৫, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী পাতা তৈরি এবং টেমপ্লেট পুনঃনির্দেশ

সম্পাদনা

সুপ্রিয় নাহিদ ভাইয়া, আমার সালাম ও শুভেচ্ছা নিয়েন। কোন নিবন্ধের বিষয়শ্রেণী যুক্ত করার পর সেই বিষয়শ্রেণীর পাতাটি কিভাবে তৈরি করবো সে সম্পর্কে জানতে চাচ্ছিলাম। উদাহরণস্বরূপ: মনে করুন আমি আম, জাম ও কাঁঠাল নামক নিবন্ধে বিষয়শ্রেণী হিসেবে গ্রীষ্মকালীন ফল যুক্ত করলাম। এখন দেখা গেল গ্রীষ্মকালীন ফল নামে কোন বিষয়শ্রেণী পাতা তৈরি করা হয়নি। আমি কিভাবে বিষয়শ্রেণী পাতাটি তৈরি করবো? অন্য বিষয়টি হলো কোন টেমপ্লেটকে পুননির্দেশ করা সম্ভব? যেমন আমরা উইকিতে কোন নিবন্ধে বাংলা নামে কোন নিবন্ধ তৈরি করলে পরবর্তীতে যাতে অন্যরা তার ইংরেজি নামে খুঁজে পেতে পারে তার জন্য পুননির্দেশ টেমপ্লেট দিয়ে পুননির্দেশিত করতে পারি ( #redirect [[পাতার নাম]] {{একটি পুনর্নির্দেশ}} এইভাবে)। এখন উদাহরণ হিসেবে আমি {{বিপনণ}} টেমপ্লেট কে {{marketing}} নামে পুনঃনির্দেশিত করতে পারবো? আর তা কি পুননির্দেশ টেমপ্লেট দিয়েই সম্ভব, নাকি অন্যকিছু করতে হবে?

ধন্যবাদ। পারভেজ আহমেদ (আলাপ) ০৯:৩৯, ১৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধরা যাক, আপনি [[বিষয়শ্রেণী:প্রাথমিক বাংলাদেশ নিবন্ধ]] বিষয়শ্রেণীটি তৈরি করবেন। এখন খেয়াল করতে হবে যে, যে বিষয়শ্রেণীটি তৈরি করছেন সেটির মূল বিষয়শ্রেণী কোনটি। এখানে প্রাথমিক বাংলাদেশ নিবন্ধ বিষয়শ্রেণীটির মূল বিষয়শ্রেণী হলো “বাংলাদেশে” কারণ এটি বাংলাদেশ সম্পর্কিত বিষয়শ্রেণী সুতরাং [[বিষয়শ্রেণী:প্রাথমিক বাংলাদেশ নিবন্ধ]] তৈরির সময় [[বিষয়শ্রেণী:বাংলাদেশ]] যুক্ত করে লেখা সংরক্ষণ করলেই বিষয়শ্রেণীটি তৈরি হয়ে যাবে। এছাড়াও বিষয়শ্রেণী পূণর্নিদেশ করলে সেটি কাজ করবে না তবে নিবন্ধ ও টেমপ্লেট পূণর্নিদেশ করলে তবে কাজ করবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৪, ১৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
নাহিদ ভাইয়া আমি বিষয়শ্রেণী যুক্ত করার কথা বলছি না, বিষয়শ্রেণী পাতা তৈরি করার। যেমন সফটওয়্যার লাইসেন্স এর বিষয়শ্রেণীতে সফটওয়্যার লাইসেন্স নামক বিষয়শ্রেণী আছে কিন্তু তা লাল লিংক যুক্ত। অথবা মুক্ত সোর্স সফটওয়্যার নিবন্ধটিও দেখতে পারেন। আমি চাচ্ছিলাম মুক্ত সোর্স সফটওয়্যার, গনু জেনারেল পাবলিক লাইসেন্স, ফ্রি সফটওয়্যার লাইসেন্স এই তিনটিকে সফটওয়্যার লাইসেন্স বিষয়শ্রেণীর অধিনে আনতে। যাতে করে সফটওয়্যার লাইসেন্স বিষয়শ্রেণীতে এই তিনটিকে খুঁজে পাওয়া যায়। অনেকটা উইন্ডোজ ৭ নিবন্ধে দেয়া অপারেটিং সিস্টেম বিষয়শ্রেণীর মতো। সহজ কথায় আমি লাল কালিতে লেখা বিষয়শ্রেণীকে নীল কালিতে লেখায় পরিণত করতে চাই।

ধন্যবাদ। পারভেজ আহমেদ (আলাপ) ১৫:৪২, ১৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমিও তৈরির করার ব্যাখ্যাই করেছি তবে খুব সম্ভবত ভালোভাবে ব্যাখ্যা করতে পারিনি। এখানে ক্লিক করুন এবং বক্সে [[বিষয়শ্রেণী:সফটওয়্যার]] লিখুন এবং পাতাটি সংরক্ষণ করুন। বিষয়শ্রেণী তৈরি হয়ে যাবে এবং সবই একই বিষয়শ্রেণীতে দেখাবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫৭, ১৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ তৈরীতে সহায়তা এবং প্রতিযোগিতা

সম্পাদনা

নাহিদ ভাই, প্রথমে আমার সালাম এবং শুভেচ্ছা নিবেন। আমি সম্প্রতি ডাকাতি নামে একটি নিবন্ধ অনুবাদ করছি। যেহেতু নিবন্ধটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করছি, এবং মুল নিবন্ধটি ইংরেজিতে তৈরী, তাই সেখানে পাশ্চাত্যের আইন,দন্ডবিধি এবং তাদের সংবিধান মতে ডাকাতির সংংজ্ঞাই সেখানে বেশি দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে আমি যেটা করেছি, তা হল কিছু কিছু বিষয় যেমন: কানাডার সংবিধানের অনুচ্ছেদ বা তাদের ডাকাতির শাস্তি কীরুপ হতে পারে, তা বুঝানোর জন্য উইকির আন্ত ইংরেজি লিঙ্কটা ব্যবহার করেছি, কারণ আমি ভেবেছি, ভবিষ্যতে, কানাডায় ডাকাতির শাস্তি কীরুপ তার উপর বাংলায় নিবন্ধ তৈরী হবার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু এখন আমি ঠিক বুঝতে পারছি না, বিষয়টা ঠিক হচ্ছে কি না। এছাড়াও কোনদেশে ডাকাতি কীরুপ হয়,তার একটা পরিসংখ্যান সেখানে দেওয়া হয়। আমি সেই পরিসংখ্যানের বাংলায় অনুবাদ করি নি। এটার কী বাংলা করতে হবে। যেহেতু আমি প্রতিযোগিতায় আছি, এবং এ নিবন্ধটি সাবমিট করব, তাই আপনি আমাকে এবিষয়ে জানালে আমি উপকৃত হব। Fahim fanatic (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনিও শুভেচ্ছা গ্রহণ করুন। প্রথমত ইংরেজি লিংক ব্যবহার না করে বাংলা উইকিতে বাংলা করারই নিয়ম (যদি নিবন্ধটি ভবিষ্যতে কেউ তৈরি না করেন ও লাল লিংক থাকে তারপরও)। কেউ ইংরেজি নিবন্ধ পড়তে চাইলে সে সাইডবার থেকে ইংরেজি নিবন্ধে যেতে পারবেন। পরিসংখ্যানসহ সকল টেবিল বাংলা করতে হবে। মোটের উপর, নিবন্ধের ভেতর যা আছে সবই বাংলা করতে হবে, অন্তত আরও দেখুন এর পূর্ব পর্যন্ত।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৫, ১৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা সংক্রান্ত সাহায্য প্রার্থনা

