কাউকে অপমান করার মধ্যে অদৌ কোন কৃতিত্ব নেই, বরং সম্মানিত করাটাই কৃতিত্ব ও সৎ গুণাবলির পরিচায়ক।

কিশোর স্বপ্ননীল


আমি, কিশোর স্বপ্ননীল। জন্মেছি বাংলাদেশের ফেনী জেলায়। আমি গনিতে গ্রাজুয়েট। এইটাই আমার বায়ো।

আমি প্রায়শই স্বপ্ন শূন্যতায় ভুগি। নীল স্বপ্ন আমার সঙ্গ তাড়া করে বেড়ায়। নিজেকে তাই ছদ্মনামের অন্তরালে রাখতে পছন্দ করি।হ্যাঁ, কিশোর স্বপ্ননীল আমার সাহিত্যিক ছদ্মনাম।

আমি টুকটাক লেখালেখি করতে ভালোবাসি, এবং অধিকাংশ সময় সেটা আমার ডায়েরীর পাতাতেই সীমাবদ্ধ থেকে যায়।

আমি ভ্রমণপিপাসু মানুষ।প্রচুর ঘুরাঘুরি করি, তবে ভবঘুরে নই। দেশভ্রমণ আমার উচ্চাকাংখা। ইচ্ছা আছে একদিন সমগ্র বাংলাদেশ ঘুরে দেখব।

আমি বই পড়তে ভালোবাসি। তবে বইয়ের পোকা এখনো হতে পারিনি। সাহিত্য এবং গণিতের প্রতি আমার আগ্রহ শৈশব থেকেই।

কৌতুহলবশত উইকিপিডিয়ায় একাউন্ট খুলেছিলাম।কিন্তু বর্তমানে উইকিতে সম্পাদনা করাটা নেশার পর্যায়ে পৌঁছে গেছে। উইকিতে মাত্রাতিরিক্ত আসক্তির ফলে, উইকি সম্পাদনায় আমি পৈশাচিক আনন্দ পেয়ে থাকি..........

এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ১০ বছর, ৯ মাস ও ৬ দিন
১,১০০+এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় ১,১০০টিরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন। এর ফলে সামান্য উন্মাদ হতে পারেন।
Face-smile
এই ব্যবহারকারী উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটির একজন!
বানাণ
বানান
এই ব্যবহারকারী উইকিপ্রকল্প বানানের একজন সদস্য
এই অবদানকারী একজন পুরুষ
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।