ব্যবহারকারী:আবু সালেহ/খেলাঘর
নিঃস্বার্থ বন্ধু আবু সালেহ
জীবন পথে চলতে গিয়ে বন্ধু পাবে কত আপন ভেবে বলবে তুমি মনের কথা কত। দঃখ সুখের সকল কথা যায়না সবার বলা সকল সাথীর সাথেও আবার যায়না সদা চলা। কিছু মানুষ হৃদয় মাঝে এমন ভাবে গাঁথে ভাববে তুমি জীবন মরণ লেখা একই সাথে। তারাও কিন্তু কষ্ট দিবে দুঃখ দিবে মনে ব্যাথায় কাতর হৃদয় তোমার কাঁদবে ক্ষনে ক্ষনে। কল্পনা যা করোনি তাহা ঘটবে বারে বার আপন জনের আঘাত তুমি পাবে উপহার। নিঃস্বার্থ এক বন্ধু তোমায় ডাকছে শোন ওই জীবন বন্ধু বানাও তুমি তোমার পাঠের বই।