ব্যবহারকারী:DeloarAkram/বিজিপাতা ৪৮
ফালসাফাতুত তাআদ্দুদ ফি যাওয়াজি নাবিয়িল ইসলাম (আক্ষ. 'ইসলামের নবীর বিবাহে বহুবিবাহের দর্শন') কুর্দি লেখক এবং ইরাকি গবেষক ড. হাওয়ার ব্লু কর্তৃক লিখিত একটি সীরাত গ্রন্থ। গ্রন্থটি ২০০৮ সালে ইরাকের দোহুকের হাওয়ার প্রেস প্রকাশিত হয়েছে। লেখক ইরাকের দোহুক প্রদেশের অধিবাসী।[১]
লেখক এই গ্রন্থে নবী মুহাম্মদ-এর বহুবিবাহের বিষয়টি ঐতিহাসিক বিশ্লেষণের ভিত্তিতে আলোচনা করেছেন। তিনি তার গ্রন্থে নবীজির বিবাহে বহুবিবাহের প্রয়োজনীয়তা ও কারণসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। গ্রন্থটি সীমিত সংখ্যক স্থানীয় সংস্করণে প্রকাশিত হয় এবং এটি আরবি ভাষার বিভিন্ন ফোরামে ধারাবাহিক পর্বে প্রকাশিত হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "رابطة أدباء الشام - الحوار الإسلامي مع الغرب المسيحي"। www.odabasham.net। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৩।