স্বাগতম

সম্পাদনা

প্রিয় Muhammad/সংকলন ০১, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপের পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --বেলায়েত 15:39, ১০ এপ্রিল ২০০৬ (UTC)

কিছু মন্তব্য ও পরামর্শ

সম্পাদনা

আসাদ, আপনার সম্পাদনার বিষয়ে কিছু পরামর্শ দিচ্ছি।

  • আপনি অধিকাংশ নিবন্ধে তথ্য ছক, বা ছক আকারে তথ্য দিচ্ছেন। এটা দেখতে একটু দৃষ্টিকটু লাগে। কোন কোন জিনিষ, যেমন সিনেমা, ফুটবল ক্লাব, ইত্যাদির সাধারণ বৈশিষ্ট্য গুলো উল্লেখ করার জন্য তথ্য ছক ব্যবহার করা হয়। ইংরেজী উইকিপিডিয়াতে দেখুন, তথ্যছক ব্যবহারে ওখানে কিন্তু পরিমিতিবোধ রয়েছে। কোন ব্যক্তির জীবনী প্যারাগ্রাফ ও সেকশন আকারে পরিবেশন করাটাই সাধারণতঃ বিশ্বকোষের নীতি, কেবল উইকিপিডিয়া না, ব্রিটানিকা থেকে শুরু করে অধিকাংশ স্থানেই তাই। অল্প একটু তথ্য (যেমন জন্ম মৃত্যু) ব্যবহার করার জন্য বিশাল একটা ছক ব্যবহারের কোনই প্রয়োজন নেই। তাই আপনার নিবন্ধ গুলোতে তথ্য ছক ব্যবহার না করে কথায় প্যারাগ্রাফ আকারে তথ্য যোগ করুন।
  • আপনি তালিকা (List) এর ক্ষেত্রে # ব্যবহার করছেন। এটা না করে * ব্যবহার করতে পারেন (অর্থাৎ অসংখ্যায়িত তালিকা)। অনেক ক্ষেত্রে সেটা সুবিধাজনক
  • কোন নিবন্ধ, যেমন জীবনী শুরু করলে কিছু তথ্যসূত্র দেওয়া ভালো। আপনার লেখা জীবনী নিবন্ধ গুলোতে উল্লেখিত ব্যক্তিরা in general খুব বেশী পরিচিত ব্যক্তি না। তাই তাঁদের উপরে নিবন্ধ শুরু করলে বাইরের কিছু তথ্য সূত্র উল্লেখ করা দরকার। মনে রাখবেন, উইকিপিডিয়ার কাছে কিন্তু সত্য বা fact গুরুত্বপূর্ণ না, বরং যাচাইযোগ্যতা বা verifiability এখানে মুখ্য বিষয়।

আপনার উৎসাহ দেখে ভাল লাগছে, আশা করি আপনি অনেক ভালো অবদান রাখতে পারবেন। তাই এই পরামর্শ গুলো একটু ভেবে দেখুন। কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় লিখুন। ধন্যবাদ। --Ragib ২০:১৮, ১৬ মে ২০০৬ (UTC)


Thank you very much. I will try to abide by the rules. ব্যবহারকারী:Hermitage17.bn

আরও পরামর্শ

সম্পাদনা

যেহেতু আপনি মৌলিক পদার্থের উপরে নিবন্ধ তৈরী করছেন, সেজন্য আপনার কাজ সহজ করার জন্য একটা পরামর্শ দিচ্ছি। অধিকাংশ মৌলিক পদার্থের নিবন্ধের গঠন common হবে। তাই সেগুলো তৈরী করার জন্য সহজ উপায় Template substitution ব্যবহার করা। আমার ব্যবহারকারী পাতায় আমি ৩টি টেম্পলেট রেখেছিঃ উপজেলা, দিন, এবং জেলার জন্য। উপজেলার টেম্পলেটটিকে দেখে ওরকম মৌলিক পদার্থের একটি টেম্পলেট আপনার user space এ তৈরী করে নিন, কাজ সহজ হবে। ধন্যবাদ। --Ragib ০৫:০৫, ২০ মে ২০০৬ (UTC)


Template:তথ্যছক-মৌলিক পদার্থের বিবরণ টিকে সেট করতে পারছিনা। নিয়ন নিবন্থটি দেখুন। ব্যবহারকারী:Hermitage17.bn

সব template ই তথ্যছক নয়। তথ্যছক শুধু সেসব ছক যেগুলো তথ্য প্রদর্শন করে। যেমন template:তথ্যছক-দেশ অথবা template:তথ্যছক-ক্রিকেটার। আপনার দেওয়া ইসলাম সম্পর্কিত template টি ব্যবহৃত হয় লিঙ্ক প্রদর্শন করার জন্য। সুতরাং এটির তথ্যছক নামটি যথার্থ মনে হচ্ছে না। দয়া করে সঠিক ব্যবহার অনুসারে template এর নাম ঠিক করে নিন। আমি অবশ্য category দিয়ে দিয়েছি। দরকার হলে একই category এর অন্যান্য template দেখতে পারেন। ধন্যবাদ।--বেলায়েত ১৬:০২, ৩ জুন ২০০৬ (UTC)


দেশের নিবন্ধের জন্য আপনি template:তথ্যছক-দেশ ব্যবহার করতে পারেন। দয়া করে দেশের নিবন্ধে তথ্যছক ব্যবহার করলে template টি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।--বেলায়েত ১৯:৪৬, ৭ জুন ২০০৬ (UTC)

দিন বিষয়ক নিবন্ধে কেবল গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন যা আজ হতে ১০০ বছর পরেও বিশ্বকোষে ভুক্তির যোগ্য হবে, তা যোগ করা ভালো। যেমন মে ২০ এ চীনের থ্রী গর্জেস ড্যাম সম্পূর্ণ হওয়া। অন্যান্য ঘটনা, যেমন অমুক সম্মেলন শুরু হওয়া, তেমন গুরুত্বপূর্ণ নয়। সেসব ঘটনা ২০০৬ এর ঘটনাপঞ্জী জাতীয় নিবন্ধে যোগ করা যায়।

দিন বিষয়ক নিবন্ধের জন্য এই টেম্পলেটটি ব্যবহার করুন: User:Ragib/date-template. প্যারামিটার হল দিনটির বাংলা নাম (যেমন মে ২০) এবং এটি বছরের কততম দিন (শুরুতে ০ রেখে পরে ঠিক করে নিন ইংরেজী নিবন্ধ থেকে)। ধন্যবাদ। --Ragib ০৮:৪৩, ২৪ মে ২০০৬ (UTC)

use template for অসম্পূর্ণ

সম্পাদনা

use template অসম্পূর্ণ}} instead of Category:অসম্পূর্ণ]] then the category is added automatically.. along with the expansion link for unfamilier users. thanks --সপ্তর্ষি ১৫:২৯, ১৪ জুন ২০০৬ (UTC)

ব্যবহারকারী নাম পরিবর্তন

সম্পাদনা

মুহাম্মদ, আপনাকে ইমেইল করে এই ব্যপারে পরামর্শ দিয়েছি, চিন্তা করে দেখুন। --রাগিব ১৫:৪৩, ১৪ জুন ২০০৬ (UTC)

