ব্যবহারকারী:Aishik Rehman/পাখির বাচালতা
পাখির বাচালতা পাখির ডাক এবং গানের সাথে সম্পর্কিত। অ-প্রযুক্তিগত ব্যবহারে, পাখির গান মূলত পাখির শব্দগুলিই যা মানুষের কানে সুরেলা মূর্চ্ছনা সৃষ্টি করে। পক্ষীবিজ্ঞান এবং পাখিপালনে, পাখির গান (অপেক্ষাকৃত জটিল আওয়াজ) ও ডাক (অপেক্ষাকৃত সরল আওয়াজ) আলাদাভাবে বিবেচিত হয়।