ব্যবহারকারী আলাপ:Dolon Prova/২০১৬
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় Dolon Prova! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৮:৩১, ২৩ জুলাই ২০১৬ (ইউটিসি) |
হ্যালো, উইকিপিডিয়ায়! আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনার সম্প্রতি তৈরি করা কাকনবালা দেবী নিবন্ধটি কানন দেবী নিবন্ধে পুনর্নিদশ করা হয়েছে। কারণ একই বিষয়ে আগে থেকেই নিবন্ধ ছিলো, যা আপনি হয়তো খেয়াল করেন নি। দুঃখিত! এতে অনুপ্রেরণা হারাবেন না, ভবিষ্যতে যে কোন নিবন্ধ তৈরির পূর্বে আগে থেকে সে বিষয়ে নিবন্ধ রয়েছে কিনা তা সার্চ বাটনের মাধ্যমে যাচাই করে নেয়ার অনুরোধ থাকবে। ভালো থাকবেন। ~ মহীন (আলাপ) ১৭:১১, ১০ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
সেপ্টেম্বর 2016
সম্পাদনা Welcome to Wikipedia, and thank you for your contributions. Although everyone is welcome to contribute constructively to the encyclopedia, please note that there is a Manual of Style that should be followed to maintain a consistent, encyclopedic appearance. Deviating from this style, as you did in আলাপ:কাঁটানটে, disturbs uniformity among articles and may cause readability or accessibility problems. Please take a look at the welcome page to learn more about contributing to this encyclopedia. Thank you. দয়া করে নিবন্ধের আলাপ পাতা তৈরির সময় {{আলাপ}}
টেমপ্লেটটি ব্যবহার করবেন না। এটা অপ্রয়োজনীয়। রসু (আলাপ · অবদান · ইমেইল) ০২:৪৫, ২২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
শাহ ইসমাইল গাজীর দরগাহ নিবন্ধ সম্প্রসারন
সম্পাদনাবাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় শাহ ইসমাইল গাজীর দরগাহ নিবন্ধ জমা দেওয়ার জন্য ধন্যবাদ। নিবন্ধটি অথ্যন্ত ছোট হওয়ায় এখনি গ্রহন করা সম্ভব হচ্ছে না। আপনি কি নিবন্ধটি সম্প্রাসরন করতে পারবেন? নিবন্ধ এর নূন্যতম একটা আকারে আসলে এটিকে গ্রহন করা সম্ভব হবে। ধন্যবাদ --Nahid Hossain (আলাপ) ২৩:১৪, ২২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য নিবন্ধ গৃহীত
সম্পাদনাঅভিনন্দন আপনাকে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য আপনার জমাদানকৃত নিবন্ধ মিঠাপুকুর বড় মসজিদ গৃহীত হয়েছে। --Nahid Hossain (আলাপ) ২৩:২৮, ২২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য নিবন্ধ গৃহীত
সম্পাদনানিবন্ধ গৃহীত | ||
অভিনন্দন আপনাকে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য আপনার জমাদানকৃত নিবন্ধ শাহ ইসমাইল গাজীর দরগাহ গৃহীত হয়েছে। |
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতার জন্য নিবন্ধ গৃহীত
সম্পাদনানিবন্ধ গৃহীত | ||
অভিনন্দন আপনাকে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য আপনার জমাদানকৃত নিবন্ধ কাটাদুয়ার দরগাহ গৃহীত হয়েছে। |
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতার জন্য জমা দেওয়া নিবন্ধ বাঘদুয়ার মাউন্ড নিবন্ধটি কি আরেকটু সম্প্রসারন করা সম্ভব? নিবন্ধটি প্রতিযোগিতায় জমা দেওয়া জন্য অনেক ছোট। --Nahid Hossain (আলাপ) ১৪:৪১, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
স্বয়ংক্রিয় পরীক্ষণ
সম্পাদনাহ্যালো Dolon Prova, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! আফতাব (আলাপ) ১৩:৩৫, ১৩ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় সংক্ষিপ্ত নিবন্ধ তৈরি প্রসঙ্গে
সম্পাদনাউইকিপিডিয়া:বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আপনি অনেকগুলো নিবন্ধ তৈরি করেছেন এ জন্য আপনাকে সাধুবাদ জানাই। তবে নিবন্ধ তৈরিতে আপনি প্রতিযোগিতার নিয়মাবলীর ৩ নং নিয়ম ঠিকমত না মেনে ছোট ছোট নিবন্ধ তৈরি করছেন। মনে রাখবেন চার/পাঁচ লাইনের ছোট নিবন্ধ গ্রহণযোগ্য হবে না। প্রতিযোগিতার নিয়মাবলী ভালোভাবে মেনে চলার জন্য আপনাকে উৎসাহিত করা হচ্ছে, নতুবা আপনার করা অনেক নিবন্ধই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৭:৩২, ১৮ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাসম্পাদকের পদক | |
সুপ্রিয় Dolon Prova/২০১৬! উইকিপিডিয়ায় আপনাকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। -- শাহাদাত সায়েম (আলাপ) ১৫:০৯, ২৬ অক্টোবর ২০১৬ (ইউটিসি) |
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাসম্পাদকের পদক | |
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা অংশগ্রহণ করায় আপনাকে ধন্যবাদ। আপনার মোট ১৫টি নিবন্ধ গৃহীত হয়েছে ও আপনি একটি টি-শার্ট পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। অনুগ্রহ করে, আপনার নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার ও শীপিং ঠিকানাসহ আমাকে nahid wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৭, ৮ নভেম্বর ২০১৬ (ইউটিসি) |
নবেম্বর ২০১৬
সম্পাদনাআপনি আমার আলাপ পাতায় বার্তা রেখে এসেছেন যে "আমি বারবার সম্পাদনা দ্বন্দ্বে জড়াচ্ছি" আনুগ্রহ করে বলবেন কি আমি কোথায় দ্বন্দ্বে জড়িয়েছি? আপনার ইলা সেন নিবন্ধে ট্যাগ এর জন্য বলছেন?যতটুকু জানি বাংলা উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী জীবনী নিবন্ধ কমপক্ষে কয়েকটি অনুচ্ছেদবিশিষ্ট হতে হবে এবং পর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র সম্বলিত হতে হবে, এর অন্যথায় হলে তা মুছে ফেলা হয়। আপনার নিবন্ধে তার কোনটা নেই, আমি আশা করছি আপনি শিগ্রই সেগুলো যুক্ত করে ট্যাগগুলো তুলে নেবেন অন্যথায় অন্য কেউ অপসারণ প্রস্তাবনা করতে পারে। আপনি বাংলা উইকিপিডিয়ায় আপনার মূল্যবান সময় দিয়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করবেন, আমরা এই আশা দৃঢ়ভাবে পোষণ করি।