ব্যবহারকারী:Joyonto Chakraborty/খেলাঘর

রবি বর্মা কইল থাম্পুরান
জন্ম(১৮৪৮-০৪-২৯)২৯ এপ্রিল ১৮৪৮[][]
মৃত্যু২ অক্টোবর ১৯০৬(1906-10-02) (বয়স ৫৮)
পেশাচিত্রশিল্পী
স্বাক্ষর

রাজা রবি বর্মা, কিলিমানোর কইল থাম্পুরান[][] (২৯ এপ্রিল ১৮৪৮—২ অক্টোবর ১৯০৬) বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ছিলেন। ভারতীয় ইতিহাসের নানাক্ষেত্রে বিচরণের জন্য তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে গণ্য করা হয়। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। এছাড়া রাজা রবি লিথোগ্রাফিতে অনেক দক্ষ ছিলেন। যা তাকে আরো বেশি সুপরিচিত করে তোলে। তার চিত্রশিল্প থেকে পরে অনেকেই আকৃষ্ট এবং অনুপ্রাণিত হয়েছিলেন। এছাড়া হিন্দু দেব-দেবী এবং পুরাণের উপর তার সৃষ্টিকর্মগুলো তাকে আরো বেশি বিখ্যাত করে তোলে।[তথ্যসূত্র প্রয়োজন] রাজা রবি বর্মা ত্রবনকোরের (বর্তমানে কেরালা) সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য ছিলেন।

  1. Joshi, Om Prakash (১৯৮৫)। Sociology of Indian art। Rawat Publications। পৃষ্ঠা 40। 
  2. K.R.N. Swamy (২৮ এপ্রিল ২০০২)। "A great painter, no doubt, but controversial too"। Spectrum–The Tribune। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  3. http://www.culturalindia.net/indian-art/painters/raja-ravi-varma.html
  4. Nagam Aiya, The Travancore State Manual
  5. "Restoring works of art"। The Hindu। ১৮ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