সম্পাদনা

প্রাণীদের বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ সংক্রান্ত ছকটি কিভাবে সংযুক্ত করতে হয় তা জানার কোন টিউটোরিয়ালের লিঙ্ক পেলে বিশেষভাবে উপকৃত হতাম। টিউটোরিয়াল অংশে খুঁজে পাচ্ছি না। সৃজনী মণ্ডল (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

বিষয়ভিত্তিক কোন টিউটোরিয়াল হয়ত নেই তবে আপনি যদি ঠিক কোন নিবন্ধটিতে ছকটি যুক্ত করবেন বা ঠিক কোন ছকটির কথা বলছেন এটি উল্লেখ করলে সাহায্য করতে পারবো।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৪৭, ১৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্লাম কেক অনুবাদ প্রসঙ্গে

সম্পাদনা

ভাইয়া,

আমি অনুবাদের জন্য নির্বাচিত নিবন্ধের তালিকা থেকে Plum Cake নিবন্ধটি অনুবাদ শুরু করি। কিছুটা অনুবাদ করে রেখে আমি অন্য অনুবাদের কাজ করছিলাম। আজকে আমার "প্লাম কেক" নিবন্ধ পুনরায় অনুবাদ করতে গিয়ে দেখি ইংরেজি নিবন্ধের সাথে যে বাংলা আন্তঃউইকি সংযোগ দেওয়া আছে সেটি "কুলের কেক" নামের একটি নিবন্ধকে দেখাচ্ছে। কিন্তু আমি অনুবাদ শুরুর সময় আন্তঃউইকি সংযোগ সঠিকভাবে দিয়েছিলাম। বর্তমানে আমি আমার নিবন্ধটি ইংরেজি নিবন্ধের সাথে যুক্ত করতে পারছি না। এই অবস্থায় আমার করণীয় কি?

ধন্যবাদ Ishat Jahan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনি নিশ্চিন্তে অনুবাদ করুন। আপনার অনুবাদটিই গৃহীত হবে। হ্যাঁ, অাপনি ঠিকভাবে আন্তঃউইকি সংযোগ দিয়েছিলেন এবং আপনি যে নামে শুরু করেছিলেন সে নামটিই তালিকাতে দেওয়া। অন্য যে ব্যবহারকারী শুরু করেছেন তিনি, অন্য নাম দিয়ে আপনার আন্তঃউইকি সংযোগ অপসারণ করে তারপর করেছেন, তারটা গৃহীত হবে না এমনিতেই। আন্তঃউইকিসংযোগের বিষয়টা আমি পরে দেখে দিচ্ছি, আপনি অনুবাদ করতে থাকুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩২, ১৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
প্রতিযোগিতা সেই জমে উঠেছে দেখছি। এত কৌশল অবলম্বন সম্ভব জানা ছিলো না। 😁 ফেরদৌস১৮:৪৩, ১৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ফেরদৌস ভাই, তাইতো দেখছি :) যিনি শুরু করেছিলেন অন্য নামে তাকে অবশ্য আমি বার্তা দিয়ে বলে দিয়েছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৯, ১৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ বানানোর জন্য কি কি করা লাগে?

সম্পাদনা

আমি আজকে আমার উইকিপিডিয়া একাউন্ট খুললাম|আমি নিবন্ধ বা আর্টিকেল বানাতে চাই,কিন্তু পারতেছি না,অভিজ্ঞ কেউ সাহায্য করলে খুশি হতাম| Robin Milford Junior (আলাপ) ২৩:০৬, ২০ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে এই টিউটোরিয়ালটি কাজে আসতে পারে। ধন্যবাদ। --যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪৩, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আনব্লক করার প্রসঙ্গে

সম্পাদনা

প্রিয় নাহিদ ভাই, আমি রণক আহম্মদ শাওন। উইকিমিডিয়া কমন্সে আপনি আমার আইপি এড্রেস/ইউজারনেমটি ব্লক করেছেন।অনুগ্রহ পূবর্ক আমার ইউজারনেমটি আনব্লক করলে আমি চিরকৃতজ্ঞ থাকব।আমার ইউজার নেম,Ranak Ahammad Shaon ধন্যবাদ।

ব্লক বার্তায় যেমনটি বলা আছে, দয়া করে স্ক্রিনশটসহ ইমেইল করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অনুরোধ

সম্পাদনা

সমাজতত্ত্বের ইতিহাস নিবন্ধটির অনুবাদের মান উন্নয়নের চেষ্টা করা হয়েছে। গ্রহণ করা যায় কি না দেখবেন। আরও সংশোধনের আবশ্যিকতা থাকলে জানাবেন, চেষ্টা করবো। ধন্যবাদ। রকিব (আলাপ)

নিবন্ধের আলাপ পাতায় উত্তর দিয়েছি। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪০, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পরামর্শের জন্য ধন্যবাদ।--রকিব

সাহায্য করুন

সম্পাদনা

ভাই, আমি উইকিতে নতুন। তাই জানি না কীভাবে নিবন্ধে অন্য ভাষার সংযোগ দিতে হয়। দয়া করে জানাবেন। Tahmid02016 (আলাপ) ১৬:০৬, ২১ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনি এখানে ভাষা সংযোগের একটি টিউটোরিয়াল পাবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিজের ছবি যুক্ত করলে সমস্যা কি? RSRasib (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

প্রশ্ন বুঝতে পারিনি। বিস্তারিত বলুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৮, ২৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আইপি ব্লকড।

সম্পাদনা

কোনো সস্পাদনা করতে গেলে আইপি ব্লকড দেখাচ্ছে। আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই জানাবেন এবং ক্ষমা করবেন। এবং আইপি আনব্লক করার জন্য অনুরোধ করছি। Shohag Rana (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ব্লক বার্তাতে যেমন দেখতে পারছেন, ব্লকের স্ক্রিনশটসহ বিস্তারিত লিখে ইমেইল করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৯, ২৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট তৈরির আবেদন

সম্পাদনা

গণিত বিষয়ক টেমপ্লেট:Fractions and ratios বাংলা উইকিতে নেই। দয়াকরে তৈরি করবেন। ইংরেজী লিংক: en:Template:Fractions and ratios Tahmid02016 (আলাপ) ০৬:৪২, ২৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইতিমধ্যে অন্যকেউ তৈরি করে দিয়েছেন :) --যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১৩, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কল্পনা নিবন্ধ সম্পর্কে

সম্পাদনা

নিবন্ধ কল্পনা সম্পন্ন করেছি, পুনরায় বিবেচনার অনুরোধ রইল। -মাহ্‌ফুজ আলাপ ২০:৫০, ২৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি আগামী ৫ তারিখ পর্যন্ত সময় দিতে পারছি না, দুঃখিত। এরমধ্যে হয়ত অন্য কেউ পর্যালোচনা করবেন। সময় শেষ হলেও চিন্তিত হবেন না, যখনই পর্যালোচনা করা হোক, সংশোধনের জন্য সময় দেওয়া হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১৪, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পুনঃ পর্যালোচনার জন্য অনুরোধ

সম্পাদনা

মাননীয় যুদ্ধমন্ত্রী, অ্যালবাম পাতাটি পুনরায় পর্যালোচনার জন্য অনুরোধ রইল। Kabir (আলাপ) ০৫:১৫, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি আগামী ৫ তারিখ পর্যন্ত সময় দিতে পারছি না, দুঃখিত। এরমধ্যে হয়ত অন্য কেউ পর্যালোচনা করবেন। সময় শেষ হলেও চিন্তিত হবেন না, যখনই পর্যালোচনা করা হোক, সংশোধনের জন্য সময় দেওয়া হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১৫, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শুভেচ্ছা

সম্পাদনা

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন। --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ০৯:১৮, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনিও শুভেচ্ছা গ্রহণ করুন :) --যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১৫, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সাধারণ আপেক্ষিকতা নিবন্ধ সম্পর্কে

সম্পাদনা

নাহিদ ভাইয়া সাধারণ আপেক্ষিকতা নিবন্ধটির “চলো সাধারণ আপেক্ষিকতা শিখি” অনুচ্ছেদটি যদি একটু দেখতেন। ধন্যবাদ। পারভেজ আহমেদ (আলাপ) ০৬:১১, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি আগামী ৫ তারিখ পর্যন্ত সময় দিতে পারছি না, দুঃখিত। দয়া করে অন্য একজন পর্যালোচককে অনুরোধটি করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১৬, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
নাহিদ ভাইয়া এইটা প্রতিযোগীতা বিষয়ক নয়। একজন এই অনুচ্ছেদে নিজস্ব মতবাদ দিয়ে অনুচ্ছেদটি সম্পূর্ণ করেছে। পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টের তথ্যও দিয়ে দিয়েছে। তাই দেখতে বলেছিলাম। ধন্যবাদ। পারভেজ আহমেদ (আলাপ) ১০:৪৫, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ওহ, আচ্ছা দুঃখিত। পূর্বের সংস্করণে ফেরত নিয়েছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৬, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ,নাহিদ ভাইয়া। আরও একটি বিষয়, নিবন্ধ প্রতিযোগীতায় নিবন্ধ পর্যালোচনা টেবিল এর ১৯০-১৯৭ নম্বর নিবন্ধগুলোতে পর্যালোকের নাম এবং অবস্থা উধাও হয়ে গেল কেন? আমারটি তো গৃহীত হয়েছিল (আপনি পর্যালোক হিসেবে ছিলেন)। পারভেজ আহমেদ (আলাপ) ১১:০১, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পোস্টকার্ড কবে পাবো?

সম্পাদনা

আমি উইকিপিডিয়ায় চারটি নিবন্ধ তৈরী করেছিলাম। আমার একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাওয়ার কথা। আমি Address Collection-এর জন্য একটি form-ও fill up করেছিলাম। কিন্তু এখনও আমি পোস্টকার্ড পায়নি। পোস্টকার্ড কবে পাবো??? Che12Guevara (আলাপ) ১৪:৩৯, ২৮ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দয়া করে m:User:AddisWang-এর সাথে যোগাযোগ করুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২৯, ২৮ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। Che12Guevara (আলাপ) ১৬:১৪, ৩১ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি পোষ্টকার্ডের বিষয়ে AddisWang এর সাথে যোগাযোগ করলে উত্তর ছিলঃ

@Che12Guevara: They confirmed your postcard is sent around a month ago. Maybe @NahidSultan: can find a way to make up one postcard for you. But there is no guarantee. We find poor postal service in South Asia has caused many people did not receive the postcard.--AddisWang (talk) 12:01, 1 April 2017 (UTC) এখন আমার পরবর্তী করনীয় জানাবেন। Che12Guevara (আলাপ) ১৪:২৪, ৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিচের অনুচ্ছেদে মাহ্‌ফুজ ভাইকে দেওয়া উত্তরটি অাপনার জন্যও প্রযোজ্য :) --যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৫, ৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমার 'উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭'-তে ৩ টে নিবন্ধ গ্রহণ হয়েছে এবং আমার পুরস্কার পাওয়ার কথা। আপনি এই পুরস্কারের সঙ্গে পোস্টকার্ড পাঠাতে পারেন। Che12Guevara (আলাপ) ১৩:০২, ১৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ পুনরায় পর্যালোচনার জন্য অনুরোধ

সম্পাদনা

দয়া করে, আমার বাংলাদেশে বিমান চালনার ইতিহাস নামক নিবন্ধ পুনঃপর্যালোচনা করুন। পলাশ (আলাপ) ০৯:৩৮, ৩১ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ পূণঃপর্যালোচনা করার অনুরোধ

সম্পাদনা

লিপিবদ্ধ ইতিহাস নিবন্ধটি পূণঃপর্যবেক্ষণ করুন। নিবন্ধটি সম্পূর্ণ করেছি। নিবন্ধটি ব্যবহারকারী Ferdous এর পর্যবেক্ষণ করার কথা, এবং আমি তাকে তা জানিয়েওছি। তিনি এখনো কোন উত্তর দেননি। আজকেই তো শেষ দিন 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতার' তাই এই নিবন্ধটিকে সময়মতো পর্যালোচনার করে গ্রহণ করবেন দয়া করে। Che12Guevara (আলাপ) ১৬:২০, ৩১ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৬ এর পোষ্টকার্ডের প্রসঙ্গে ...

সম্পাদনা

সালাম নিবেন, আমি পোষ্টকার্ডের বিষয়ে AddisWang এর সাথে যোগাযোগ করলে উত্তর ছিলঃ

@Abu Sayeem Mahfooz Khan:, your postcard is sent 3 months ago. Maybe the poor postal service cause you did not receive one. Try to go to one of the WMBD event and contact @NahidSultan: and he will find a way to give a postcard to you. Best, --AddisWang (talk) 11:58, 1 April 2017 (UTC)

এখন আমার পরবর্তী করনীয় জানাবেন। -মাহ্‌ফুজ আলাপ ১৮:৫২, ১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, কয়েকদিন আগে অ্যাডিসের সাথে দেখা হয়েছিল এবং পোস্টালের সমস্যার কথা আমাকে জানিয়েছিল। সে যাইহোক, পোস্টকার্ড আপনি আমার কাছ থেকে নিতে পারেন। যদি আপনি ঢাকাতে থাকেন সেক্ষেত্রে আমাদের পরবর্তী কোন মিটঅাপে যদি চলে আসেন সেক্ষেত্রে আমি নিয়ে যেতে পারি। অন্যথায়, যেহেতু আপনি নিবন্ধ প্রতিযোগিতাতে অংশ নিয়েছেন সেক্ষেত্রে যদি আপনার কোন নিবন্ধ গ্রহণ হয়ে থাকে তাহলে সে পুরস্কারের সাথে পাঠানো যেতে পারে। আপনি কিভাবে চান এ ব্যাপারে বিস্তারিত আমাকে ইমেইলে লিখুন, যেহেতু এখানে আপনার ব্যক্তিগত তথ্যের ব্যাপার রয়েছে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৪, ৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ, আমি ঢাকায় সুতরাং পরবর্তী কোন মিটআপে সরাসরি নেওয়া যেতে পারে; সাক্ষাত এবং গ্রহণ চমৎকার প্রস্তাব। -মাহ্‌ফুজ আলাপ ১৪:৪৯, ৮ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আনব্লক

সম্পাদনা

প্রিয় নাহিদ ভাই, উইকিমিডিয়া কমন্সে আপনি আমার আইপি এড্রেস/ইউজারনেমটি ব্লক করেছেন।অনুগ্রহ পূবর্ক আমার ইউজারনেমটি আনব্লক করলে আমি চিরকৃতজ্ঞ থাকব।আমার ইউজার নেম এই একই নামের ই

ধন্যবাদ

সম্পাদনা

প্রিয় প্রশাসক, আমার নাম পরিবর্তনের আবেদনে সাড়া দিয়ে সাহায্য করার জন্যে বিশেষভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে আরো সহযোগীতা ও সুপরামর্শের আশা রাখলাম। Pinakpani (আলাপ) ১৫:৫৭, ৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ

সম্পাদনা

নেট সমস্যার জন্যে আনুষ্ঠানিক বিবাহ নিবন্ধটি উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ জমাদানে ৩৪ মিনিট দেরি হয়ে গেছে, সুযোগ থাকলে বিবেচনায় নেবার অনুরোধ থাকল। -মাহ্‌ফুজ আলাপ ১৪:৫৯, ৮ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত এ ব্যাপারে পর্যালোচকগণ আলোচনা করে একমত হতে পারেনি সুতরাং গ্রহণ করা যাচ্ছে না।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২২, ১৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ, আমি শুধু সুত্র টানতে চাই, আমাদের পোষ্ট অফিসের সমস্যা থাকায় পোষ্টকার্ড পাইনি এটা আমি গ্রহন করে নিয়েছিলাম, কিন্তু এখানে আমার নেট এর সমস্যাকে পর্যালোচকগণ বুজতে পারেনি। এবং সবচেয়ে মজার বিষয়, এ ধরনের প্রশ্নবিদ্ধ নিবন্ধ ছিল মাত্র দুইটা কিন্তু দুজনের কষ্ট ও প্রচেষ্টা ছিল লম্বা সময়ের। সবার জন্যে শুভেচ্ছা রইল -মাহ্‌ফুজ আলাপ ১২:৫৩, ১৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ পুনরায় পর্যালোচনা করার অনুরোধ:

সম্পাদনা

জনাব, চলমান নিবন্ধ প্রতিযোগীতায় আমার অনুবাদ করা ৬টি নিবন্ধ "গৃহীত" হয়েছে। এখন ২০১৭ ইস্তাম্বুল নৈশক্লাব আক্রমণ নিবন্ধটি "গৃহীত" হলেই আমি পরবর্তী পুরস্কারের বেঞ্চমার্কে উন্নীত হব। নিবন্ধটির ভাষাগত উন্নয়ন সাধন করা হয়েছে। এই নিবন্ধটির বিষয়বস্তু একটি কূটনৈতিক বিষয় হওয়ার কারণে প্রায় সব কথাই "ভাববাচ্যে" বলা হয়েছে। পূর্ববর্তী অনুবাদে যথাসম্ভব ইংরেজি অনুকরণ করা হলেও বর্তমানে যথাসম্ভব ভাবানুবাদ করা হয়েছে। আশাকরি আপনি নিবন্ধটি "গৃহীত" করে আমাকে পুরস্কার প্রাপ্তির সুযোগ করে দিবেন। -- মৈত্রী (আলাপ) ১৭:৩৬, ১২ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা করা হয়েছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২১, ১৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Delete my userpage

সম্পাদনা

I have seen that you have deleted my Userpages as requested. Please delete the page User:Labant/common.css also. Thanks. --১৪:৩৬, ১৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

Done. Best,--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫৮, ১৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

সম্পাদনা
  পরিশ্রমী পদক
উইকিপিডিয়াকে এতো সেবা করার জন্যে, এতো পরিশ্রম করার জন্যে আপনার এই পদক পাওয়া উচিত! Che12Guevara (আলাপ) ০৪:৩৮, ১৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতা

সম্পাদনা

"যাদের নিবন্ধ গৃহীত হয়েছে শুধুমাত্র তাদেরকে একটি ফর্ম পূরণের বার্তা দেওয়া হয়েছে" বলা হয়েছে। কিন্তু আমি কোনো ফর্ম পাইনি। যদিও আমার দুইটি নিবন্ধ গৃহীত হয়েছে

দয়া করে ধৈর্য্যধারণ করুন :) --যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৮, ১৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা সম্পাদন

সম্পাদনা

আমি পুনরায় আরো কিছু লাইন যোগ করেছি। তবে সময় স্বল্পতার কারণে সম্পূর্ন অনুবাদ শেষ করা সম্ভব হয়নি। ধন্যবাদ। তাহমিনা (আলাপ) ১২:০৫, ১৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি) তাহমিনাউত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতায় জমাদানকৃত আমার অপর একটি নিবন্ধ সর্বাধিনায়ক। সকল নিবন্ধ পর্যালোচনার শেষ তারিখ ছিল ১৫ই এপ্রিল, ২০১৫ এবং পর্যালোচনার পর একদিন পর্যন্ত তা সংশোধন করা যাবে। আমি গতকাল সকাল পর্যন্ত দেখেছি আমার নিবন্ধে কোনো পর্যালোচকের নাম ছিলনা। আজ দেখি মন্তব্যে লিখা- অসম্পূর্ণ। এবং তা বাতিল করা হয়েছে। পর্যালোচনার পর সংশোধনের সময় পেলাম না কেন আমি? তাহমিনা (আলাপ) ০৯:৫৮, ১৬ এপ্রিল ২০১৭ (ইউটিসি)তাহমিনাউত্তর দিন

তাহমিনা, নিবন্ধ প্রতিযোগিতা চলেছে দুমাস এবং তারপর আরও ১৫ দিন সময় ছিল আপনার নিবন্ধটি সম্পূর্ণ করার। নিবন্ধটিতে যদি ছোটখাটো বানানজনিত/টেমপ্লেটজনিত/ছবি সমস্যা থাকতো সেটা না হয় সংশোধন করা যেত কিন্তু আপনি আড়াই মাসেও নিবন্ধটি সম্পূর্ণ লিখেননি। প্রতিযোগিতায় জমাদানের সময় কিন্তু নিয়ম ছিল নিবন্ধ সম্পূর্ণ করে জমা দিতে হবে, আপনি সেটাও করেননি। আমরা সবসময়ই নিয়মগুলো যথাসম্ভব শিথীল রাখার চেষ্ঠা করি যাতে যারাই নিবন্ধ লিখেছে তারাই যাতে পুরস্কার পায়; সেভাবেই পুরস্কারও সাজানো হয়েছে। তারপরও যদি একদিন আপনি কেন সময় পেলেন না এটা বলেন তাহলে কি করার থাকে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৮, ১৬ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ সম্পর্কিত

সম্পাদনা

প্রতিযোগিতার নিয়ম অনুসারে ১লা মে-এর মধ্যে পুরষ্কারপ্রপ্তদের সাথে ইমেইলে যোগাযোগ করার কথা। আমি ফর্ম পূরণ করেছি কিন্তু এখনও ইমেইল পাইনি। - সামিহা (আলাপ), সোমবার ১৪:২৫, ১ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি ঢাকার বাইরের সবাইকে মেইল করেছি। আপনি যদি ঢাকার হয়ে থাকেন সেক্ষেত্রে আগামীকালের মধ্যে মেইল পাবেন। আর যদি ফর্ম সম্প্রতি পূরণ করে থাকেন সেক্ষেত্রে মেইল যায়নি কারণ আমি মেইল পাঠানোর সময় কমপক্ষে ৫ জনের কোন তথ্য আমি ফর্মে পাইনি। সমস্যা নেই, আমি আবার দেখছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১৮, ১ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া এক্সটেনশন

সম্পাদনা

আমি কিভাবে উইকিমিডিয়ায় গুগল এডসেন্স এক্সটেনশটি যোগ করতে পারি বলবেন প্লিজ ? প্রবীর ঘোষ (আলাপ) ১৫:১১, ৬ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ায় গুগল এডসেন্স এক্সটেনশনও আছে নাকি? ! প্রথম শুনলাম।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫৭, ৬ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Thanks for your judgement

উইকিপিডিয়া প্রতিযোগিতা

সম্পাদনা

সুধী, শুভেচ্ছা নিন। আমি Fahim Fanatic নামে উইকিতে বেশ কয়েকটা নিবন্ধ তৈরী করেছি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আপনি ইতোমধ্যে prottoy005@gmail.com মেইলে মেইল করে জানিয়েছেন, পুরস্কার ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি যে ফরমটি পুরণ করেছি, সেই ফরমে দেওয়া তথ্য আমার ঠিক মনে পড়ছে না। আমি কী পুরণ করা ফর্মটির হাইপার লিঙ্ক পেতে পারি? কারণ যদি কোনো ভুল হয়ে থাকে, যাতে আমি বাংলাদেশ ডাকের সাথে যোগাযোগ করতে পারি। ধন্যবাদ। Fahim fanatic (আলাপ) ১৫:৫৩, ১৬ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

যেহেতু আপনার ঠিকানা গোপনীয়তার নীতিমালায় এখানে পাবলিকলি প্রকাশ করতে পারবো না তাই দয়া করে আপনাকে যে মেইলটি দেওয়া হয়েছে তার উত্তর দিন, আমি ফিরতি ইমেইলে আপনার ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪৮, ১৬ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সুধী, আমি মেইল করেছি, অনুগ্রহ করে যদি চেক করে উত্তর দেন, তাহলে কৃতার্থ হব। Fahim fanatic (আলাপ) ১৭:০০, ১৭ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

VIA AMI NIGER MOTO KORA AMAR ALAP PATA SAJATE CHAI

সম্পাদনা

AMAI HELP KORUN NIJAR ALAP PATA SAJATE.PLEASE AMI JULIYET.

AMAR NAME NAI BN WIKIPEDIA USER A

সম্পাদনা

I FEEL SO BORE TO SEE THAT MY NAME IS NOT PRESENT IN THE LIST OF WIKIPEDIA USER. PLEASE DO ANYTHING.

উইকি ফটো কন্টেস্ট২০১৭ প্রসঙ্গে

সম্পাদনা

বেশ কিছুদিন আগে(২০-৩০ দিন আনুমানিক) উইকিপিডিয়াতে একটি ফটোকন্টেস্টের ২য় পর্যায়ের ৩০ টি ছবির জন্য ভোট দেওয়ার আহবান জানিয়ে একটি ফ্লোটিং নোটিশ দেওয়া হয়েছিল।সবগুলো ছবি বাহিরের দেশের ছিল এবং ভোট দেওয়ার জন্য ৭৫ টি এডিটের একটি যোগ্যতা চাওয়া হয়েছিল।কন্টেস্টির ছবিগুলো কোথায় গেলে আবার দেখা যাবে?বা ঐ কনটেস্ট সমুন্ধে জানা যাবে?--Rezwan islam27 (আলাপ) ১৯:৩৮, ২১ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

c:Commons:Picture of the Year/2016--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৭, ২৬ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বর্তমান সমস্ত ওয়িকিমেদিয়ান কে আমার তরফ থেকে অভিনন্দন

সম্পাদনা


নমস্কার
আমি সন্দীপন ব্যানারজী। কলকাতা তে থাকি। উইকিপেডিয়া অনেক দিনধরে ব্যাবহার করছি। কিন্তু এখন মনে হছে উইকি কে অনেককিছুই ফেরতদেওয়ার আছে। উইকিপেডিয়া র বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে পারলে নিজেকে গর্বিত মনে করব। আপনাদের সবাইকে শুভেছা ও ভালবাসা।

সন্দীপন

SBanerjee (আলাপ) ০২:১৭, ৪ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ সম্পর্কিত

সম্পাদনা

নাহিদ ভাইয়া শুভেচ্ছা নিবেন। আমি এখনোও ই-মেইল বা পুরষ্কার কিছুই পাইনি। দয়া করে জানাবেন কি কোন সমস্যা হয়েছে নাকি? ধনযবাদন্তে দীপ্ত সাহা

৬ জন বাদে সবার পুরস্কার ৩১শে মে-এর পূর্বেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আরও একজন আমাকে মেইল করেছিলেন তিনিও পাননি এখনো। আমি রবিবার খোঁজ নিয়ে দেখবো। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৭, ৯ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক

সম্পাদনা
 
এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ০৮:৫৯, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) উত্তর দিন

ভাইয়া দয়া আমাকে সাহায্য করুন

সম্পাদনা

আমি উইকিপিডিয়াতে নতুন। আমি সাধারনত বাংলা উইকিতে বানান ভুল এবং নতুন তথ্য সংযোজন করে থাকি। আমি উইকিপিডিয়াতে আর কিভাবে কাজ করতে পারি আমাকে সাহায্য করুন। এবং উইকিপিডিয়ার বিভিন্ন প্রোগ্রামে কিভাবে অংশ নিবো। দয়া করে সাহায্য করুন। Ah.rabbi (আলাপ) ১০:১৩, ২৩ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমার সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ। আশাকরি আপনি আফতাবের কাছ থেকে ইতিমধ্যেই উত্তর পেয়েছেন। আর বাংলাদেশের বিভিন্ন স্থানে মাঝে মাঝেই উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে কর্মশালা ও মিটআপ বা আড্ডার আয়োজন করা হয়ে থাকে। আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ রাখলেই আশাকরি আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৬, ২৩ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নতুন আর্টিকেল লিখার ব্যাপারে পরামর্শ

সম্পাদনা

হাই। আমি উইকিপিডিয়াতে নতুন। বাংলায় অপেরা মিনি সম্পর্কিত আর্টিকেল আগে ছিলো না। তাই তা লিখতে শুরু করি। link http://bn.m.wiki.x.io/wiki/অপেরা_মিনি এখন আর্টিকেলটিতে আমার আরো অনেক কিছু সংযোজন করা প্রয়োজন। নতুন সংযোজিত আর্টিকেল এখানে http://bn.m.wiki.x.io/wiki/ব্যবহারকারী:Rhrakibwiki/অপেরা_মিনি এখন এই আমার ব্যাবহারকারী:rhrakibwiki র অপেরা মিনি page টি কি automatically bn.wiki.x.io/wiki/অপেরা_মিনি তে আপডেট হবে? যদি না হয় তবে তা কিভাবে করতে পারি। ধন্যবাদ। N.B- আমি একজন মোবাইল ইউজার. মোবাইলে bn.wiki.x.io/wiki/অপেরা_মিনি তে নতুন কোনো টেমপ্লেট সংযোজন করতে পারছি না।— Rhrakibwiki (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Rhrakibwiki: না, উপপাতার লেখা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধে যাবে না। আপনাকে কপি-পেস্ট করার দ্বারা নিতে হবে। মোবাইল থেকে তা না করলে পারলে কোন উইকিপিডিয়ান বললে করে দিবে। আপাতত আমি করে দিয়েছি। --আফতাব (আলাপ) ১৬:২৫, ৫ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আন্তঃউইকি সংযোগে সমস্যা

সম্পাদনা

ভাইয়া, গোলাপি (রঙ) নিবন্ধের সাথে Rose (color) নিবন্ধের আন্তঃউইকি সংযোগ দিতে গিয়ে ঝামেলায় পড়েছি। মাসদুয়েক আগেও একাজে ছোট একটি উইন্ডোতে উদ্দিষ্ট উইকি ও নিবন্ধের নাম লিখলেই চলতো। কিন্তু এখন নতুন আইটেম না কী যেন খুলতে হবে বুঝতে পারছি না। একটু সাহায্য করলে ভালো হয়। - রেজওয়ান (আলাপ) ১৫:৩৫, ১১ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইতিমধ্যেই একজন দিয়ে দিয়েছেন। আশাকরি, সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫০, ১২ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সাইগোন নদী অপসারনের প্রস্তাবনা প্রসঙ্গে

সম্পাদনা

সাইগন নদী নিবন্ধটি অপসারনোর প্রস্তাবনা করা হয়েছে। আমি নিবন্ধটিকে নতুন করে বানান সংশোধন ও তথ্য সূত্র যোগ করেছি। ফলে নিবন্ধটি এক বাং দেখার জন্য অনুরোধ করছি। ব্যবহারকারী:খাঁ শুভেন্দু (আলাপ)

আপনাকে ধন্যবাদ। এখনো বাক্য কিছুটা সংশোধন করতে হবে। আমি করে দিবো সমস্যা নাই।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৫, ২০ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিপিন রাওয়াত

সম্পাদনা

@যুদ্ধ মন্ত্রী ভাই, বিপিন রাওয়াত পাতাটিতে এর ইংরেজী সংস্করণ থেকে ছবি লাগিয়ে দিন। Gudir Nas (আলাপ) ১৪:০০, ১৩ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সংশোধন করে দিয়েছি। ছবি ঠিকই ছিলো তবে ফাইল লেখার পরের অংশ থেকে কপি করে যুক্ত হবে, এই আরকি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২৭, ১৩ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সাইট নোটিশ টি সম্বন্ধে একটি অনুরোধ

সম্পাদনা

নাহিদ ভাই। সামাজিক যোগাযোগ পাতাসমূহ প্রদর্শনের নোটিশটিতে "স্মল টেক্সট টেম্পলেট" এবং টেক্সট কালার হিসেবে "হালকা ধূসর" এর শেড ব্যাবহার করলে তা আরও গ্রহণযোগ্য হবে বলে মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ।

সুবিধা

সম্পাদনা

১। প্রতি পাতাতে আরও কম জায়গা নিয়ে প্রদর্শিত হবে।

২। নিবন্ধের প্রতি "নন-ডিস্ত্রাকটিভ" থাকবে। --- Muḥammad (আলাপ) ১৮:০৫, ১৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

লেখাগুলো সেক্ষেত্রে বেশ ছোট হয়ে যায়, কিছু কিছু স্ক্রিনে সমস্যা হতে পারে। মাউসে ক্লিক করার জন্য আইকনগুলো মাউসের আইকনের চেয়ে ছোট দেখায়। তবে, আপনি আলোচনাসভায় প্রস্তাব করতে পারেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভাই আমি এই পাতাটাকে নিবন্ধ আকারে প্রকাশ করতে চাই

সম্পাদনা

https://bn.wiki.x.io/wiki/%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA:%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80_%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0_%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0_%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8

এই লিংকের লেখাটাকে মূল পাতায় নিবন্ধ আকারে প্রকাশ করতে চাচ্ছি ।কিন্তু হচ্ছেনা। Zubair Ahosan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

