ব্যবহারকারী:অসীম ঘোষাল/খেলাঘর
এটি অসীম ঘোষাল-এর ব্যবহারকারী খেলাঘর। ব্যবহারকারী খেলাঘর হচ্ছে ব্যবহারকারী'র ব্যবহারকারী পাতার একটি উপপাতা। এটি ব্যবহারকারীর জন্য একটি তৎক্ষণাৎ পরীক্ষা এবং পাতা উন্নয়নের স্থান হিসেবে কাজ করে এবং এটি বিশ্বকোষীয় নিবন্ধ নয়। আপনি এখানে নিজস্ব খেলাঘর তৈরি করতে বা সম্পাদনা করতে পারেন। অন্যান্য খেলাঘরগুলি: প্রধান খেলাঘর | খেলাঘর ২, খেলাঘর ৩ | টেমপ্লেট খেলাঘর একটি নিবন্ধ লিখেছেন এবং তা সৃষ্টির অনুরোধ করতে প্রস্তুত? |
অসীম ঘোষাল।জন্ম-পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তরগত ইন্দপুরের নিকট পায়রাচালী গ্রামে।বাবা-সুকুমার ঘোষাল,মা-লখ্ণিদাসী ঘোষাল।দুবরাজপুর উত্তরায়ন বিদ্যায়তন থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ন হয়।এর পুরুলিয়া জেলার লালপুরের মহাত্মাগান্ধি কলেজ এ বাংলা সাম্মানিক কোর্সে ভর্তি হয়।শৈশবে পূথিগত বিদ্যায় মন ছিল না সেরকম।পরে লেখা পড়ায় কিছুটা মন বসে।ক্লাস নাইন থেকেই সাহিত্য চর্চার প্রতি গভির ভাবে আকৃষ্ট হন।সমাজের পতিত,অবহেলিত,নির্যাতিত মানুষের দুঃখ-দুর্দশার প্রতিছবি তুলেধরার চেষ্টা করে।ছোটবেলাতে দুঃখ পেয়েছে,এবং দুঃখকে জয় করেছে।তাই সমাজের অবহেলিত মানুষের কথা সমবেদনার সাথঃ তুলে ধরেছে।বাস্তবিকবোধ ,মানবিকতা বোধ,মমত্তবোধ,যাদের তারা কি মানুষের পর্যায়ে পড়ে।