ব্যবহারকারী:Fahim Ahmed Wiki/প্রতিসরাঙ্ক
প্রতিসরাঙ্ক
সম্পাদনাপ্রতিসরাঙ্ক হল আলোর বেঁকে যাওয়ার পরিমাপ।
কোন নির্দিষ্ট মাধ্যমে আলো সরলরেখায় চলে। কিন্তু মাধ্যম পরিবর্তনের সময় অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলো তার দিক পরিবর্তন করে; একে বলা হয় আলোর প্রতিসরণ। এসময় আলো কি পরিমাণ বেঁকে যায় তার পরিমাপ হল প্রতিসরাঙ্ক।
প্রতিসরাঙ্কের মান দুটি বিষয়ের উপর নির্ভর করেঃ
- আলোর রঙ, কোন রঙের আলো প্রবেশ করছে, যেমনঃ লাল রঙের আলো প্রবেশ করছে
- মাধ্যমদ্বয়, কোন মাধ্যম থেকে আলো কোন মাধ্যমে প্রবেশ করছে, যেমনঃ বায়ু মাধ্যম থেকে আলো পানি মাধ্যমে প্রবেশ করছে
ধরি, লাল রঙের আলো a মাধ্যম হতে b মাধ্যমে প্রবেশ করল। এক্ষেত্রে আলোর বেকে যাওয়ার পরিমাণ বা প্রতিসরাঙ্ক হলঃ
\left ( \frac{V_a}{V_b} \right )
যেখানে,
- V_a মাধ্যমে আলোর বেগ
- V_b মাধ্যমে আলোর বেগ