বোতল ভূত

হুমায়ূন আহমেদের ফ্যান্টাসি বই

বোতল ভূত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ রচিত ফ্যান্টাসি প্রকৃতির বাংলা প্রকাশনা। ১৯৮৯ সালের আগস্ট মাসে প্রতীক প্রকাশন থেকে ৬৬ পৃষ্টার এই বইটি প্রকাশিত হয়।

বোতল ভূত
লেখকহুমায়ুন আহমেদ
ভাষাবাংলা
ধরনফ্যান্টাসি
প্রকাশকপ্রতীক প্রকাশ
প্রকাশনার তারিখ
আগস্ট ১৯৮৯; ৩৫ বছর আগে (August 1989)
পৃষ্ঠাসংখ্যা৬৬

কাহিনী

সম্পাদনা

হুমায়ন নামের এক দুষ্ট ছেলেকে নিয়ে গল্প বোতল ভূত। হুমায়ূন ক্লাসে ভালো ছাত্র না। ক্লাশের ৩২ জনের মধ্যে ওর রোল ৩২। তবে ওদের ক্লাশে যে ছেলেটা একদম কথা বলে না- মুনির। ও কিন্তু খুব ভালো ছাত্র। গণ্ডারের ইংরেজি বলতে বললে চট করে বলে দিতে পারবে। শুদ্ধ বানানে। মুনির হূমায়ুনকে নিজে থেকেই জিজ্ঞেস করে, ভূত পুষবে নাকি? মুনির বললো, ওকে নাকি একজন ভূতের বাচ্চা দেবে। এই ভূতের বাচ্চা আর হুমায়ুনকে নিয়েই বোতল ভূত-এর গল্প।

আরও দেখুন

সম্পাদনা