ব্যবহারকারী:TS Sadman/ফ্রিস্টাইল কুস্তি

ফ্রি-স্টাইল কুস্তি

সম্পাদনা

ফ্রি-স্টাইল কুস্তি বা “মুক্তকৌশল কুস্তি” কুস্তির এক প্রকার ধরন, যেটার চর্চা বিশ্বব্যাপী করা হয়। গ্রিক-রোমান কুস্তির পাশাপাশি এই কুস্তিও অলিম্পিক গেমসে খেলা হয়ে থাকে।

কলেজিয়েট কুস্তির মত ফ্রি-স্টাইল কুস্তিতেও কোমরে ধরার উপর বেশি জোর দেওয়া হয়, আর উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষকে মাটিতে নিক্ষেপ করার মাধ্যমে পিন অর্জন করাই প্রধান লক্ষ্য থাকে, যার মাধ্যমে সাথে সাথে বিজয় অর্জন করা যায়। গ্রিক-রোমান কুস্তির সাথে এর মূল পার্থক্য হলো, ফ্রি-স্টাইল কুস্তিতে প্রতিপক্ষের পা ধরে আক্রমণ কিংবা প্রতিরক্ষা করা যায়। প্রচলিত কুস্তি, জুডো, স্যাম্বো এসব খেলার কৌশলও ফ্রি-স্টাইল কুস্তিতে ব্যবহার করা হয়ে থাকে।

বিশ্ব কুস্তি সংঘের মতে, ফ্রি-স্টাইল কুস্তি আন্তর্জাতিকভাবে চর্চাকৃত প্রধান চারটি অপেশাদার প্রতিযোগিতামূলক কুস্তির একটি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০২০ সাল নাগাদ এই খেলাটিকে অলিম্পিক গেমস থেকে বাদ দিতে চাইলেও পরবর্তীতে সেই সিদ্ধান্তের বিপক্ষে রায় দেওয়া হয়।

চিত্র:Https://up.wiki.x.io/wikipedia/bn/a/a1/ফ্রি-স্টাইল কুস্তি.jpg
ইউএস প্রতিরক্ষা বাহিনীর দুজন সদস্য ফ্রি-স্টাইল কুস্তি খেলারত অবস্থায়


ইতিহাস

সম্পাদনা

বিশ্ব কুস্তি সংস্থার তথ্য অনুযায়ী, কুস্তির এ ধরনটি গ্রেট ব্রিটেনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম চর্চিত হতে থাকে। আমেরিকার বিভিন্ন প্রেসিডেন্ট এই ফ্রি-স্টাইল কুস্তির চর্চা করেছেন, যাদের মাঝে ছিলেন জর্জ ওয়াশিংটন, জ্যাকারি টেইলর, আব্রাহাম লিংকন, জ্যাকারি টেইলর, থিওডোর রুজভেল্ট প্রভৃতি। গৃহযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।


সেন্ট লুইস, মিসৌরিতে অনুষ্ঠিত ১৯০৪ সালের অলিম্পিক_ক্রীড়া_প্রতিযোগিতা এ সর্বপ্রথম ফ্রি-স্টাইল কুস্তি সংযোজন করা হয়।


তথ্যসূত্রঃ

সম্পাদনা

১. http://www.fila-official.com/index.php?option=com_content&task=view&id=33&Itemid=75

২. https://en.wiki.x.io/wiki/Freestyle_wrestling

৩. http://www.espn.in/skiing/wrestling/story/_/id/8939185/ioc-drops-wrestling-2020-olympics

৪. http://espn.go.com/olympics/story/_/id/9650530/wrestling-gets-reinstated-2020-olympics