ব্যবহারকারী:Owais Al Qarni/কাজের তালিকা
- আতাউল্লাহ, কারী (৭ মে ২০১৫)। "স্মরণ: হজরত হাফেজ্জী হুজুর (রহ.)"। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- আতাউল্লাহ, হাফেজ (২৬ জুন ২০১৫)। "হাফেজ্জী হুজুর (রহ.)-এর জীবনে রমজান"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- আলদীন, আনোয়ার (২৮ জুন ২০১৩)। "হযরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর নছিহতনামা"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- আসলাম, আসিফ (১৬ মার্চ ২০১৮)। "বেশিরভাগ আলেম মুক্তিযুদ্ধের বন্ধু ছিলেন"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- আহসান, নাজমুল (৯ নভেম্বর ২০১৮)। "হোয়াট রকস হেফাজত'স বোট?"। ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- এরশাদ হোসেন আজাদ, মো. আলী (২৮ জুন ২০১৯)। "আলেমদের জীবন ও কর্মের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই!"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- কিসমতী, জুলফিকার আহমদ (২২ আগস্ট ২০১০)। "সংগ্রামী সাধক পীর মাওলানা হাফেজ্জী হুজুর"। দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- খলিল, ইবরাহীম (৩ মার্চ ২০১৯)। "লালবাগ মাদরাসা: দেশের দ্বীনি শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান"। দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- খালিদ হোসেন, আ ফ ম (২৯ ডিসেম্বর ২০২০)। "মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী মূল্যবোধ"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- জহীর ইবনে মুসলিম, মুফতি (১৪ মার্চ ২০১৪)। "বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আলেমসমাজের ভূমিকা"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- জাফরুল্লাহ খান, মুহাম্মদ (১৪ জুন ২০১৭)। "হযরত হাফেজ্জী হুজুর রহ."। ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- ডেস্ক, ইসলাম ও জীবন (২৬ অক্টোবর ২০১৮)। "দ্বীন ও তাবলিগ নিয়ে হাফেজ্জী হুজুরের নসিহত"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- তাশরীফ, আবু (মে ২০০৮)। "অ ব মা ন না : হাফেজ্জী হুজুর রহ.কে বলা হল যুদ্ধাপরাধী!"। মাসিক আল কাউসার। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- পারভেজ, আলতাফ (৯ ডিসেম্বর ২০১৮)। "'ইসলামি রাজনীতি' যেখানে থমকে আছে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- বিন মুজাহির, এহসান (১৯ ডিসেম্বর ২০২০)। "মুক্তিযুদ্ধে আলেম সমাজের অবদান"। দৈনিক জনতা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- মাসুদ মোস্তফা, সৈয়দ (১২ মার্চ ২০১৭)। "ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্ব"। দৈনিক জনতা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- রয়, রাজিব কান্তি (১৪ ডিসেম্বর ২০১৮)। "ইসলামিক পলিটিক্যাল পার্টিস: দিয়্যার রোল প্রোসপেক্টস"। ডেইলি সান। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- রিপোর্টার, স্টাফ (৫ এপ্রিল ২০১৭)। "শাহরিয়ার কবির ও মুনতাসির মামুনের তওবা করা উচিত-প্রবাসী ইমাম সমিতির বিবৃতি"। ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- হাফেজ্জী, আতাউল্লাহ (৯ মে ২০১৪)। "বাংলার আলোকিত ব্যক্তিত্ব হজরত হাফেজ্জী হুজুর (রহ.)"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- আখতার ফারূক, অধ্যাপক (১৯৮৩)। মধ্যপ্রাচ্যে হাফেজ্জী হুজুর। প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা: হিজবুল্লাহ প্রকাশনী। পৃষ্ঠা মোট ১৭০।
- আমীরুল ইসলাম, মাওলানা (২০১২)। (হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.)। সোনার বাংলা হীরার খনি ৪৫ আউলিয়ার জীবনী। ৫০, বাংলাবাজার, ঢাকা: কোহিনূর লাইব্রেরী। পৃষ্ঠা ৮৪—৮৯।
- আহসান সাইয়েদ, ড. (২০০৬)। বাংলাদেশে হাদিস চর্চা উৎপত্তি ও ক্রমবিকাশ। ১৯ সেগুনবাগিচা, ঢাকা-১০০০: অ্যাডর্ন পাবলিকেশন। পৃষ্ঠা ২৪৪। আইএসবিএন 9789842005602।
- এস এম আমিনুল ইসলাম, মাওলানা; ইসলাম, সমর (জানুয়ারি ২০১৪)। (মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী রহঃ)। বাংলার শত আলেমের জীবনকথা। বাংলাবাজার,ঢাকা-১১০০: বইঘর। পৃষ্ঠা ২২২—২৩৩। আইএসবিএন 9847016800481।
- গিয়াসুদ্দীন আহমদ, অধ্যাপক (২০১৯)। বাংলার চার মনীষী (একান্ত সান্নিধ্যের স্মৃতি)। ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুল আশরাফ। পৃষ্ঠা মোট ২৮০।
- জয়নাল, সালাহ উদ্দীন; হামিদী, মুজিবুর রহমান (২০০৮)। আমিরে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.। ১১ /১ ইসলামী টাওয়ার, বাংলাবাজার ঢাকা: বিশ্বকল্যাণ পাবলিকেশন্স। পৃষ্ঠা মোট ৮০।
- জাফর, আবু (২০১৭)। ভারতীয় উপমহাদেশের সুফি-সাধক ও ওলামা মাশায়েখ। বাংলাবাজার, ঢাকা: মীনা বুক হাউস। পৃষ্ঠা ৬৩—৬৭। আইএসবিএন 9789849115465।
- তওফীকুর রহমান, ড. তারেক মুহাম্মদ। বাংলাদেশের রাজনীতিতে আলিমসমাজ : ভূমিকা ও প্রভাব (১৯৭২—২০০১)। ঢাকা: একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স লাইব্রেরি।
- উসমানি, তাকি (২০১২)। বরেণ্যদের স্মৃতিচারণ। খান, মুহিউদ্দিন কর্তৃক অনূদিত। বাংলাবাজার, ঢাকা-১১০০: মাকতাবাতুল আশরাফ। পৃষ্ঠা ২৮৭। আইএসবিএন 9789848950241।
- নাসীম আরাফাত, মাওলানা (২০২০)। আমীরে শরীয়ত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.। ১১/১, ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা ১১০০: মাকতাবাতুল হুদা আল ইসলামিয়া। পৃষ্ঠা মোট ৩৬৮।
- নিজামপুরী, আশরাফ আলী (২০১৩)। (মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী রহ.)। দ্যা হান্ড্রেড (বাংলা মায়ের একশ কৃতিসন্তান) (১ম সংস্করণ)। হাটহাজারী, চট্টগ্রাম: সালমান প্রকাশনী। পৃষ্ঠা ১৩৬—১৪০। আইএসবিএন 112009250-7।
- পাটওয়ারী, মো. এনায়েত উল্যা (২০১৪)। বাংলাদেশে ইসলামী রাজনীতির তিন দশক (পিডিএফ)। ৪২/২ ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০: অসডার পাবলিকেশন্স। আইএসবিএন 978-984-90583-0-4।
- ফখরুল ইসলাম, মুফতি (২০১২)। কারামতে হাফেজ্জী হুজুর রহ.। ঢাকা, বাংলাদেশ: জাবালে নূর প্রকাশনী।
- ফরিদুদ্দিন, মুহাম্মদ (২০১৭)। মাশায়েখে হুফফায। বাংলাদেশ: তাহফীযুল কুরআন পাবলিকেশন। পৃষ্ঠা ৭৪—৭৯।
- ফরিদ উদ্দিন আত্তার, মাওলানা (২০১৩)। শাহজাহান খান, মুহাম্মদ, সম্পাদক। তাযকিরাতুল আউলিয়া। বাংলাবাজার, ঢাকা: সিদ্দিকীয়া পাবলিকেশন্স। পৃষ্ঠা ৪৫২—৪৫৭। আইএসবিএন 9848910557।
- মাযহারুল ইসলাম ওসমান কাসেমী, মুফতী (২০১৫)। (আমীরে শরিয়ত হযরত মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর রহ.)। বিখ্যাত ১০০ ওলামা-মাশায়েখের ছাত্রজীবন (৩য় সংস্করণ)। ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা ১১০০: বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স। পৃষ্ঠা ৮৫। আইএসবিএন 98483916605।
- মুহাম্মদ আবদুল হক, মাওলানা (২০১৮)। হযরত হাফেজ্জী হুযুর রহ. জীবনী। ১১/১ ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুত তাকওয়া। পৃষ্ঠা মোট ১৯২।
- মোঃ খালেদ, মাওলানা (২০০৯)। ছোটদের হাফেজ্জী হুজুর রহ.। ১১, বাংলাবাজার, ঢাকা-১১০০: মমতাজ লাইব্রেরি। পৃষ্ঠা মোট ৯৬। আইএসবিএন 9847025000155।
- শেখপুরী, মুহাম্মদ আসলাম (১৯৯৯)। বড়দের ছেলেবেলা। সিদ্দিকুর রহমান, হাসান কর্তৃক অনূদিত। ১১, বাংলাবাজার, ঢাকা-১১০০: মাকতাবাতুল আশরাফ। পৃষ্ঠা ৯৮—১০৬। আইএসবিএন 984-8291-35-0।
- হাফেজ্জী হুজুর রহ. স্মারক গ্রন্থ। হাফেজ্জী হুজুর রহ. পরিষদ। ২০০৫। পৃষ্ঠা মোট ১১০৪।
- হাবিবুর রহমান, মুহাম্মদ (২০০৯)। আমরা যাদের উত্তরসূরী (শতাধিক পীর-মাশায়েখ ও উলামায়ে কেরাম এর জীবন ও কর্ম)। ঢাকা, বাংলাদেশ: আর কাউসার প্রকাশনী। পৃষ্ঠা ২৬১।
- আলম, মোঃ মোরশেদ (২০১৪)। "হাদীস শাস্ত্র চর্চায় বাংলাদেশের মুহাদ্দিসগণের অবদান"। পিএইচডি অভিসন্দর্ভ, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়: ১১৮, ১১৯। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২১।
- আহমেদ, এমাজউদ্দীন; নাজনিন, ডি.আর.জে.এ. (১৯৯০)। "ইসলাম ইন বাংলাদেশ : রিভাইভালিজম অর পাওয়ার পলিটিক্স"। এশিয়ান সার্ভে। ৩০ (৮): ৭৯৫–৮০৮। আইএসএসএন 0004-4687। জেস্টোর 2644499। ডিওআই:10.2307/2644499।
- আহসান, মোহাম্মদ কামরুল (২০০৮)। "বাংলাদেশে ইসলাম প্রচারে আলেম সমাজের ভূমিকা (১৯৪৭—১৯৯৫)"। পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- ইসলাম, মু. নজরুল (২০১৭)। "গড ইন পলিটিক্স : ইসলামিজম এন্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ"। পিএইচডি অভিসন্দর্ভ, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- ছরোয়ার, মুহাঃ গোলাম (২০১৪)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"। পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়: ১২১,১২২। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- মিঞা, সালেহ আহমদ (২০১৭)। "আত্মশুদ্ধি ও নৈতিক উৎকর্ষ সাধনে সুফিবাদ চর্চা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ"। পিএইচডি অভিসন্দর্ভ, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়: ১৬২—১৬৩। সংগ্রহের তারিখ ২ জুন ২০২১।
- রহমান, এস.এম. মফিজুর (২০১৯)। "বাংলাদেশে রাজনীতি ও ধর্ম (১৯৭১-২০০৮) : একটি বিশ্লেষণ"। পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- সাঈদুর রহমান, মোহাম্মদ (২০০২)। পিএইচডি অভিসন্দর্ভ। "মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) : তাঁর রাজনীতি ও সমাজ সংস্কার"। ঢাকা বিশ্ববিদ্যালয়।