ব্যবহারকারী:আহমাদ ইশতিয়াক/শর্শদি মদ্রাসা মসজিদ
বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে স্থাপত্য কলার অপূর্ব নিদর্শন সমৃদ্ধ অসংখ্য মসজিদ। নানা কালে নানা শতাব্দিতে নির্মিত এই মসজিদ সমূহ বহন করে বাংলার ঐতিহ্যবাহী অমূল্য ইতিহাস, ঐতিহ্য, শিল্প।
শর্শদি মাদ্রাসা মসজিদ ১১০০ হিজরির প্রথম ভাগে নির্মিত হয়। বীর মুজাহিদ মোহাম্মদ আলী চৌধুরী এই মসজিদ টি নির্মাণ করেন। প্রায় ৩৫০ বছর আগের এই মসজিদ টির গায়ে লতা পাতা দিয়ে অঙ্কন করা হয়েছে সুনিপুন হাতে। গম্বুজের নিচে রয়েছে শৈল্পিক আবহ। দারুন কারুকার্যময় এই মসজিদের সম্মুখে দুপাশে রয়েছে দুটি ক্ষুদ্র আকৃতির মিনার। ৩ টি গম্বুজ বেষ্টিত এই মসজিদের আয়তন খুবই স্বল্প। এক সাথে ২০ থেকে ২৫ জন মুসল্লি নামাজ পড়তে পারেন এই মসজিদে।
ফেনী জেলা সদরের শর্শদি ইউনিয়নের শর্শদির দারুল উলুম জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় এই মসজিদ টি অবস্থিত।