আপনার বাড়ি কী ময়মনসিংহ জেলায়? আমার দাদার বাড়ি জামালপুর জেলার নান্দিনায়। দেশে থাকা অবস্থায় প্রায়ই যাওয়া হত। ময়মনসিংহ এগ্রি ভার্সিটিতে আমার খালু অধ্যাপক ছিলেন, সেখানেও গেছি। --রাগিব (আলাপ | অবদান) ০৭:২৪, ২৮ জুন ২০০৬ (UTC)

Yes I am from Mymensingh. Homeground is in Bhaluka but now live in Mymensingh town. Pleased to be with one from the same place. Hope for a great journey together towards an exqisite encyclopedia. --ব্যবহারকারী:hermitage17.bn

নাম পাল্টানোর জন্য নতুন প্রক্রিয়া শুরু করেছি, যদি নাম পাল্টাতে চান, তাহলে উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন এ গিয়ে আপনার তথ্য যোগ করুন। --রাগিব (আলাপ | অবদান) ২১:১৮, ১৩ জুলাই ২০০৬ (UTC)

ধন্যবাদ

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট পদে আমার নির্বাচনে সমর্থন জানাবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের আস্থা অনুযায়ী আমি বাংলা উইকিপিডিয়াকে আরও অগ্রসর করতে পারব। --রাগিব (আলাপ | অবদান) ২১:২৬, ১৩ জুলাই ২০০৬ (UTC)

I just changed your username to Muhammad, as requested. Please log out and log in using that user name. --রাগিব (আলাপ | অবদান) ০২:৫৮, ২৭ জুলাই ২০০৬ (UTC)

দয়া করে স্বাক্ষর দেয়ার সময় standard অর্থাৎ চারটি ~ দিয়ে দিবেন। কারণ আপনি সম্পাদনা করছেন Muhammad একাউন্ট থেকে, কিন্তু স্বাক্ষর দিচ্ছেন Hermitage, এটা বিভ্রান্তিকর। তাই সঠিক স্বাক্ষর ব্যবহার করুন। --রাগিব (আলাপ | অবদান) ০৩:০৪, ২৭ জুলাই ২০০৬ (UTC)

ধন্যবাদ। আমি লগআউট করেছি এবং এখন Muhammad নামে সম্পাদনা করছি। আর প্রথমে ভুল করে ফেলেছিলাম। বোঝেনইতো, অনেকদিনের অভ্যাস। এবার থেকে স্বাক্ষর ঠিত করেই দেব। আবারও ধন্যবাদ। ‌‌‌‍‍মুহাম্মদ ০৩:০৯, ২৭ জুলাই ২০০৬ (UTC) মুহাম্মদ (আলাপ

চারটি টিল্ডা দেয়ার আরেকটা কারণ হল দিন তারিখ যোগ হওয়া, এটা বার্তার তারিখ ঠিক মত দেয়ার জন্য বাঞ্ছনীয়। --রাগিব (আলাপ | অবদান) ০৩:১২, ২৭ জুলাই ২০০৬ (UTC)

আবার ফিরে এলাম। আই ইউ টির ল্যাবের একটি কম্পিউটারে এখন বাংলা রেখা যায়। এটি তে বসেই কাজ করছি। পরীক্ষার জন্য কিছুদিন হয়তো বন্ধ রাখতে হবে। পরীক্ষার পর আবার শুরু হবে ইনশাল্লাহ। ---- User:Muhammad বিকাল ৬:১৯, ৭ আগস্ট, ২০০৬

এখন আমি ময়মনসিংহে। একটি সাইবার ক্যাফেতে বাংলা সেটআপ করলাম মাত্র। আশাকরি সবগুলোতে সাইবার ক্যাফেতেই বাংলা সেটআপ করব। ---- User:Muhammad

আমি এটার গঠনমূলক বিশ্লেষণ করব। খেয়াল রাখবেন, নির্বাচিত নিবন্ধের প্রস্তাবনা কিন্তু নিবন্ধের খুটিনাটি সবকিছু বিচারের আলোচনা। সেখানে যে কেউ গঠনমূলক সমালোচনা, বিরোধিতা করতে পারবে। কোন বিরোধিতা করলে সেটার সমাধান করা প্রস্তাবক হিসাবে আপনার দায়িত্ব। কোন কিছুকেই personally নিবেন না। (এত কথা বলার উদ্দেশ্য হল, আমাদের এই প্রক্রিয়াটি নতুন শুরু হবে, তাই কোনো ভুল বোঝাবোঝি যাতে না হয়, সেটার ব্যবস্থা করা।)। দরকার হলে ইংরেজি উইকিতে কী হয়, তা দেখে নিন (en:WP:FAC). --রাগিব (আলাপ | অবদান) ০৮:২২, ১২ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

ঠিক আছে ‍‍মুহাম্মদ ১০:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)User:Muhammad

আফ্রিকার ইতিহাস

সম্পাদনা

আপনি যা লিখেছেন তা আফ্রিকার ইতিহাস নয় মানবজাতির বিবর্তন। pleaser move the content to the right article heading. --128.12.147.175 ১০:২০, ১৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

আফ্রিকার ইতিহাস

সম্পাদনা

আমি ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদ করেছি। আর এটি মানবজাতির ইতিহাস নয় বরং আফ্রিকাতে মানবজাতির বসবাসের ইতিহাস। আফ্রিকার ইতিহাসে কি মানবজাতির বিবর্তন সবচেয় উল্লেখযোগ্য নয়। দেখুন: History of Africa মুহাম্মদ ১০:৩১, ১৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

দুঃখিত

সম্পাদনা

নিয়মিত সম্পাদনা করতে পারছিনা। আসলে আমার কাছে এখন কোন পিসি নেই। আবার যখন কম্পিউটারের সুযোগ পাব তখন সম্পাদনা করার আশা রইল। এখন মাঝে মাঝে করতে পারব সাইবার ক্যাফে থেকে। মুহাম্মদ ১৪:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

আলাপ:তারামণ্ডল-এ দেখুন।--অর্ণব (আলাপ | অবদান) ০৯:১৫, ৬ নভেম্বর ২০০৬ (UTC)

মন্তব্য করেছি। আবার দেখুন।--অর্ণব (আলাপ | অবদান) ১৩:১৯, ৮ নভেম্বর ২০০৬ (UTC)

উইকিপদক

সম্পাদনা

মুহাম্মদ, আপনাকে নীচের উইকিপদক দিলাম। আপনার ব্যবহারকারী পাতায় এটা রাখতে পারেন। --রাগিব (আলাপ | অবদান) ০৮:১৭, ১৪ নভেম্বর ২০০৬ (UTC)

ধন্যবাদ। আমি আরও ভাল অবদান রাখার চেষ্টা করবো। -- মুহাম্মদ ০৮:৫৩, ১৪ নভেম্বর ২০০৬ (UTC)


  উইকিপদক
মহা উৎসাহের সাথে অনেক গুলি পূ্র্ণাঙ্গ নিবন্ধ তৈরীর জন্য আপনাকে এই উইকিপদক দিলাম। --রাগিব (আলাপ


জ্যোতর্বিজ্ঞান উইকিপদক

সম্পাদনা
  উইকিপদক
জ্যোতর্বিজ্ঞান সম্বন্ধে গুরুত্বপূর্ণ অনেক নিবন্ধ শুরু করার জন্য মুহাম্মদকে এই বিশেষ তারকা*তারকা পদক দিলাম।--সপ্তর্ষি(আলাপ

