ব্যবহারকারী:এনায়েত মনির/খেলাঘর
😐২০২০ সাল।
দুপুর 2 টা। অবস্থা বেশি খারাপ হওয়ার আগেই অাল্লাহ একটা পথ খুজে বের করে দিয়েছেন, আমার এই ২৮ বছরে জীবন যাপন এর অভিজ্ঞতায় হাজার বার পেয়েছি।
আমি সবসময় নিজের ভালো লাগা কেই খুঁজে নিয়েছি, তার জন্যে আমাকে অনেক চক্র মেনে এগিয়ে যেতে হয়েছিল, জীবনের এই চালেঞ্জে অনেক সম্ভবাভনার নিথর পরাজয় দেখেছি,* তবে আমি সবসময় নিজের ভালো লাগছে তাঁর সঙ্গে যুক্ত থেকেছি।
এটা আমার সত্তা, ভবিষ্যতের পরিবর্তিন ত আল্লাহর হুকুমে হয়, তিনি জানেন কার সময় কোনটা।
ক্যারিয়ার আমার প্রথম থেকেই ছিল চালেঞ্জিং।