শুভেচ্ছা রইল এক সাধারন সাদামাটা পাতায় প্রবেশ করার জন্যে, বয়স যাই হোক তরুন ভাবতে পছন্দ করি এবং আঘাত অপেক্ষা আলাপ ও সমঝোতায় বিশ্বাসী। আমি ব্যক্তিগতভাবে বাংলা উইকিপিডিয়াকে আরো সমৃদ্ধশালী দেখতে চাই।
প্রয়োজনীয় পাতাসমূহঃ

উইকিপদক

    দলগত কাজের পদক
    উইকিপিডিয়ায় আপনাকে বিবিসি ১০০ নারী অনলাইন এডিটাথন/২০১৬ এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বিভিন্ন ক্ষেত্রে সফল এবং আলোচিত নারীদের শিরোনামে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Nahid Hossain (আলাপ) ০৭:২২, ৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

    ভদ্রতা পদক
    ভদ্রতা পদক তাকে প্রদান করা হয় যিনি বিতর্কিত ও সংঘর্ষপূর্ণ অবস্থার মাঝেও ভদ্রতা বজায় রাখায় পারদর্শী। উইকিপিডিয়া মনের আনন্দে কাজ করেন সবাই। এখানে জীবন বাজি রেখে আপন মত প্রমান করার কিছুই নেই। আপনার পদচারণায় পূর্ণতা পাক আমাদের প্রিয় উইকিপিডিয়া। ফেরদৌস • ০৯:০৪, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)

    দলগত কাজের পদক
    সুপ্রিয় Abu Sayeem Mahfooz Khan,

    উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৯:৩৪, ২১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)


    নীতিমালা অনুবাদ এডিটাথন পদক
    প্রিয় Abu Sayeem Mahfooz Khan, শুভেচ্ছা নিবেন। আপনি সম্প্রতি অনুষ্ঠিত বাংলা উইকিপিডিয়ার নীতিমালা অনুবাদ সংক্রান্ত এডিটাথনে অংশ নিয়ে নীতিমালা অনুবাদ করেছেন। তাই আপনাকে এই পদকটি দেয়া হল। ভবিষ্যতেও নীতিমালা অনুবাদ করা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনার সম্পাদনা শুভ হোক। --আফতাব (আলাপ) ২২:১৯, ৩০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)


Extended content
এই ব্যবহারকারী একজন মুসলিম
ব্যবহারকারীর প্রিয় ব্যাক্তিত্ব মুহাম্মাদ (সঃ)
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
উইকিপিডিয়া এশীয় মাসএই ব্যবহারকারী উইকিপিডিয়া এশীয় মাসে অবদান রেখেছেন।
এই ব্যবহারকারীর প্রিয় কবি কাজী নজরুল ইসলাম


এই ব্যবহারকারী বি এল কলেজের প্রাক্তন শিক্ষার্থী।


এই ব্যবহারকারী মরণশীল
ব্যবহারকারীর গল্প বলার দক্ষতা আছে।
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
এই ব্যবহারকারী লিখতে ভালবাসেন
এই ব্যবহারকারী কফি পান করতে পছন্দ করেন।
ব্যবহারকারী শীতের কুয়াশা ভালবাসেন
এই ব্যবহাকারীর পাহাড়ের প্রতি দুর্বলতা রয়েছে
এই ব্যবহারকারী শীতল আবহাওয়া পছন্দ করেন।
এই ব্যবহারকারী বৃষ্টির দিন ভালবাসেন।
ব্যবহারকারী রেলগাড়ি ভ্রমন খুবই পছন্দ করেন
১,০০০+এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় ১,০০০টিরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন। এর ফলে সামান্য উন্মাদ হতে পারেন।
এই ব্যবহারকারী একজন টুইংকল দিয়ে নতুন পাতাসমূহে টহলদানকারী!
এই ব্যবহারকারী টুইংকল এর সঙ্গে সাম্প্রতিক পরিবর্তনসমূহের একজন টহলদানকারী !