অভিনন্দন। তারকাটি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

অসংখ্য ধন্যবাদ। জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে আমার আরও অনেক নিবন্ধ লেখার ইচ্ছা রয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ নিবন্ধ তৈরিও জরুরি। - মুহাম্মদ ১৭:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

মৌখিক ধন্যবাদ না দিলেও চলবে। কাজ চালিয়ে যাওয়াটাই আসল। চমৎকার কাজ হচ্ছে। চালিয়ে যান। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

ধারাবাহিকতা ছক

সম্পাদনা

{{ধারাবাহিকতা ছক}} আগে থেকেই আছে। আপনার তৈরী করা টেম্পলেট গুলি ডুপ্লিকেট হয়ে গেছে। ব্যবহার বিধি দেখতে হলে জিয়াউর রহমান নিবন্ধের শেষে দেখুন। --রাগিব (আলাপ | অবদান) ০৯:৫১, ১৪ নভেম্বর ২০০৬ (UTC)

Would you please help me making the red links blue in তড়িৎ প্রকৌশল article? Thanks and best regards. Auyon১২:৫৪, ২৫ নভেম্বর ২০০৬ (UTC)

OK. I shall try to help at my best. -- মুহাম্মদ ০৮:৫৩, ২ ডিসেম্বর ২০০৬ (UTC)

বিদ্যা/বিজ্ঞান

সম্পাদনা

পদার্থবিদ্যা, জীববিদ্যা ইত্যাদি এখন আর বলি না। তাই বলবিদ্যার জায়গায় বলবিজ্ঞান-ই ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বিজ্ঞানের উপশাখা মাত্রেই -বিজ্ঞান অন্ত্যপ্রত্যয় ব্যবহার করা হবে, এটাই সাধারণ রীতি হওয়া উচিত, আমার মতে। PS. জ্যোতির্বিজ্ঞান পরিভাষা নিয়ে আপনার লেখা দেখেহি, পরে মন্তব্য করবো। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:৫৭, ৫ ডিসেম্বর ২০০৬ (UTC)

নতুন নিবন্ধগুলো শুরু করার আগে

সম্পাদনা

একটু দেখে নিন আগেই কাছাকাছি বানানের কোন নিবন্ধ তৈরি করা আছে কি না। আমি হয়ত অনেকগুলো redirect করতে পারি। তাছাড়া অনেক বানান-ও বদলাতে পারি। আলাপ পাতাগুলোতে মন্তব্য রেখে দেবো। --অর্ণব (আলাপ | অবদান) ০৩:৫৩, ১২ ডিসেম্বর ২০০৬ (UTC)

দুঃখিত। আমি একদমই খেয়াল করিনি। এরপর থেকে আরও সতর্ক থাকবো। -- মুহাম্মদ ০৪:১৪, ১২ ডিসেম্বর ২০০৬ (UTC)

THANKYOU VERY MUCH Muhammad for your kind translation help!

MAY YOU PROSPER!

Yours Sincerely,

From --Dave ০৫:৩৬, ১৩ ডিসেম্বর ২০০৬ (UTC)

Welcome. I shall try to translate more. Looking forward. -- মুহাম্মদ ০৫:৪৩, ১৩ ডিসেম্বর ২০০৬ (UTC)

বিষয়শ্রেণী

সম্পাদনা

মুহাম্মদ, প্রথমে আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনার নিয়মিত অংশগ্রহণ এবং বেশ কিছু সমৃদ্ধ নিবন্ধ সম্পাদনার জন্য। তবে আপনার সৃষ্ট নতুন নিবন্ধের বিষয়শ্রেণী সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষন করছি। আপনি অনুগ্রহ করে বিষয়শ্রেণীগুলো ইংরজি উইকিপিডিয়ার অনুসরনে তৈরি করলে ভালো হবে। আর তার সাথে যদি মনে করে interlanguage link গুলো যোগ করে দেন। ধন্যবাদ।--রাজিবুল ১৪:০৪, ২০ ডিসেম্বর ২০০৬ (UTC)

Template:তথ্যছক রাষ্ট্র বা অঞ্চল

সম্পাদনা

মুহাম্মদ আপনার নিবন্ধগুলির জন্য আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি করা Template:তথ্যছক রাষ্ট্র বা অঞ্চল বাংলায় অনুবাদ করে নিন। না হলে Template:তথ্যছক রাষ্ট্র টেম্পলেটটি ব্যবহার করুন। আর নতুন টেম্পলেট তৈরি করার আগে খুজে দেখুন একই টেম্পলেট আগে তৈরি করা আছে কিনা। থাকলে দয়া করে সেটি ব্যবহার করুন। ধন্যবাদ। আপনি কিছু নিবন্ধ তৈরি করেছেন যাতে কোন নিবন্ধ নাই মানে খালি পাতা। দয়া করে এধরনের পাতা তৈরি থেকে বিরত থাকুন। আমরা চেষ্টা করছি এধরনের খালি নিবন্ধ সংখ্যা কমানোর, তাই দয়া করে এ রকম কর্মকান্ড থেকে বিরত থাকুন। আবারও ধন্যবাদ। --বেলায়েত ১৪:২৯, ২৩ ডিসেম্বর ২০০৬ (UTC)

দেখুন বাংলায় অনুবাদ করলে আরো সমস্যার সৃষ্টি হয়। কারণ তখন ইংরেজিটি থেকে সরাসরি কপি করা যায়না। এটি সময়ের অপচয়। কারণ টেম্পলেট তো আর কেউ দেখছে না। আমি মৌলিত পদার্থের টেম্পলেটটি বাংলায় অনুবাদ করেছিলাম। তখন মুনির হাসান কলেছিলেন এতে সময়ের অপচয় হবে। তিনি ইংরেজিটি ব্যবহার করেন। আর শুধু এই কারণেই কিন্তু ১১৮ টি মৌল নিয়ে নিবন্ধ তৈরি সম্ভব হয়েছে। সুতরাং বাংলকরলে ব্যাপক পরিশ্রম হবে যার কোন মূল্য নেই। -- মুহাম্মদ ০৪:২৪, ২৪ ডিসেম্বর ২০০৬ (UTC)

বাংলায় করা মানে ভেরিয়েবলগুলো বাংলায় করা নয়, ফিল্ডগুলো বাংলায় অনুবাদ করুন। Template:তথ্যছক রাষ্ট্র দেখে নিন কিভাবে করা হয়েছে। ধন্যবাদ।--বেলায়েত ১৫:৪৪, ২৪ ডিসেম্বর ২০০৬ (UTC)


উইকি ক্যাম্প

সম্পাদনা

প্রিয় মুহম্মদ, অভিনন্দন। আমরা কতকগুলো উইকি ক্যাম্প করার কথা ভাবছি, দেশ জুড়ে। আমব দেখলাম আমরা এখন ইন্টারনেট ছাড়াই ক্যাম্প করতে পারি, এমন কী কম্পউটার ছাড়াও! একটি ওপেন সোর্স ক্যাম্প হবে ২৭-২৮ তারিখে। যোগ দোওয়ার কথা ভাবলে খুশী হবো। ২১ তারিখ আমরা বসতে পারি, বাংলা উইকি অফিসে। আসলে ভালো হয়। Munirhasan ০৭:০৭, ১৮ এপ্রিল ২০০৭ (UTC)

