বেলারুশীয় ফুটবল ফেডারেশন

বেলারুশের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা

বেলারুশীয় ফুটবল ফেডারেশন (বেলারুশীয়: Беларуская Федэрацыя Футбола, Biełaruskaja Fiederacyja Futboła, ইংরেজি: Football Federation of Belarus; এছাড়াও সংক্ষেপে বিএফএফ নামে পরিচিত) হচ্ছে বেলারুশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪ বছর পর ১৯৯৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বেলারুশের রাজধানী মিন্‌স্কে অবস্থিত।

বেলারুশীয় ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯৮৯; ৩৬ বছর আগে (1989)[]
সদর দপ্তরমিন্‌স্ক, বেলারুশ
ফিফা অধিভুক্তি১৯৯২[]
উয়েফা অধিভুক্তি১৯৯৩
সভাপতিবেলারুশ উলাজিমির বাজানাও
সহ-সভাপতিবেলারুশ ইয়ুরি ভেরহেইচিক
ওয়েবসাইটabff.by

এই সংস্থাটি বেলারুশের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বেলারুশীয় প্রিমিয়ার লীগ, বেলারুশীয় নারী প্রিমিয়ার লীগ, বেলারুশীয় কাপ এবং বেলারুশীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বেলারুশীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন উলাজিমির বাজানাও এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সের্জি ঝারদেতস্কি।

সভাপতি

সম্পাদনা
  • এভগেনি শুনতভ (১৯৮৯–১৯৯৯)
  • গ্রিগরি ফেদোরভ (১৯৯৯–২০০৩)
  • গেনাডি নেভিগলাস (২০০৩–২০১১)
  • সার্জি রুমাস (২০১১–২০১৯)
  • ভ্লাদিমির বাজানভ (২০১৯–বর্তমান)
  • আপিল কমিটি
  • নিয়মানুবর্তিতামুলক কমিটি
  • অভিজ্ঞ এবং গণ ফুটবল কমিটি
  • শিশু ও যুব ফুটবল কমিটি
  • মহিলা ফুটবল কমিটি
  • আঞ্চলিক ফেডারেশন কমিটি
  • ক্রীড়া সুবিধা এবং এরিনা সুরক্ষা কমিটি
  • প্লেয়ারদের স্ট্যাটাস এবং ট্রানজিশন সম্পর্কিত কমিটি
  • লাইসেন্সিং কমিটি
  • জুডিশিয়াল কমিটি
  • কমিশন

কর্মকর্তা

সম্পাদনা
৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি উলাজিমির বাজানাও
সহ-সভাপতি ইয়ুরি ভেরহেইচিক
সাধারণ সম্পাদক সের্জি ঝারদেতস্কি
কোষাধ্যক্ষ আলা হরোদনিকোভা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আলেকসান্দ্র আলেইনিক
প্রযুক্তিগত পরিচালক জমিত্রি কাসেনাক
ফুটসাল সমন্বয়কারী সের্জি কুনিতসা
জাতীয় দলের কোচ (পুরুষ) মিখাইল মারখেল
জাতীয় দলের কোচ (নারী) ইয়ুরি মালেইয়েও
রেফারি সমন্বয়কারী আন্দ্রি চেপা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা