ব্যবহারকারী:Babul Akter Khan/সাতবাড়ীয়া জমিদার বাড়ী
সাতবাড়ীয়া জমিদার বাড়ী | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
ঠিকানা | সাতবাড়ীয়া |
শহর | শাহজাদপুর সিরাজগঞ্জ |
দেশ | বাংলাদেশ |
উন্মুক্ত হয়েছে | ১৯ শতকের প্রথম ভাগ |
স্বত্বাধিকারী | জমিদার শ্রীযুক্ত মুন্সী মেহের উল্লা খান পন্নী |
বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নে সাতবাড়ীয়া জমিদার বাড়ি অবস্থিত। জমিদার শ্রীযুক্ত মুন্সী মেহের উল্লা খান পন্নী শাহজাদপুর ও উল্লাপাড়ার বেশ কয়েকটি মৌজার জমিদারী করেন। এটি এখন খা বাড়ি নামে পরিচিত।
ইতিহাস
সম্পাদনাজমিদার মুন্সী মেহের উল্লা খান আনুমানিক ১৮৬৬ সালে নওকৈর খা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিদু খা। কৈশোরে পিতার মৃত্যুতে নানার বাড়ি শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নের সাতলাঠি’তে বড় হন। সুশ্রী চেহারার মেহের খা কুঠি সাতবাড়ীয়ার এক ধনাঢ্য পরিবারে বিয়ে করেন এবং এখানেই বসবাস শুরু করেন। ১৯৪২ সনে শাহজাদপুর থানাধীন পরগনা ইসুফশাহীর অন্তর্গত জমিদার শ্রীযুক্ত জগদীশ চন্দ্র সিকদার এর নিজ নামীয় ও ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমিদারীর মোট আটটি তৌজি মুন্সী মেহের উল্লাা খান ৩০০ টাকায় ক্রয় করেন। তৌজিগুলো হলো শাহজাদপুর থানাধীন মাকরকোলা, পাড়কোলা, চান্দর আজিজ চান্দর, দারিয়াাপুর, মনিরামপুর, বিলকলমী, কায়েমপুর ও উল্লাপাড়া থানাধীন খিদ্র মনোহরা।[১]
১৯৫১ সনের ৩০ মে তারিখে জমিদার মুন্সী মেহের উল্লা খান পাবনা সেটেলমেন্ট ৩১৯,৩২৩ ও ৩২৫ নং খতিয়ানে উল্লেখিত সম্পত্তি নিলামে ক্রয় করেন। জমিদারী পরিচালার কাজে তিনি অত্যন্ত চৌকষ ছিলেন।[২]
তৎকালীন সময়ে জমিদার কর্তৃক প্রজা নিপীড়নের ইতিহাস থাকলেও মেহের খা ছিলেন এর বিপরীত। তিনি একজন জনহিতৈষী ও প্রজাবৎসল মুসলিম জমিদার ছিলেন। জমিদার হয়েও তিনি অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন। একারনে তিনি তার বাড়িতে কোন অট্টালিকা তৈরি করেননি। তিনি প্রায় ১১ বছর জমিদারী করেন। অবশেষে ১৯৫৩ সালে সরকারি আইন প্রয়োগের মাধ্যমে তার জমিদারী বিলুপ্ত হয়। শতাধিক বছর বয়সে আনুমানিক ১৯৬৭ সালে তিনি মারা যান। মৃত্যুর পুর্বে তিনি তার নিকট আত্মীয়-স্বজন, এতিম ও গরীবদের মাঝে নিজ নামীয় সম্পত্তির বেশির ভাগই মৌখিক দান করে গেছেন।[৩]
জমিদারি এলাকা
সম্পাদনা১০ মার্চ ১৯৪২ সনে জমিদার শ্রীযুক্ত জগদীশ চন্দ্র সিকদার শাহজাদপুর থানাধীন পরগনা ইসুফশাহীর অন্তর্গত তরফ মনিরামপুর দিগর ওয়ারিশসূত্রে রাজস্ব প্রদানে স্বত্তবান মালিক থাকা অবস্থায় শ্রীযুক্ত মুন্সী মেহের উল্লা খান এর নিকট ৩০০ টাকা মূল্যে চারটি তৌজি ও নিজ নামীয় চারটি তৌজি বিক্রয় কবলা করেন[৪]
জমিদার বংশ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "হারিয়ে যাচ্ছে শাহজাদপুরের সাতবাড়ীয়া জমিদার বাড়ি'র ইতিহাস"। চলনবিলের আলো-Best News Portal In Bangladesh (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-২৮। সংগ্রহের তারিখ ২০২০-১২-০২।
- ↑ "Sirajganj News24 | Sirajganj News | Online Newspaper of Sirajganj"। Sirajganj News 24 (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-৩০। সংগ্রহের তারিখ ২০২০-১২-০২।
- ↑ "বিলীনের পথে শাহজাদপুরের সাতবাড়ীয়া জমিদার বাড়ি'র ইতিহাস - Sangshadgallery24Sangshadgallery24"। www.sangshadgallery24.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-০২।
- ↑ "হারিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুরের সাতবাড়ীয়া জমিদার বাড়ি'র ইতিহাস" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০২।