অবশ্যই ক্যাম্পগুলো গুরুত্বপূর্ণ। আমাদের এখানে করতে পারলে ভাল হবে। ২১ তারিখ আসার চেষ্টা করবো। আমাকে সময়টা জানাতে হবে। আর দুঃখিত: বাংলা উইকির অফিসের ঠিকানাটি আমি এখনও ধরতে পারিনি। ঠিকানাটি এখানে আবার বিস্তারিত লিখে দিলে ভাল হয়। বুয়েটে ক্যাম্পে যাওয়ার ইচ্ছা আছে। মহিবও যাবে আশাকরি। তবে সমস্যা একটি, আমাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে মে'র ৪ তারিখ থেকে। বুয়েটে যাওয়া যাবো, স্বল্প সময়ের জন্য। আর আমাদের এখানে করতে হবে পরের সেমিস্টার শুরু হওয়ার পর অর্থাৎ জুন মাসে। ধন্যবাদ। -- মুহাম্মদ ০৯:১৪, ১৮ এপ্রিল ২০০৭ (UTC)

টেম্পলেট ভিত্তিক নিবন্ধ

সম্পাদনা

মুহাম্মদ, টেম্পলেট ভিত্তিক নিবন্ধ শুরু করার সময় নিবন্ধে পর্যাপ্ত তথ্য না থাকলে শুরু না করাই ভালো। অনেক এরকম নিবন্ধ তৈরী হয়ে গেছে, যাতে কোনো তথ্যই নেই। আপনার শুধু ছকটায় তথ্য আছে, বাকি নিবন্ধ খালি। তাই ইতিমধ্যেই যা তৈরী করেছেন, তার সেকশন গুলোতে তথ্য যোগ করুন, এবং এর পরেই কেবল নতুন নিবন্ধ শুরু করুন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৫:১৭, ৪ মার্চ ২০০৭ (UTC)

এটি সত্য যে ইংরেজি নিবন্ধগুলোতে এতো তথ্য নেই। কিন্তু যারা শৌখিন জ্যোতির্বিদ তাদের জন্য কেবল ছকটিই অনেক উপকারী হতে পারে। আর আমার কাছে "তারা পরিচিতি" বইটি রয়েছে। আশা করি এই বই থেকে যথেষ্ট তথ্য যোগ করতে পারবো। এটি অবশ্য স্বীকার করতে হবে যে সবগুলো অনুচ্ছেদ পূর্ণ করা যাবেনা। সেক্ষেত্রে পরে সেই অনুচ্ছেদ বাদ দিয়ে দোব। তবে তথ্য যোগ করার পর আর খারাপ লাগবেনা আশাকরি। আর তালিকাটি তো থাকবেই; সাথে "আরও দেখুন" অনুচ্ছেদে "তারাসমূহের তালিকা"-ও আছে। তারাসমূহের তালিকা পাওয়া যাবে। এই ব্যাপারে ভাল নিবন্ধ তৈরীর ব্যাপারে আমি আশাবাদী। তবে এখন একটু ব্যাস্ত আছি বিধায় নিবন্ধ সম্পূর্ণ করার কাজে হাত দিচ্ছিনা। ধন্যবাদ। -- মুহাম্মদ ১৬:১০, ৪ মার্চ ২০০৭ (UTC)

নিবন্ধের গঠন একই রকম হলে, তথ্যভিত্তিক নিবন্ধগুলি স্বয়ংক্রিয়ভাবে পাইথনে লেখা বট দিয়ে তৈরী করা সম্ভব। তথ্যগুলোকে সিএসভি ফরম্যাটের ডাটা ফাইলে রাখতে হবে, আর একটা sample নিবন্ধ দিতে হবে। তাহলে আমি আমার বটের মাধ্যমে নিবন্ধগুলো তৈরী করে দিতে পারি। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৫৯, ১৭ মার্চ ২০০৭ (UTC)

বুয়েট ক্যাম্প

সম্পাদনা

মুহাম্মদ, আজকে আমরা বুয়েটে একটি ক্যাম্প করেছি। আপনার আসার কথা ছিল।--বেলায়েত ০৬:৩৩, ২৭ এপ্রিল ২০০৭ (UTC)

চমৎকার

সম্পাদনা

মুহাম্মদ, আপনার নিবন্ধ লেখা চমৎকার হচ্ছে। সেই সাথে আপনার বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজনকে উইকিপিডিয়াতে আসায় সাহায্য করেছেন (আন্দাজ করছি), সেজন্যও আপনাকে ধন্যবাদ। চালিয়ে যান। --রাগিব (আলাপ | অবদান) ০৪:২৭, ৩০ এপ্রিল ২০০৭ (UTC)

আমাদের পরীক্ষা শুরু হচ্ছে এই বুধবার। হ্যাঁ, এখন থেকে দুই সপ্তাহ আর অতটা এডিট করতে পারবো না। আমাদের অনেকেই বাংলা উইকিপিডিয়ার সদস্য হয়েছে। অবশ্য সবাই তড়িৎ প্রকৌশল দ্বিতীয় বর্ষের। একজন শুধু যন্ত্রকৌশল বিভাগের রয়েছে। সবাই এখনও এডিট করা শুরু করেনি। তবে সবারই ইচ্ছা রয়েছে। পরীক্ষার পর শুরু করবে। আশা করি এ বছরের মধ্যে আমরা একটি ভাল মানের সিডি প্রকাশ করতে পারব। -- মুহাম্মদ ০৫:১২, ৩০ এপ্রিল ২০০৭ (UTC)

সম্পাদনা সারাংশ

সম্পাদনা

দয়া করে সম্পাদনা সারাংশ লেখার অভ্যাস করুন। তাতে অন্য ব্যবহারকারীদের নিবন্ধ না খুলেই বুঝতে সুবিধা হয় আপনি নিবন্ধে কি পরিবর্তন করেছেন। ধন্যবাদ।--বেলায়েত ১০:২৪, ২৩ মে ২০০৭ (UTC)

এখন নিয়মিত সম্পাদনা সারাংশ দেওয়ার চেষ্টা করছি। আশা করি ভবিষ্যতে আর ভুল হবেনা। -- মুহাম্মদ ১৮:১৯, ২৩ মে ২০০৭ (UTC)
এটা না দেওয়াটা আসলে ভুল নয়। কিন্তু দেওয়াটা একটা ভাল অনুশীলন।--বেলায়েত ১৮:৪৯, ২৩ মে ২০০৭ (UTC)
Preference এ এটা সেট করে রাখা যায়, যাতে সম্পাদনা বক্সে সারাংশ না লিখলে উইকিপিডিয়া সেটা দিতে বলবে। --রাগিব (আলাপ | অবদান) ০০:১৮, ২৪ মে ২০০৭ (UTC)
Preference সেট করেছি। এখন আর সারাংশ মিস হবেনা। -- মুহাম্মদ ০৬:৩৮, ২৪ মে ২০০৭ (UTC)

অভিনন্দন

সম্পাদনা

মুহাম্মদ, আপনার প্রশাসক হওয়ার আবেদন সফল হয়েছে। আপনি এখন একজন প্রশাসক। দয়া করে লগআউট করে আবার লগইন করুন, এবং ক্যাশে খালি করুন। আশা করি আপনার গঠনমূলক অবদান অব্যাহত রাখবেন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৬:৫৭, ১ জুন ২০০৭ (UTC)

ধন্যবাদ, আরও ভাল অবদান চেষ্টা করবো। -- মুহাম্মদ ১৭:৪৮, ১ জুন ২০০৭ (UTC)
(Re:ধন্যবাদ)। মুহাম্মদ, আমিও মনে করি আমরা একসাথে কাজ করে এই বিশ্বকোষটিকে পরবর্তী প্রজন্মের কাছে একটি মূল্যবান জ্ঞানভাণ্ডার করে রেখে যেতে পারবো। তোমার কাজ খুব ভালো হচ্ছে। তোমাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা খুবই আনন্দিত ও গর্বিত। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:৩৬, ৭ জুন ২০০৭ (UTC)
প্রশাসক হবার জন্য অভিনন্দন। বুঝতেই পারছেন, এটা এমন কোন privileged পদ না। বরং আপনার দায়িত্ব বেড়ে গেল। :-)--অর্ণব (আলাপ | অবদান) ২৩:৪৮, ২৭ জুন ২০০৭ (UTC)

আপনাকেও ধন্যবাদ

সম্পাদনা

আপনাকেও ধন্যবাদ। ওহহো, আপনাকে অভিনন্দন জানানো হয়নি। নতুন প্রশাসক হিসেবে আপনার প্রতি আমার অভিনন্দন রইলো। প্রশাসক হিসেবে আপনি সফল হবেন এই কামনাই করি। --মাকসুদ ০৫:০৪, ৬ জুন ২০০৭ (UTC)

উইকিক্যাম্প

সম্পাদনা

হ্যা, উইকি ক্যাম্প এবং উইকি আড্ডা আমাদের অনেক দিনের প্ল্যান। আসলে এ ধরণের কার্যক্রমের জন্য কিছু আন্তরিক ব্যবহারকারী প্রয়োজন যার সংখ্যা খুবই নগন্য। আমি এ ব্যপারে নিয়মিত মেইল করি কিন্তু আগ্রহী ব্যবহারকারীদের কোন উত্তর পাওয়া যায় না। আশা করি এ ব্যপারে আপনারা আগ্রহী হলে সামনে তা আমরা নিয়মিত করবো। আমরা সপ্তাহে একদিন বিডিওএসএন এর অফিসটি ব্যবহার করতে পারি, ওটা বাংলা উইকি গ্রুপেরও অফিস। আমরা যারা আগ্রহী তারা ওখানে মিলিত হতে পারি। আশা করি মেইলে আরও বিস্তারিত কথা হবে।--বেলায়েত ১৭:১৫, ৬ জুন ২০০৭ (UTC)

ধন্যবাদ

সম্পাদনা

প্রিয় মুহাম্মদ, স্বাগত জানানো ও দিকনির্দেশনার জন্য অনেক ধন্যবাদ। যেটুকু সম্ভব কাজ করার চেষ্টা করব। এটা অনলাইনে বাঙালিদের ভান্ডার। তাই কাজ করার ইচ্ছা আছে। ইংরেজি ভার্শনে আমার কিছু কাজ ছিল সেগুলো আগে বাংলায় যুক্ত করতে চাই। সব সময় সহায়তা পাব এই আশায়। Maksud3 ১৩:৩৬, ৯ জুন ২০০৭ (UTC)


আন্তউইকি লিঙ্ক

সম্পাদনা

আপনার সাম্প্রতিক নিবন্ধগুলোতে আন্তউইকি লিঙ্ক দিচ্ছেন না। আন্তউইকি লিঙ্কগুলো দিতে পারলে ভাল হতো।--বেলায়েত ১৫:৫৭, ২৫ জুন ২০০৭ (UTC)

দুঃখিত আসতে পারবো না

সম্পাদনা

আপনার নিমন্ত্রণের জন্য ধন্যবাদ। তবে দুঃখের সাথে বলছি, আমি আসতে পারবো না। এখন কিছুটা চাপের মধ্যে আছি এটা একটা কারন, আরেকটা কারন আমি একটু ঘরকুনো। যাই হোক, উইকিপিডিয়ানদের সম্মেলন সফল হোক এ কামনাই করি।--μακσυδ ০৯:০৩, ৩০ জুন ২০০৭ (UTC)

অভিনন্দন ও অনেকদিন পর সমাচার...

সম্পাদনা

আপনার স্বাক্ষরের লিঙ্ক ধরে এসে দেখলাম আপনি প্রশাসক নির্বাচিত হয়েছেন। আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।

'অনেকদিন পর'-এর কারনটাও ঠিক ধরেছেন। দীর্ঘ দু'মাসেরও বেশী সময় আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। এখন পেলেও ভয় হয় এই বুঝি গেলো। দেখা হবে অবশ্যই।--রাজিবুল ১৯:৪২, ১ জুলাই ২০০৭ (UTC)

উইকি সম্মিলন

সম্পাদনা

আমি ইংরেজী Meetup পাতায় ইভেন্টটি যোগ করেছি। ইংরেজী উইকিপিডিয়ানদের নিমন্ত্র্রন জানান। --বেলায়েত ০৪:২৭, ৮ জুলাই ২০০৭ (UTC)

রাগিব ভাই যাদের নাম বলেছেন তাদেরকে নিমন্ত্রণ জানানো হয়ে গেছে। এছাড়াও প্রকল্প পাতাগুলো দেখে আরও নিমন্ত্রণ জানাতে হবে। করছি। -- মুহাম্মদ ০৫:৪৩, ৮ জুলাই ২০০৭ (UTC)

ধন্যবাদ

সম্পাদনা

ধন্যবাদ আসাদ। আমি খুবই দুঃখের সাথে জানাচ্চি যে, আমি নির্দিষ্ট দিনে আসতে পারব না। কারন, আমার চূড়ান্ত পরীক্ষা ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। আমাদের উইকি সম্মিলনের স্ন্রতি হিসেবে ছবি নিতে যেন ভুলবেন না এবং সেগুলো দয়া করে wiki[pe]media তে অন্তর্ভুক্ত করবেন, যাতে আমরা ইংরেজী এবং বাংলা উইকি সম্মিলন পাতায় ব্যবহার করতে পারি। ধন্যবাদ ঃ) --NAHID ০৮:৫৭, ৮ জুলাই ২০০৭ (UTC)


বাংলা একাডেমীর অভিধান অনুযায়ী গ্রিক বানানটি ঠিক আছে। গ্রীস দেশীয় কিছু বুঝাতে গ্রিক বানানটি ঠিক আছে। দয়াকরে আর পরিবর্তন করবেন না। যা এতিমধ্যে পরিবর্তন করেছেন তা আগের অবস্থায় ফিরিয়ে নিন। এ ধরণের পরিবর্তন যদি মনে করেন করা দরকার দয়াকরে আগে তা প্রশাসকদের আলোচনাসভা পাতায় আলোচনা করে সবার সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করবেন। যাতে এ পরিবর্তন কেন বা কি আলোচনার ভিত্তিতে করা হচ্ছে তার একটি রেকর্ড থাকে। আশা করছি ব্যপারটি বুঝতে পেরেছেন।--বেলায়েত ১৫:১৫, ৯ জুলাই ২০০৭ (UTC)

আমিও সন্দেহের মধ্যে ছিলাম। আলোচনা না করে এ ধরণের পরিবর্তন করা উচিত হয়নি। আমি ঠিক করে দিচ্ছি। যে বিষয়শ্রেণীগুলো গ্রীক নামে আছে সেগুলো কি গ্রিক-এ পরিবর্তন করে দেব? এ নিয়ে সিদ্ধান্ত হওয়া প্রয়োজন। -- মুহাম্মদ ১৬:০৭, ৯ জুলাই ২০০৭ (UTC)
আপনি হয়তো খেয়াল করলে দেখবেন বাংলা উইকিপিডিয়ায় বেশির ভাগ জায়গায় গ্রিক বানানটি ব্যবহৃত হয়েছে। গ্রীক দিয়ে গ্রিক কে রিডাইরেক্ট করা হয়েছে। এটা আসলে আমরা বাংলা একাডেমী অনুসরণ করে করেছিলাম। কিছু বানান হয়তো গ্রীক আছে। আপনি সেগুলোও গ্রিক করে দিতে পারেন।--বেলায়েত ১৭:১১, ৯ জুলাই ২০০৭ (UTC)

স্থানাঙ্ক

সম্পাদনা

দেশের বা অন্য কোন নিবন্ধে স্থানাংকের মান বাংলা করবেন না। স্থানাঙ্কটা ইংরেজীতেই রাখবেন। ধন্যবাদ। --μακσυδআলাপ ১৫:১৬, ১৭ জুলাই ২০০৭ (UTC)

আপনাকে ইমেইল করেছি। (আইইউটির ঠিকানায়)। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৩৭, ১৮ জুলাই ২০০৭ (UTC)

ই-মেইল পেয়েছি। মুক্তিযুদ্ধের সাইটটি ভাল লেগেছে। অ্যাকাউন্ট তৈরী করেছি। এটি সমৃদ্ধ করার জন্য সাধ্যমত চেষ্টা করবো। -- মুহাম্মদ ১৬:১৪, ১৮ জুলাই ২০০৭ (UTC)

See reopened request here: m:Requests_for_new_languages/Wikisource_Bengali_2. Thought you may be interested in weighing back in. Bastique ২০:০৪, ৮ আগস্ট ২০০৭ (UTC)

বাংলা উইকিসোর্সের জন্য আনুরোধ করা হয়েছে। দয়া করে পূর্বের মত রিজেক্ট হতে দিবেন না। m:Requests_for_new_languages/Wikisource_Bengali_2 পাতায় আপনার ব্যবহারকারীর নাম এবং আর্গুমেন্ট যোগ করুন। অন্যদেরও বলুন নির্দিষ্ট স্থানে নাম যোগ করতে। সবাই মিলে এক হয়ে কাজ করি। ধন্যবাদ।--বেলায়েত ০৪:৩৯, ৯ আগস্ট ২০০৭ (UTC)
হ্যাঁ। আমার নাম নিবন্ধীকরণ করেছি। অন্যদেরও বলছি। এই সাইটটি খুবই জরুরী। একসাথে কাজ করলে অনেক ভাল করতে পারবো। -- মুহাম্মদ ১৬:৫২, ১১ আগস্ট ২০০৭ (UTC)
বাংলা উইকিসোর্সের পরিক্ষামূলক পাতা দেখুন। আপাতত আমরা এখানে কাজ করবো, ডোমেইন পাওয়ার পর আমরা সেখানে স্থানান্তর হব। এখানে নতুন পাতা তৈরির সময় খেয়াল রাখবেন যাতে সব পাতায় [[Category:Bengali]] যুক্ত থাকে, যাতে পরে সহজের সব পাতা সরিয়ে নেওয়া যায়। দয়া করে অন্যদের বলুন রিকোয়েস্ট পাতায় নাম এবং আর্গুমেন্ট যোগ করতে। আমাদের কমপক্ষে ৫ জন লাগবে।--বেলায়েত ০৫:১১, ১২ আগস্ট ২০০৭ (UTC)

Thanks that you added sentence to this article. Pietras1988 TALK ১৮:১৯, ১৬ আগস্ট ২০০৭ (UTC)

পেট্রোল এডিট

সম্পাদনা

মুহাম্মদ, চলুন প্রশাসকদের পাতায় একটু এটা নিয়ে আলোচনা করি, তারপর লিঙ্কটা বাগজিলায় পোস্ট করি। সিগনেচারের তারিখতা আগের তারিখ মিলায়া নিয়েন।:)--বেলায়েত ০৪:৫৯, ২৫ আগস্ট ২০০৭ (UTC)

Template:ধারাবাহিকতা ছক পরিবর্তন সম্পর্কে

সম্পাদনা

আপনি টেম্পলেটটি পরিবর্তন করেছেন ভালো কথা, কিন্তু এটি পরিবর্তনের ফলে বর্তমান নিবন্ধ গুলির ওপর কি প্রভাব পড়বে তা সম্পর্কে একটুও চিন্তা করেননি। এই পরিবর্তন ঘটানোর সময় আপনার এটি চিন্তা করা উচিৎ ছিল, কেননা টেম্পলেটটি সুরক্ষিত, আর তাই সবাই এটির পরিবর্তন করতে পারে না। যাই হোক আশা করি টেম্পলেটটির পরিবর্তন আনডু করবেন। --μακσυδআলাপ ০৯:৪৫, ৩ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

টেম্পলেট

সম্পাদনা

টেম্পলেট গুলোর সঠিক ভাবে ডকুমেন্টেশন এবং ক্যাটাগরি মেন্টেন করুন যাতে পরবর্তীতে এ টেম্পলেটগুলো সহজের খুজে পায়। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:২৭, ৯ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

পাতায় বার্তাটি দেখুন। এবং আমাকে আপনার মতামত জানান। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৪৫, ১১ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

জাতিসংঘের সদস্য দেশ

সম্পাদনা

জাতিসংঘের সদস্য দেশ পাতাটি ঠিক করা দরকার। আসুন সবাই মিলে পাতাটি ঠিক করি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:১৩, ১১ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

মাকসুদ বেশ কিছু করেছেন দেখলাম। আমিও চেষ্টা করবো। তবে পরীক্ষা হয়েই হয়েছে ঝামেলা। আগামী মাসের ৪ তারিখ পরীক্ষা শেষ হবে। -- মুহাম্মদ ১৯:১২, ১৭ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

Draft United Nations Guiding principles on Human Rights and Extreme Poverty

সম্পাদনা

এক মত পোষণ করার জন্য ধন্যবাদ, তবে অনেক কাজ। সাহায্য করুন। pdf image version of this text নামিয়ে নিন এবং ১৫-২৯ পিডিএফ পাতা দয়া করে টাইপ করে উইকিসোর্সে পোষ্ট করুন। আমি প্রথম থেকে ১৫ পাতা পর্যন্ত করে পোষ্ট করছি। আমি ইতিমধ্যে পাতা শুরু করেছি দেখুন। কোন পরিবর্তন করবেন না যেভাবে আছে ঠিক ঐ বানানে এবং ঐভাবে অনুচ্ছেদ করে টাইপ করবেন। নোট প্যাডে টাইপ করে আমাকে পাঠিয়ে দিলেও আমি মিলিয়ে পোষ্ট করতে পারবো। আশা করি এ ক্ষেত্রে আপনার সাহায্য পাব। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:২১, ১৪ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

আমার বার্তার কোন উত্তর আপনার কাছ থেকে পাইনি। তাহলে কি ধরে নিব। আপনি ব্যপারটাতে ইচ্ছুক নন? আসলে আপনার কাছ থেকে অন্তত বার্তার উত্তর আশা করেছিলাম। সমস্যা নাই স্বেচ্ছাসেবা তো, করে নেবো। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৫২, ১৭ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
ডকুমেণ্টটির পরের অংশটুকু আপনার কাছ থেকে আমি পাব কিনা তা এখনও জানান নি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪১, ২৫ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

পরীক্ষা

সম্পাদনা

এই মাসের ১৯ তারিখ থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু। খুব একটা এডিট করতে পারবোনা। মাঝে মাঝে চেষ্টা করবো। -- মুহাম্মদ ১৭:৩০, ১৬ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

বাংলা উইকিসোর্স

সম্পাদনা

বাংলা উইকিসোর্স চালু হয়েছে। পুরনো উইকিসোর্সের সকল বাংলা পাতা এখানে ইম্পোর্ট করা হয়েছে। অন্যদের ব্যপারটি জানান এবং অবদান রাখতে বলুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:০১, ২৬ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

ভাই এটা শুধু বাংলা উইকিসোর্সের সমস্যা নয় এটি যে কোন উইকিসোর্স প্রকল্পেরই সমস্যা। আসলে সাইটটি নতুন, আস্তে আস্তে করতে হবে। আপাতত সহায়ক পাতাসহ অন্যান্য পাতাগুলো লিখতে হবে। আর নেমস্পেসের ব্যপারে এখানে ইংরেজী নেমস্পেস আমরা ব্যবহার করবো কারণ পরবর্তীতে বাগজিলাতে নেমস্পেস পরিবর্তনের সময় যাতে কোন সমস্যা না হয়। তাই আমরা নেমস্পেস আপাতত wikisource: ব্যবহার করবো।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:২৯, ৩০ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

আপনি জানেন কি

সম্পাদনা

মোহাম্মদ ভাই, দেখতেই পাচ্ছেন প্রধান পাতায় আপনি জানেন কি বিভাগ চালু হয়েছে। আলাদা করে চাপ নেবার দরকার নেই। তবে যখন নতুন কোন নিবন্ধ লিখবেন বা পুরনো নিবন্ধের বর্ধন করবেন, প্লিজ ব্যপারটা একটু মাথায় রাখবেন। যে কোন নিবন্ধই এই বিভাগের অন্তর্ভূক্ত হতে পারে। ধন্যবাদ। আপনার কোন মনোনয়ন থাকলে তা এখানে যোগ করুন। ধন্যবাদ--তারিফ এজাজ ০৮:১০, ২৬ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

অভিনন্দন

সম্পাদনা
  আপনার তৈরি অথবা সম্প্রসারিত জগদানন্দ রায় নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ২৫ সেপ্টেম্বর ২০০৭ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

--তারিফ এজাজ ১২:৪৬, ১ অক্টোবর ২০০৭ (UTC)

গীতাঞ্জলি

সম্পাদনা

এ গ্রন্থের কাব্যগুলোর শিরোনাম গুলো এমন কেনো? গীতাঞ্জলী/১......? এগুলো মূল শিরোমানে সরিয়ে নেওয়া দরকার।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫২, ১১ অক্টোবর ২০০৭ (UTC)

উত্পলা না উত্‌পলা?=

সম্পাদনা

"সরিয়ে ফেলুন"এই তো বলছে যে দু'টি নাম এক! অথচ "চলো" বলছে বানান দুটো আলাদা! ‍‍‍bn.wikipedia'r internals-e হসন্তের কিছু গোলোযোগ নেই তো? ‍Mukerjee ১২:০৫, ২৪ অক্টোবর ২০০৭ (UTC)

ধন্যবাদ

সম্পাদনা
  আপনার তৈরি অথবা সম্প্রসারিত নাইট টেম্পলার নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ২৭ অক্টোবর ২০০৭ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
  আপনার তৈরি অথবা সম্প্রসারিত কমরেড মুজফ্‌ফর আহমদ নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ২৭ অক্টোবর ২০০৭ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

--তারিফ এজাজ ০৪:৪০, ৫ নভেম্বর ২০০৭ (UTC)

সম্পাদনা সারাংশ

সম্পাদনা

মুহাম্মদ, আপনি সম্পাদনা সারাংশ তে কিছু অদ্ভুত অক্ষর ব্যবহার করছেন যেমন ক, খ, ত ,দ, ব। আসলে এগুলোতে আপনি কি বুঝাতে চাইছে তা অন্তত আমার কাছে বধগম্য না। আসলে সম্পাদনা সারাংশতো অন্যের বুঝার জন্যই যে আপনি সম্পাদনায় কি করেছেন তা সংক্ষেপে অন্যদের জানালেন। তাই আশা করবো আগামীতে আপনি সম্পাদনা সারাংশ ঠিক মত দিবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:১৮, ১২ নভেম্বর ২০০৭ (UTC)

সম্পাদনা সারাংশ

সম্পাদনা

মুহাম্মদ, আপনি সম্পাদনা সারাংশ তে কিছু অদ্ভুত অক্ষর ব্যবহার করছেন যেমন ক, খ, ত ,দ, ব। আসলে এগুলোতে আপনি কি বুঝাতে চাইছে তা অন্তত আমার কাছে বধগম্য না। আসলে সম্পাদনা সারাংশতো অন্যের বুঝার জন্যই যে আপনি সম্পাদনায় কি করেছেন তা সংক্ষেপে অন্যদের জানালেন। তাই আশা করবো আগামীতে আপনি সম্পাদনা সারাংশ ঠিক মত দিবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:১৯, ১২ নভেম্বর ২০০৭ (UTC)

সম্পাদনা সারাংশ

সম্পাদনা

মুহাম্মদ, আপনি সম্পাদনা সারাংশ তে কিছু অদ্ভুত অক্ষর ব্যবহার করছেন যেমন ক, খ, ত ,দ, ব। আসলে এগুলোতে আপনি কি বুঝাতে চাইছে তা অন্তত আমার কাছে বধগম্য না। আসলে সম্পাদনা সারাংশতো অন্যের বুঝার জন্যই যে আপনি সম্পাদনায় কি করেছেন তা সংক্ষেপে অন্যদের জানালেন। তাই আশা করবো আগামীতে আপনি সম্পাদনা সারাংশ ঠিক মত দিবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:২২, ১২ নভেম্বর ২০০৭ (UTC)

এই ঘূর্ণিঝড়টির নিবন্ধ ইংরেজি উইকি হতে জরুরী ভিত্তিতে অনুবাদ করা দরকার।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৫৪, ১৫ নভেম্বর ২০০৭ (UTC)

