ব্যবহারকারী:জাকির হুসেন/খুকশিয়া
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়ন এর একটি সুন্দর গ্রাম খুকশিয়া। এটি সূতিয়া নদীর দক্ষিণ পাড় ঘেষে গড়ে উঠেছে। এটি ময়মনসিংহ-মুক্তাগাছা মহাসড়কের মনতলা ব্রীজ হইতে ৬ কিঃমিঃ দক্ষিণ-পূর্বে অবসিথত। খুকশিয়া বাজার থেকে পশ্চিম দিকে পশ্চিম পাড়া,পূর্ব দিকে পূর্ব পাড়া,দক্ষিণ দিকে টিলাপাড়া এবং উত্তর দিকে হারটি গ্রাম অবস্থিত। এই গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,মাদরাসা ও হাসপাতাল রয়েছে। গ্রামের প্রত্যেক পাড়ায় বিদ্যুৎ রয়েছে। তাই আধুনিক গ্রামে যে সকল সুযোগ-সুবিধা পাওয়া যায় তার সবকিছুই এই গ্রামে বিদ্যমান। শিক্ষার হার অন্যান্য গ্রামের তুলনায় বেশি। মানুষজন সচেতন হওয়ায় বিদ্যালয়গামি ছাএের সংখ্যা বাড়ছে। শুধু তাই নয়,বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাএের সংখ্যাও বেড়ে চলেছে। বিশ্বরোড থেকে বাজার পর্যন্ত পাকা রাস্তা হওয়ায় মোটরগাড়ীর ব্যবহার বাড়ছে।