বোরহানউদ্দিন পৌরসভা
বোরহানউদ্দিন পৌরসভা বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত বোরহানউদ্দিন উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯৮ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। [৩] এটি একটি ‘‘ক’’ শ্রেনীর পৌরসভা। [৪]
বোরহানউদ্দিন পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ১৯৯৮ |
নতুন অধিবেশন শুরু | ১৫ জানুয়ারি ২০১১ |
নেতৃত্ব | |
মেয়র | |
নির্বাচন | |
এফপিটিপি | |
সর্বশেষ নির্বাচন | ৩ জানুয়ারি ২০১১ |
সভাস্থল | |
বোরহানউদ্দিন পৌরসভা কার্যালয় | |
ওয়েবসাইট | |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনা১৯৯৮ সালে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা, ছোট মানিকা, কুতুবা ও চর গাজীপুর মৌজার একাংশ নিয়ে ‘‘গ’’ শ্রেণীর পৌরসভা হিসেবে বোরহানউদ্দিন পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৬ সালের ৫ অক্টোবর ‘‘খ’’ শ্রেণীতে [৩] ও ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ‘‘ক’’ শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। [৫][৬]
পৌরসভার প্রথম প্রশাসক হিসেবে তৎকালীন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুধীর কুমার দাস দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের মার্চে পৌরসভার ১ম নির্বাচন অনুষ্ঠিত হয়। মরহুম বশির আহম্মদ মিয়া প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ৮ এপ্রিল ১৯৯৯ থেকে ১৩ আগস্ট ২০০১ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর তৎকালীন প্যানেল চেয়ারম্যান-১ এ.এম.এম কালীমুল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কিছুকাল দায়িত্ব পালন করেন ও দায়িত্বরত অবস্থায় উপ-নির্বাচনে জনাব সাইদুর রহমান মিলন মিয়া চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি ৩ মার্চ ২০০২ থেকে দায়িত্ব পালন শুরু করেন ও ২০০৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় পৌর নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চেয়ারম্যান ও মেয়র পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১১ সালের ১৩ জানুয়ারি তৃতীয় পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় ও এতে মোঃ রফিকুল ইসলাম মেয়র নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
প্রশাসনিক অবকাঠামো
সম্পাদনাবোরহানউদ্দিন পৌরসভার আয়তন ৩.২৫ বর্গ কিলোমিটার। [৩] ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বোরহানউদ্দিন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৬নং নির্বাচনী এলাকা ভোলা-২ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বোরহানউদ্দিন পৌরসভার মোট জনসংখ্যা ১৩,১১০ জন। এর মধ্যে পুরুষ ৬,৭৫৩ জন এবং মহিলা ৬,৩৫৭ জন। মোট পরিবার ২,৬৪৯টি।[৭]
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বোরহানউদ্দিন পৌরসভার সাক্ষরতার হার ৬৯%।[৭] এখানে ২টি ডিগ্রী কলেজ,৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কারিগরী বিদ্যালয়, ৫টি প্রাথমিক বিদ্যালয়, ২টি আলিম মাদ্রাসা, ৪টি কিন্ডারগার্টেন সহ আরো বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
প্রশাসক, চেয়ারম্যান ও মেয়রগণের তালিকা
সম্পাদনা- সুধীর কুমার দাস, প্রশাসক, (কার্যকাল ১৯৯৮ - ০৮/০৪/১৯৯৯)
- বশির আহম্মদ মিয়া, চেয়ারম্যান, (কার্যকাল ০৮/০৪/১৯৯৯ - ১৩/০৮/২০০১)
- সাইদুর রহমান মিলন, মেয়র, (কার্যকাল ০৩/০৩/২০০২ -১৫/০২/২০১১)
- মোঃ রফিকুল ইসলাম, মেয়র, (কার্যকাল ১৫/০২/২০১১ -বর্তমান)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বোরহানউদ্দিন পৌরসভার মেয়র"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রাজশাহী, রংপুর, খুলনা,ও বরিশাল বিভাগের বিজয়ী মেয়র প্রার্থীদের তালিকা"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫।
- ↑ ক খ গ "এক নজরে বোরহানউদ্দিন পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পৌরসভার তালিকা" (পিডিএফ)। স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বোরহানউদ্দিন পৌরসভা 'ক' শ্রেণীতে উন্নীত"। বাংলাদেশ সময়। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫।
- ↑ "বোরহানউদ্দিন পৌরসভা 'ক' শ্রেণিতে উন্নীত"। দৈনিক যায়যায়দিন। ৩ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।