নিবন্ধটি তৈরি করা সুরক্ষিত করা হয়েছে কারণ এটি উল্লেখযোগ্য নয়। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঢাকা পেজের "Tourist spot details of Dhaka.jpg" টা কেনো সরানো হলো? এটা তো কোনো কপিরাইট এর মধ্যে পড়ে না। আমি এটা বানিয়ে এখানে যুক্ত করি । এটি অন্য কোনো ওয়েবে এর আগেগে ব্যাবহার করা হয়নি। এটাকে কপিরাইট এর আওতাবহির্ভূত কিভাবে করা যায় বললে উপকৃত হতাম। Md. Anik Solaiman (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনার অধিকাংশ আপলোড বিজ্ঞাপনী, এটিসহ। প্রতিটি চিত্রে একটি ফেইসবুক ইউআরএল ব্যবহার করা হয়েছে। তার উপর, এই চিত্রটি নিবন্ধে ব্যবহারের জন্য উপযুক্ত নয় কারণ উইকিপিডিয়া কোন ওয়েব ডিরেক্টরি নয়। উইকিপিডিয়ার নিবন্ধের বিষয়বস্তু এবং এতে ব্যবহার করা চিত্রে একটি নির্দিষ্ট বিশ্বকোষীয় মান রক্ষা করতে হয়। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২২, ৩ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আগ্রহ থেকে জানতে চাওয়া

সম্পাদনা

শিবানী সুরভি কি বাংলা উইকিতে থাকার জন্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ?-মাহ্‌ফুজ (আলাপ) ০৬:৫৩, ৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পেশাদার বিনোদনকারীর উল্লেখযোগ্যতা নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য। আসলে বিনোদনকারী ও খেলোয়ার এদের ক্ষেত্রে উইকিপিডিয়ার নীতিমালায় উত্তীর্ণ হওয়া খুবই সহজ। তবে, যেকোন ব্যবহারকারীই যদি মনে করেন যে, নীতিমালাতে একটি নির্দিষ্ট নিবন্ধ উত্তীর্ণ নয় সেক্ষেত্রে সাতদিনের অপসারণ প্রস্তাবনা তিনি দিতে পারেন। সেক্ষেত্রে আরও বেশি ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০২, ৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Volunteer heads-up

সম্পাদনা
 

Hi, in the past, you had expressed interest to maintain উইকিপিডিয়া:দৃশ্যমান_সম্পাদনা/প্রতিক্রিয়া. Thank you!

Having all the feedback on a single, centralized place like mw:VisualEditor/Feedback mainly means getting faster, more frequent replies and more attention from a higher number of people, including the people who are building the software. It also means chances are high, that editors will find that someone else has already written there about the issues or requests they wanted to post. Maintaining a local page instead can be cumbersome: it needs to be checked frequently in case someone reports urgent issues. Old threads need to be archived from time to time. Off-topic comments should be removed to keep readability. Feedback left there is sometimes not easily understandable or actionable at all.

After 2 years, we are revisiting decisions about local feedback pages. Please see উইকিপিডিয়া:দৃশ্যমান_সম্পাদনা/প্রতিক্রিয়া#Feedback_centralisation_heads-up. Looking forward to hearing from you there. Best, --Elitre (WMF) (আলাপ) ১৫:৩১, ১০ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ সম্পূর্ন করা যাচ্ছে না।

সম্পাদনা

Rabbi Shergill পাতাটি বেটা বিষয় বস্তু অনুবাদ ব্যাবহার করে আংশিক অনুবাদ করে প্রকাশ করেছি।এখন বাকি অংশ সম্পূর্ন করতে দিচ্ছে না।বলে এই নামে পাতা বিদ্যমান আছে।আমি কিভাবে বাকি অংশ শেষ করতে পারি?বাংলা অনুবাদটি "রাব্বি শেরগিল"নামে আছে।রাব্বি শেরগিল বাংলা লিঙ্কটি মূল ইংরেজী পাতায় দৃশ্যমান হচ্ছে না।--Rezwan islam27 (আলাপ) ০৬:৩২, ২৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত, দেরীতে উত্তর দেওয়ার জন্য। একবার দেখেছিলাম পরে আর মনেই ছিল না। আশাকরি সমস্যাটির সমাধান হয়েছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১২, ৩০ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৭

সম্পাদনা

আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এর সংগঠক হয়েছিলেন। এই বছর কিছু করা হয়নি দেখে আমি সংগঠক হয়ে উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস/২০১৭ পাতাটি বানাই। আপনার সহযোগীতা আশা করি। উইকিপিডিয়া এশীয় মাস ২০১৭-এ সংগঠক হয়ে সাহায্য করুন। Che12Guevara (আলাপ) ১৩:২৮, ৩০ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি আজকেই পাতাগুলো ঠিক করা কথা চিন্তা করেছিলাম, এটার কথা চিন্তা করে নীতিমালা অনুবাদও ৩০ তারিখ পর্যন্ত রাখা হয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১১, ৩০ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

রেফারেন্স অনুবাদ করা যাচ্ছে না।

সম্পাদনা

Rabbi Shergill আর্টিকেলটি "রাব্বি শেরগিল" নামে রাব্বি শেরগিল আংশিক অনুবাদ করে প্রকাশ করেছি।পরে কিছু অংশ ম্যানুয়ালি অনুবাদ করেছি।কিন্তু রেফারেন্স অনুবাদ করতে পারছি না।বেটা বিষয় বস্তু অনুবাদ সেই সুযোগ দিচ্ছে না।মানুয়ালি কীভাবে রেফারেন্স অনুবাদ করে জানা নেই।আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন?--Rezwan islam27 (আলাপ) ০৬:৪৩, ৩১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র এই সরঞ্জাম দিয়ে অনুবাদ করা যায় না। আপনি যদি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে উৎস সম্পাদনাতে গিয়ে রেফারেন্সের লিংক বাদে অন্য শিরোনামটি অনুবাদ করলেই অনুবাদ হয়ে যাবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৩৯, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

এশিয় শিল্প মাস এ নিবন্ধ গৃহিত হবে না হবে না?

সম্পাদনা

এশিয় শিল্প মাস উপলক্ষে তালিকাভুক্ত Achin District নিবন্ধটি বাংলায় অনুবাদ করেছি"আচিন জেলা" নামে।নিয়মাবলী ৩ অনুযায়ি "অন্য দেশগুলোর নিবন্ধের একটি তালিকা এখানে পাবেন। তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যেকোন নিবন্ধই অনুবাদ করতে পারেন।"Che12Guevara বলছেন যে গৃহীত হয় নি এবং Aftabuzzaman বলছেন যে গৃহীত হয়েছে।এমতাবস্তায় হতাশার মধ্যে আছি;লেখার উৎসাহ পাচ্ছি না। আপনি কি একটু দেখবেন বিষয় টি।ইংরেজি মূল আর্টিকেলে বাংলা নিবন্ধের লিঙ্ক প্রদর্শন করছে না।--Rezwan islam27 (আলাপ) ২১:০০, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Rezwan islam27: দয়া করে সামনে থেকে নিবন্ধে অন্তত ৩০০টি শব্দ যুক্ত করে অনুবাদ করুন। --আফতাব (আলাপ) ২১:২৯, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Wikipedia Asian Month 2017: engage with audience

সম্পাদনা

Dear WAM organizer,

I’m Erick, the coordinator of WAM 2017. Thanks for your effort and help at m:Wikipedia Asian Month 2017! Here are some more information about organizational matter of the event at a national level.