মাইকেলসন না মিকেলসন

সম্পাদনা

আমি বুঝেছি যে michelsion এর উচ্চারন মিকেলসন বা মিখাইলসন হওয়া উচিত। কিন্তু বাংলা একাডেমি থেকে প্রকাশিত মো: আবদুর রউফ রচিত আলোকবিজ্ঞান বইতে নাম দেয়া আছে মাইকেলসন ইন্টারফেরোমিটার(বইটি আপনি বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্র হতে সংগ্রহ করতে পারবেন) । বাংলা একাডেমির প্রকাশিত বইটতে যেহেতু মাইকেলসন ইন্টারফেরোমিটার ব্যবহার করা হয়েছে সেহেতু আমার মত শিরোনাম থাকুক-মাইকেলসন ইন্টারফেরোমিটার, এবং মিকেলসন হতে REDIRECT করে দেয়া হোক। অনুগ্রহ করে আপনার মতামত জানান।--দায়ীন(আলাপ)/(অবদান) ০৫:৩৬, ২২ নভেম্বর ২০০৭ (UTC)

সোফির জগৎ

সম্পাদনা

প্রিয় মাহমুদ, সোফিস ভার্ডের হল নওরেজীয় শব্দ। এর বাংলা অনুবাদের নাম সোফির জগৎ। যেহেতু, বাংলা উইকিতে বাংলা অনুবাদটির কথা লেখা হয়েছে, ফলে এখানে শিরোনামও থাকা উচিত বাংলা। ইংরেজী উইকিতেও কিন্তু মূল শিরোনাম Sophie's World, Sophie's Verden রিডাইরেক্ট করা। ধন্যবাদ।--মুনতাসির ১৫:০১, ২৬ নভেম্বর ২০০৭ (UTC)

আমার মনে হয় নিবন্ধটি মূল লেখ সম্পর্কেই হওয়া উচিত। কারণ বাংলা অনুবাদের উল্লেখযোগ্যতার প্রশ্ন আছে। আর ইংরেজি অনুবাদের নিবন্ধ ইংরেজিতে আছে বলেই যে সেটা বাংলা উইকিপিডিয়ায় থাকতে হবে তা নয়। কারণ বাংলা উইকিতে এর উল্লেখযোগ্যতা তেমন নাও হতে পারে। তাই যদি বাংলা অনুবাদ সম্পর্কে কিছু লিখতেই হয় তা আসলে মূল লেখা সম্পর্কে নিবন্ধের একটি অনুচ্ছেদ হিসেবে লেখা যেতে পারে। তাই আমি মনে করি লেখাতে নরওয়েজীয় ভাষায় মূল লেখটির শিরোনাম ব্যবহার করা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:২৯, ২৬ নভেম্বর ২০০৭ (UTC)
কারণ বাংলা অনুবাদের উল্লেখযোগ্যতার প্রশ্ন আছে?? ব্যাপারটা বুঝলাম না!!! --মুনতাসির ১৮:২৭, ২৬ নভেম্বর ২০০৭ (UTC)

নিবন্ধে পরিবর্তন

সম্পাদনা

এভাবে নিবন্ধের গুরুত্বপূর্ণ পরিবর্তন (যার ঝগড়াকে উস্কে দেওয়ার সম্ভবনা রয়েছে) করার আগে আলোচনার অনেক সুযোগ রয়েছে। দয়াকরে এগুলো অনুসরণ করুন। আসলে এটা একটা ভাল অনুশীলন উইকিপিডিয়ানদের জন্য। এ বার্তাটি শুধু আপনার জন্য নয় সবার জন্যই প্রযোজ্য। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:১৯, ২৬ নভেম্বর ২০০৭ (UTC)

মেটাউইকি অনুবাদ

সম্পাদনা

পৃষ্ঠাটি অনুবাদের অনুরোধ করা হয়েছে। দয়া করে পৃষ্ঠাটি অনুবাদে সাহায্য করুন। অন্যদের সাহায্য করতে বলুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৫৩, ২৭ নভেম্বর ২০০৭ (UTC)

আমি শুরু করছি। -- মুহাম্মদ ০৪:১০, ২৭ নভেম্বর ২০০৭ (UTC)
খালি শুরু করলে তো হবে না শেষ তো করতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:১৫, ২৭ নভেম্বর ২০০৭ (UTC)
এক প্যারাতেই থামলেন কেন ঠিক বুঝলাম না। আমিতো জানতাম মেটাতে আপনার আগ্রহ ছিল।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩১, ২৭ নভেম্বর ২০০৭ (UTC)

অনুবাদ গ্রন্থ

সম্পাদনা

উইকিসংকলনে উত্তর দিয়েছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২৯, ৪ ডিসেম্বর ২০০৭ (UTC)

ছবি আপলোড

সম্পাদনা

ছবি আপলোড করার সময় ছবির লাইসেন্সের দিকে খেয়াল রাখুন। ফেয়ার ইউজ লাইসেন্স সম্পর্কে স্পষ্ট ধারণা ছাড়া এ লাইসেন্সের আওতায় কোন ছবি ব্যবহার না করাই ভাল। আসলে ফেয়ার ইউজ লাইসেন্সের মিডিয়া সমূহ শুধু ইংরেজী উইকিপিডিয়াতে ব্যবহারে অনুমোদন করে অন্য কোন ভাষার উইকিপিডিয়াতে নয়। লাইসেন্স ট্যাগটি ভাল করে পরে দেখুন। তাই এ লাইসেন্সের আওতায় কোন ছবি ব্যবহার করা মানে আমার মতে আইন লঙ্ঘন করা। এটা সত্যি যে এর আগেও এমন অনেক ছবি ব্যবহার করা হয়েছে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য সাবধান এবং নিজেদের সংশোধন হওয়া দরকার। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:০২, ২৮ ডিসেম্বর ২০০৭ (UTC)

visit meca site. i gave u a msg. রায়হান আবীর ০৭:৪০, ১ জানুয়ারি ২০০৮ (UTC)

অনুবাদ

সম্পাদনা

55 cancri এর বাংলা কি হতে পারে? অনুগ্রহ করে সাহায্য করুন।--দায়ীন(আলাপ)/(অবদান) ১৬:২৪, ৩ জানুয়ারি ২০০৮ (UTC)


পরিভাষা

সম্পাদনা

আলাপ:বিদ্যুৎশক্তি সঞ্চারণ-এ পরিভাষা ব্যবহার করা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। পদার্থবিজ্ঞানের এ বিষয়গুলো তাও হয়তো বাংলা করা যায়, কিন্তু স্থাপত্যের কিছু বিষয় বাংলা করতে গিয়ে আমি বিপাকে পড়েছি। যেমন কিছু terms রয়েছে, elevation, section. এগুলোর পরিভাষা করতে গেলে হয় যথাক্রমে পার্শ্বদৃশ্য, ছেদ। এতে তো বিশ্বকোষটির মূল উদ্দেশ্যই ব্যাহত হবে, কোনো অর্থই পরিষ্কার হবে না। পরিভাষা নিয়ে উইকিপিডিয়াতে কি কোনো নিয়ম আছে? এইসব ক্ষেত্রে প্রতিবর্ণীকরণ করবো, নাকি বাংলা পরিভাষা ব্যবহার করবো? অনুগ্রহ করে সাহায্য করো। --Sam jhang ১১:১১, ৪ জানুয়ারি ২০০৮ (UTC)

"Muhammad/সংকলন ০১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।