ব্যবহারকারী:Competitive Bengali by Goutam Roy/খেলাঘর

কারক

১. অকারক পদ কাকে বলে ?

উঃ বাক্যে এমন কিছু পদ থাকে, ক্রিয়াপদের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, অথচ বাক্যস্থিত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক আছে । এই পদগুলিকে বলা হয় অকারক পদ।

২. নির্দেশকের কাজ কী ?

উঃ নির্দেশকের কাজ হল বিশেষ্য, বিশেষণ কিংবা সংখ্যাবাচক বিশেষণের পরে যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণকে বিশেষভাবে নির্দেশিত করা।

৩. সম্বন্ধপদকে কারক বলা হয় না কেন ?

উঃ কারকের প্রথম শর্ত হল বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের প্রত্যক্ষ সম্পর্ক থাকতে হবে । সম্বন্ধপদ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত নয় বলে একে কারক বলা যায় না।

৪. দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে ?

উঃ যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। যেমন- আমি তোমাকে বইটা দিলাম ।

৫. সম্বন্ধপদ সম্বোধন পদের মধ্যে একটি পার্থক্য লেখো।

উঃ সম্বন্ধ পদগুলি সাধারণত 'র' বা 'এর' বিভক্তি যুক্ত হয়। যেমন- হাতের ( হাত + এর)  পাঁচ। কিন্তু সম্বোধন পদ সচরাচর 'শূন্য' বিভক্তি যুক্ত হয় । যেমন- মহাশয়, আমরা বহুকালের অসভ্য জাতি।

৬. সম্বোধন পদ কাকে বলে ?

উঃ যে পদ দ্বারা কাউকে ডাকা হয়, বা কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, সেই পদকে বলা হয় সম্বোধন পদ।

Edited by Goutam Roy