বেলাবো উপজেলা

নরসিংদী জেলার একটি উপজেলা
(বেলাব উপজেলা থেকে পুনর্নির্দেশিত)

বেলাবো বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা

বেলাবো
উপজেলা
মানচিত্রে বেলাবো উপজেলা
মানচিত্রে বেলাবো উপজেলা
স্থানাঙ্ক: ২৪°৫′২১″ উত্তর ৯০°৫০′৪৫″ পূর্ব / ২৪.০৮৯১৭° উত্তর ৯০.৮৪৫৮৩° পূর্ব / 24.08917; 90.84583 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানরসিংদী জেলা
আয়তন
 • মোট১১৬.৩১ বর্গকিমি (৪৪.৯১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৬)[]
 • মোট২,৩৫,০৮৬
 • জনঘনত্ব২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৮২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৬৮ ০৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

বেলাব উপজেলা অবস্থান ২৪°০৫′৩০″ উত্তর ৯০°৫১′০০″ পূর্ব / ২৪.০৯১৭° উত্তর ৯০.৮৫০০° পূর্ব / 24.0917; 90.8500। এই উপজেলার উত্তরে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাকুলিয়ারচর উপজেলা, দক্ষিণে রায়পুরা উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলাভৈরব উপজেলা, পশ্চিমে শিবপুর উপজেলামনোহরদী উপজেলা

ইতিহাস

সম্পাদনা

১৯৮৩ সালের ১৪ সেপ্টেম্বর বেলাব থানা হিসাবে আত্মপ্রকাশ ঘটে। ইতিহাস থেকে জানা যায়, এককালে এখানে প্রচুর পরিমাণে ফলফলাদি জন্মাত। এসব ফলের মধ্যে সুমিষ্ট ও ঔষধি ফল হিসাবে বেল অতি সুপরিচিত বলে বেলের নাম অনুসারে এ উপজেলার নামকরণ করা হয়েছে বেলাব। ১৯৮৩ সালে মনোহরদী ও রায়পুরা উপজেলার কিছু ইউনিয়ন ভেঙে বেলাব নামে একটি আলাদা থানা গঠন করা হয়।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

এলাকা সংক্রান্ত তথ্য

সম্পাদনা
পৌরসভা নাই
ইউনিয়ন সংখ্যা ৮টি
গ্রাম সংখ্যা ৯৯টি
মৌজা ৫২ টি
ইজারাকৃত হাট-বাজার ০৭টি
ডাকঘর ১৪টি
খাসজমির পরিমাণ ১৩১০.৩৩একর (কৃষি ৩৯৭.০৯ একর ও অকৃষি ৯১৩.২৪ একর)
খাসজমি বন্দোবস্ত ১৩০.২৫৫ একর (কৃষি ১২০.৯৭ একর ও অকৃষি ৯.২৮৫০ একর)
কমিউনিটি তথ্য কেন্দ্র ১টি
ইউনিয়ন ভূমি অফিস ৭টি
প্রেক্ষাগৃহ ১টি
নদী ৩টি
বিল ২টি
সিএনজি স্টেশন ১টি
টেলিফোন একচেঞ্জ ১টি
খাদ্য গুদাম ৩টি
ডাকবাংলো ২টি
এনজিও ৮টি
সমবায় সমিতি ৩৪০টি
ফায়ার সার্ভিস ১টি

ইউনিয়ন সমূহ

সম্পাদনা
  1. আমলাব ইউনিয়ন
  2. চরউজিলাব ইউনিয়ন
  3. বাজনাব ইউনিয়ন
  4. বেলাব ইউনিয়ন
  5. বিন্নাবাইদ ইউনিয়ন
  6. নারায়ণপুর ইউনিয়ন, বেলাবো
  7. পাটুলী ইউনিয়ন
  8. সাল্লাবাদ ইউনিয়ন

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

জনসংখ্যা বৃদ্ধির হার: ১.২৫%। জনসংখ্যার ঘনত্ব: ১৭৪৪ জন/বর্গকি:মি:।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা
  1. আব্দুল হামিদ
  2. হানিফ পাঠান
  3. মুহাম্মদ হাবিবুল্লা পাঠান
  4. শহীদুর রশীদ ভূঁইয়া – কৃষিবিদ ও শিক্ষাবিদ

শিক্ষা

সম্পাদনা
কিন্ডার গার্ডেন ১০টি
কমিউনিটি প্রা: বিদ্যালয় নাই
রেজি:প্রাথমিক বিদ্যালয় নাই
সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮১টি
মাদরাসা ০৮টি
টেকনিক্যাল ইনষ্টিটিউট ০৮টি
বেসরকারি মাধ্যমিক স্কুল ২৩টি
মহাবিদ্যালয় ০৭টি

চিকিৎসা ব্যবস্থা

সম্পাদনা
  1. বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  2. ইব্রাহিমপুর চক্ষু হাসপাতাল সররাবাদ
  3. বারৈচা জেনারেল প্রাঃ হাসপাতাল
  4. বারৈচা গ্রীন লাইফ প্রাঃ হাসপাতাল

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা
জেলা সদর হতে দূরত্ব ৩৫ কিলোমিটার
পাকা সড়ক ১১৬ কিলোমিটার
আধা পাকা সড়ক ২০ কিলোমিটার
কাঁচা সড়ক ২৭৬ কিলোমিটার
পাকা ব্রীজ ৫ টি
বেইলী ব্রীজ ১ টি
কালভার্ট ৮৬ টি

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • উয়ারী-বটেশ্বর
  • দৃষ্টিনন্দন বেলাবাে বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
  • শাহ ইরানি (রহঃ) মাজার শরীফ।
  • ইব্রাহিমপুর বধ্যভূমি - সল্লাবাদ
  • বেলাবো উপজেলা গেইট সংলগ্ন অবকাশ পয়েন্ট
  • মেরাতুলি স্লুইসগেট
  • পোড়াদিয়া ব্রীজ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বেলাব"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা