পরস
অভিনন্দন আপনাকে
আজকের নির্বাচিত ছবি |
প্যারাবলেনিয়াস গ্যাটোরুগিন মাছ। আরাবিদা জাতীয় উদ্যান, পর্তুগাল। |
এই পৃষ্ঠাটি সম্পর্কিত সম্পর্কিত আলোচনার জন্য ব্যবহারকারী:পরস পাতা.
মনে রাখবেন :
|
@ | পরসকে ই-মেইল প্রেরণ করুন. |
এই ব্যবহারকারী বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পের একজন সদস্য ও অবদানকারী। |
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় ইয়াছিন আলী! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১০:২১, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি) |
ব্যাবহারকারী:পরস/Commons.js নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাব্যাবহারকারী:পরস/Commons.js নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ব্যাবহারকারী:পরস/Commons.js পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। পরস (আলাপ) ১৪:০২, ১৪ মে ২০২০ (ইউটিসি)
মে 2020
সম্পাদনাউইকিপিডিয়ায় স্বাগতম, আমি ShahadatHossain। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি এটিএন বাংলা-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! আপনি কপিরাইট লংঘন কারন দেখিয়েছেন কিন্তু এখানে দেখুন কপিরাইট লঙ্ঘন হয়েছে এমন অভিযোগ অসত্য। — শাহাদাত হোসেন (আলাপ)বার্তা পাঠান ০৮:১১, ১৫ মে ২০২০ (ইউটিসি)
- আমি দুঃখিত এটা আমার ভুল হয়েছে।পরস (আলাপ) ১৬:৫৭, ১৫ মে ২০২০ (ইউটিসি)
নিবন্ধের আকার প্রসঙ্গে
সম্পাদনাসুধী, আপনার প্রণীত নিবন্ধ গুলো দেখে জানলাম আপনি অল্প সময়ে অনেক গুলো নিবন্ধ তৈরি করেছেন। যার অধিকাংশই ক্ষুদ্র আকারের। আপনার প্রতি অনুরোধ রইলো ভালো মানের একটি নিবন্ধ করার যা বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করবে।
আর কোন প্রকার ধ্বংসাত্মক এবং অপ্রয়োজনীয় সম্পাদনা করা থেকে বিরত থাকুন।— ফেরদৌস • ১১:১২, ১৫ মে ২০২০ (ইউটিসি)
- আমি নিবন্ধন গুলো ইংরেজি থেকে বাংলা করেছি ইংরেজিতে ছোট নিবন্ধন ,আর ধ্বংসাত্মক এবং অপ্রয়োজনীয় সম্পাদনা আমি মনে হয় করি নি শুধু একটা ভুল হয়েছে এনটিভি সম্পদনা যদিও কোন ভুল করি ক্ষমা করবেন এবং সেই ভুল শুধরে নেওয়ার জন্য আমাকে জানান। ধন্যবাদপরস (আলাপ) ১৭:০০, ১৫ মে ২০২০ (ইউটিসি)
- @পরস: ইংরেজি থেকে বেছে ছোট নিবন্ধগুলো তৈরি না করাই উত্তম। তবে, enwiki থেকে নিবন্ধ অনুবাদ করে তৈরি করলেও ইন্টারনেটের অন্যান্য উৎস থেকে আপনি তথ্য নিয়ে চাইলেই নিবন্ধগুলি সম্প্রসারণ করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, নিবন্ধের সংখ্যা বৃদ্ধির চেয়ে নিবন্ধের মান উন্নয়নে আমাদের মনোযোগ দেওয়া উচিৎ। ~ নাহিয়ান আলাপ ০৪:৩৯, ১৯ মে ২০২০ (ইউটিসি)
ঠিক আছে পরস (আলাপ) ০৪:৪০, ১৯ মে ২০২০ (ইউটিসি)
অন্যের সম্পাদনা বাতিল প্রসঙ্গে