You are receiving this message because you have signed up as a organizer or in the list.

Timeline

The event has started and will end in the November 30th 23:59 (UTC). However, we are late for some matter. So we need your help:

  • Invite previous participants and your community members to join. We have a template you can use.
  • Translate Central Notice for your community (more instruction below) as well as sending a notice in village pump. Go public!
  • Become the jury member in a campaign on Fountain which is an amazing tool for you to supervise participants’ articles. If you don’t have the campaign set up, please contact us! And put a link to your community’s campaign page for participants’ navigation.
  • Organize a off-site editathon event. A coffee bar, internet and laptops. Though it’s optional. If you want to do that, please contact me.

In the following days, you should answer the questions from your community and supervise the submissions. Hope you have fun!

Prepare Central Notice

Central Notice shows a banner on the top of pages in your wiki project along the event timeframe. We will use this to engage with audience. Steps:

  1. Translate, change logo and link to event page. Find your project's Central Notice here. For example, we can change the banner for Chinese Wikipedia here.
  2. When you mark the 4 items (translation) as done. I'll enable the central notice in your language for this month.
Interesting articles

Have some interesting articles in your mind or from community? Drop us a line so that we can post that here to exchange the information to other communities.

Special Prize

You can find some special prizes in Event Partner page. They can be claimed by:

  • Write an article about Indigenous people in Taiwan at Wikipedia Asian Month (supported by Wikimedia Taiwan).
  • Write articles on monuments of Bhubaneswar (supported by Bhubaneswar Heritage Edit-a-thon).

The participants who joins for the special prize need to also report their conribution in the speical page. The link is shown in the Event Partner page.

Looking for help

At all times, please reply me back or send me an email at erick@asianmonth.wiki.--Fantasticfears (talk) ১২:১৩, ৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আইপি ঠিকানা এবং বিশাল খান

সম্পাদনা

@নাহিদ ভাই, আমি Bishal Khan। আপনি আমার ঐ এ্যাকাউন্টটি ব্লক করেছিলেন ধ্বংসাত্মক কাজ এবং একাধিক এ্যাকাউন্টের অপব্যবহারের কারণে, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আর নতুন করে কোনো ধ্বংসাত্মক কর্মে লিপ্ত হবনা এবং সকপাপেট ব্যবহার করবোনা, আপনি আমার আইপি ঠিকানা আনব্লক করে দিন এবং আমার অর্জিনাল আইডিটাও আনব্লক করে দিন, ক্ষমা চাইছি আমি আপনার কাছে। আমাকে এই আইডিতেও মেরাজ ভাই ব্লক করেছিলেন কিন্তু পরে আফতাব ভাই উঠিয়ে নেন। প্রতিভা মনির (আলাপ) ০২:২৯, ১৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিপক্ষে।আরও কিছুদিন তাকে নজরে রাখার জন্য নাহিদ ভাইকে অনুরোধ করছি । --Muḥammad (আলাপ) ১৯:২৫, ১৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পেনাং সেতু

সম্পাদনা

উইকিপিডিয়া এশিয়া মাস ২০১৭ তে [পেনাং সেতু ] আবধ্যগমতার কারনে গৃহীত হয়নি। নিবন্ধটি সংশোধ করেছি। একবার দেখার আনুরদ রইল। খাঁ শুভেন্দু (আলাপ) ১৫:১৫, ২৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

What's Next (WAM)

সম্পাদনা

Congratulations! The Wikipedia Asian Month is has ended and you've done amazing work of organizing. What we've got and what's next?

Here are some number I would like to share with you
Total submitted: 7429 articles; 694 users
Here are what will come after the end of WAM
  • Make sure you judge all articles before December 12th, and participants who can improve their contribution (not submit) before December 10th.
  • Once you finish the judging, please update this page after December 12th
  • There will be three round of address collection scheduled: December 15th, December 20th, and December 25th.
  • Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
  • There will be a progress page for the postcards.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (আলাপ) ১৭:৩৭, ৫ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Wikimedia Commons থেকে File:Rangpur Zilla School logo.png অপসারণ

সম্পাদনা

Wikimedia Commons এ Rangpur Zilla School logo ছবিটি সম্ভবত কপিরাইট লঙ্ঘন করছে। কারণ এটি রংপুর জিলা স্কুল এর প্রাতিষ্ঠানিক লোগো। যদিও এটিকে Creative Commons Share Alike 3.0 এর আওতায় free media হিসেবে আপলোড করা হয়েছে। এ অবস্থায় এটিকে অপসারণ করা যুক্তিযুক্ত নয় কি?

Wikimedia Commons এ Free Basics দিয়ে আমার IP Address ব্লক করা হয়েছে। তাই সেখানে আমি deletion request রাখতে পারছি না।

জিহান (আলাপ) ১৩:০৮, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনি ঠিকই বলেছেন এবং অপসারণ করা হয়েছে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০০, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পোস্ট কার্ড বিষয়ে মন্তব্য

সম্পাদনা

আপনার একটি পোস্টকার্ড পাঠানোর কথা ছিল। এখনো পাইনি। বলেছিলেন নভেম্বরের পরে পাঠাবেন। আপনি পাঠিয়ে ছিলেন কিনা সেটা জানতে পারলে খুশি হতাম। না পাঠিয়ে থাকলে ঠিক কবে পাঠাবেন, একটু নির্দিষ্ট করে বললে খুশি হতাম। Arian Writing আলাপ ০৮:৪৪, ১৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত, আমি আসলে পাঠাতে পারিনি এখনো। আজকে কালকে যাবো করে করে আর যাওয়া হয়নি পোস্ট অফিসে, তাছাড়া একটু বাস্তব জীবনে ব্যস্ততাও ছিলো। আচ্ছা, আপনি কি কোন মিটআপে এসে নিতে পারবেন, সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হতো। তা যদি না হয়, আমি সামনের সপ্তাহে রবিবার বা সোমবারে পাঠাবো।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১৮, ২০ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
মিট-আপে আসতে পারবোনা ভাই। আমি অনেক দিন ধরে অসুস্থ। আপনি পাঠিয়ে দিলেই ভাল হয়। Arian Writing আলাপ ১৬:৩১, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@Arian Writing: আপনার পোস্টকার্ড পাঠিয়ে দিয়েছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০০, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
একটা গান মনে পরছে "অনেক সাধনার পরে আমি পেলাস..."   যাই হোক আপনাকে ধন্যবাদ।  

ধন্যনাদ

সম্পাদনা

আমি ফোন থেকে Free basics মাধ্যমে করেছি এজন্য এরকম হয়েছে। ঠিক করে দেওয়ার জন্য শুকরিয়া।

"NahidSultan/সংকলন/২০১৭"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।