ব্ঝোদ-পা-র্গ্যা-ম্ত্শো
ব্ঝোদ-পা-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: bzod pa rgya mtsho) (১৬৭২-১৭৪৯) তিব্বতের ম্খার-র্দো আশ্রমের (ওয়াইলি: mkhar rdo) প্রতিষ্ঠাতা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাব্ঝোদ-পা-র্গ্যা-ম্ত্শো ১৬৭২ খ্রিষ্টাব্দে তিব্বতের লাসা শহরের নিকটে জন্মগ্রহণ করেন। তার পিতা ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: ngag dbang tshul khrims)) একজন তান্ত্রিক ছিলেন। তার মাতার নাম ছিল আ-ল্চে-স্ক্যিদ-স্ক্যিদ (ওয়াইলি: a lce skyid skyid)। জন্মের পর তার নাম রাখা হয় শেস-রাব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: shes rab rgya mtsho)। তেরো বছর বয়সে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। কুড়ি বছর বয়সে তার শিক্ষক র্গ্যাল-ম্ত্শান-দোন-গ্রুব (ওয়াইলি: rgyal mtshan don grub)) তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৬৯৯ খ্রিষ্টাব্দে তিনি সে-রা-দ্বু-র্ত্সে বৌদ্ধ আশ্রমে (ওয়াইলি: se ra dbu rtse) গ্রুব-খাং-দ্গে-লেগ্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: grub khang dge legs rgya mtsho) নামক পণ্ডিতের নিকট লাম-রিম সহ বিভিন্ন বিষয় সম্বন্ধে শিক্ষালাভ করেন। ১৭০৬ খ্রিষ্টাদে তিনি 'ওদ-জের-ফুং-পো-ছে (ওয়াইলি: 'od zer phung po che) নামক একটি গুহাকে কেন্দ্র করে ম্খার-র্দো আশ্রম নামে একটি বৌদ্ধ আশ্রম নির্মাণ করেন। এরপর তিনি সপ্তম দলাই লামার সহায়ক শিক্ষক হিসেবে দায়িত্বলয়াভ করলে সপ্তম দলাই লামার পৃষ্ঠপোষকতায় এই আশ্রমে গ্নাস-বচু-ল্হা-খাং (ওয়াইলি: gnas bcu lha khang) ষোলজন অর্হতের মন্দির এবং লামাদের বাসস্থান নির্মিত হয়।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Gardner, Alexander (অক্টোবর ২০১০)। "Khardo Zopa Gyatso"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২১।
আরো পড়ুন
সম্পাদনা- Cabezón, José Ignacio. 2006. The Hermitages of Sera. Charlottesville: The Tibetan and Himalayan Digital Library, pp. 15–16; 56-66.
- Khetsun Sangpo. 1973. Biographical Dictionary of Tibet and Tibetan Buddhism. Dharamsala: LTWA, vol. 5, p. 361 ff.