সম্পাদনাসুধী, সম্প্রতি লক্ষ্য করলাম আপনি অন্যদের করা সম্পাদনা বাতিল করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ভালো সম্পাদনাও বাতিল করে ফেলছেন। সম্পাদনা বাতিলের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার অনুরোধ। — রিয়াজ (আলাপ) ১০:৪৬, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ হুম সতর্ক হয়ে সম্পদনা করব।পরস (আলাপ) ১০:৫০, ১৬ মে ২০২০ (ইউটিসি)
- আপনাকে আবারও অনুরোধ করতেছি, অন্যের সম্পাদনা বাতিলের সময় প্রয়োজনে পূর্ববর্তী একাধিক সম্পাদনা যাচাই করে নিবেন। সেই সাথে দ্রুত অপসারণ প্রস্তাবনা দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে তা করার বিনীত অনুরোধ। — রিয়াজ (আলাপ) ১৩:৩৪, ২৩ মে ২০২০ (ইউটিসি)
গণহারে নিবন্ধ এবং ভূল তথ্য সংযোজন
সম্পাদনাসূধী লক্ষ্য করলাম যে আপনি গণহারে নিবন্ধ তৈরী করছেন এবং একটি শেষ না করে অপরটি শুরু করছেন। এছাড়াও আপনি ভূল তথ্য সংযোজন করছেন। যেমন এখানে আপনি ২ রকম জনসংখ্যার তথ্য দিয়েছেন একটি ১৩,৮১৪ এবং অপরটি ৫৫,৬৫৯। — মাসুম ইবনে মুসা কথোপকথন ০৬:৩১, ১৭ মে ২০২০ (ইউটিসি)
@Masum Ibn Musa:কাজ চলছে ট্যাগ লাগিয়েছি লক্ষ্য করুন আমাকে সময় দিন আপনি,পরস (আলাপ) ০৬:৩২, ১৭ মে ২০২০ (ইউটিসি) @Masum Ibn Musa: নতুন নিবন্ধন শুরু করছি একটু সময় দিন সময়ের সাথে সাথে নোটিশ করলে কাজ করব কিভাবে,আমি দুঃখিত রাগ করবেন না।পরস (আলাপ) ০৬:৩৭, ১৭ মে ২০২০ (ইউটিসি)
- গণহারে না করে একটি নিবন্ধ শেষ করে পরেরটা ধরুন এবং দয়া করে ভূল তথ্য যোগ করবেননা। — মাসুম ইবনে মুসা কথোপকথন ০৬:৪১, ১৭ মে ২০২০ (ইউটিসি)
- বুঝতে পেরেছি,আমি কোন নিবন্ধনে ভুল তথ্য যোগ করিনি।তবে আপনি সময় না দিয়ে নিবন্ধন তৈরি করার এক মিনিট এর মধ্যে নোটিশ দিছেন তাই বললাম।পরস (আলাপ) ০৬:৪৪, ১৭ মে ২০২০ (ইউটিসি)
- আপনি নিবন্ধ তৈরী করেছেন ১২:২১ এ এখানে দেখুন আর আমি বার্তা দিয়েছি ১২:৩১ এ এখানে দেখুন অর্থ্যাৎ ১০ মিনিট পর ১ মিনিট পর নয়। যাহোক যেটা বললাম আশা করছি মেনে চলবেন। আপনার সম্পাদনা শুভ হোক। — মাসুম ইবনে মুসা কথোপকথন ০৬:৫৩, ১৭ মে ২০২০ (ইউটিসি)
আলোচনা অপসারণ
সম্পাদনা@পরস: আলাপ পাতা থেকে কোনো আলোচনা অপসারণ করবেননা। প্রয়োজনে "সংগ্রহশালা" তৈরি করে আলাপ সেখানে বার্তাগুলো স্থানান্তর করে রাখতে পারেন, তবে অবশ্যই বার্তাগুলো আপনার আলাপ পাতায় ন্যূনতম ৭দিন থাকতে হবে এবং আলাপ পাতার ওপরে সংগ্রহশালাটি রেখে দিবেন। আশা করি আগামীতে একই ভুল করবেন না। ধন্যবাদ। ~ নাহিয়ান আলাপ ০৪:২৪, ১৯ মে ২০২০ (ইউটিসি)
- বুঝতে পেরেছি। ধন্যবাদপরস (আলাপ) ০৪:২৬, ১৯ মে ২০২০ (ইউটিসি)
ক্লাউদিও মোন্তেভের্দি নিবন্ধ প্রসঙ্গে
সম্পাদনাআপনি সম্ভবত ইংরেজি নিবন্ধ থেকে যান্ত্রিক অনুবাদ করে এখানে যোগ করেছেন। এরকম করে যান্ত্রিক অনুবাদ করে তৈরি করা নিবন্ধের বাংলা ভাষার মান খুবই নিম্ন হয়। দয়া করে নিবন্ধ তৈরি করার আগে নিজের কম্পিউটারে ভাষা সংশোধন করে নিয়ে তবেই এখানে যোগ করুন। নইলে এগুলি বেশিরভাগই মুছে দিতে হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:২৪, ২৪ মে ২০২০ (ইউটিসি)
- আমি দুঃখিত পরবর্তীতে আমি সঠিক ভাবে অনুবাদ করব।পরস (আলাপ) ০৪:২৭, ২৪ মে ২০২০ (ইউটিসি)
- আপনি আপাতত নিবন্ধ অনুবাদ থেকে বিরত থাকুন, কেননা এ পর্যন্ত আপনার করা অনুবাদগুলি যান্ত্রিক, আনাড়ি ও ভুলত্রুটিতে ভর্তি। সেগুলি আগে ঠিক করতে হবে। দয়া করে একটিমাত্র নিবন্ধের উপরে কাজ করুন। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৪৯, ২৪ মে ২০২০ (ইউটিসি)
- দয়া করে নিজে ট্যাগ অপসারণ করবেন না। আপনি নিবন্ধের রচনা সংশোধন বা অনুবাদের উন্নতি সাধন করার পরে আরেকজন ব্যবহারকারী বা প্রশাসক সেটা পর্যালোচনা করে ট্যাগ অপসারণ করবেন। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৫৮, ২৪ মে ২০২০ (ইউটিসি)
- আমি দুঃখিত পরবর্তীতে আমি সঠিক ভাবে অনুবাদ করব।পরস (আলাপ) ০৪:২৭, ২৪ মে ২০২০ (ইউটিসি)
হুম বুঝতে পারছি, কিন্তু আপনার ট্যাগ লাগানো কিছু নিবন্ধন ঠিক করছি এখন নিবন্ধন গুলো আপনার কাছে ঠিক মনে হলে ট্যাগ উঠিয়ে নিন। ধন্যবাদ পরস (আলাপ) ০৫:২৮, ২৪ মে ২০২০ (ইউটিসি)
- এত সহজে ট্যাগ উঠানো হবে না। এটা কোনও সম্পাদনা সম্পাদনা খেলা নয়, যে সামান্য দুই-একটি সংশোধন করলেন আর তাতেই ট্যাগ উঠিয়ে দেওয়া হবে। প্রতিটি নিবন্ধে বহু ভুলত্রুটি আছে। আপনি এখন একটিমাত্র নিবন্ধ নিয়ে কাজ করুন। আমাকে জানান কোন্টি নিয়ে কাজ করছেন। আমি কয়েকদিন পরে সেটা দেখব। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:৫৮, ২৪ মে ২০২০ (ইউটিসি)
- আমি সামুদ্রিক চাষ নিবন্ধন নিয়ে কাজ করব আপনি যেদিন নিবন্ধন টি দেখবেন আমাকে জানাবেন আমি তারপর আরেকটা শুরু করব।পরস (আলাপ) ০৬:০১, ২৪ মে ২০২০ (ইউটিসি)
- ঠিক আছে। আমার মনে হয় ওটা সামুদ্রিক চাষ না হয়ে "সামুদ্রিক শৈবাল চাষ" জাতীয় কিছু হবে। আপনি আপাতত নিজস্ব খেলাঘরে ওটা নিয়ে লিখুন। আমাকে জানালেই আমি দেখে দিব। আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ। --অর্ণব (আলাপ | অবদান) ১৩:২৩, ২৪ মে ২০২০ (ইউটিসি)
- আমি সামুদ্রিক চাষ নিবন্ধন নিয়ে কাজ করব আপনি যেদিন নিবন্ধন টি দেখবেন আমাকে জানাবেন আমি তারপর আরেকটা শুরু করব।পরস (আলাপ) ০৬:০১, ২৪ মে ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় পরস, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ
সম্পাদনাসুপ্রিয় পরস,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
সম্পাদনাপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
সম্পাদনাপ্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৪, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)