বেরনার্দো বেরতোলুচ্চি

বেরনার্দো বেরতোলুচ্চি (ইতালীয়: [berˈnardo bertoˈluttʃi]; জন্ম ১৬ মার্চ, ১৯৪০ - 26 November 2018) ইতালীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দ্য কনফরমিস্ট, লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস, ১৯০০, দ্য লাস্ট এমপেরর, দ্য শেল্টারিং স্কাই, স্টিলিং বিউটিদ্য ড্রিমার্সদ্য লাস্ট এমপেরর চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালক ও সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তার কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে কান চলচ্চিত্র উৎসব আয়োজনে তাকে প্রথমবারের মত প্রদত্ত সম্মানসূচক পাল্ম দর প্রদান করা হয়।[]

বেরনার্দো বেরতোলুচ্চি
Bernardo Bertolucci
মৃত্যু26 November 2018 (aged 77)
কর্মজীবন১৯৬২ - ২০০৩
দাম্পত্য সঙ্গীআদ্রিয়ানা আস্তি (বিচ্ছেদ)
ক্ল্যের পেপলো (১৯৯০-2018)
পিতা-মাতাআত্তিলিও বেরতোলুচ্চি (১৯১১-২০০)
নিনেত্তা জিওভানার্দি
পুরস্কারক্যারিয়ার গোল্ডেন লায়ন
২০০৭ আজীবন অর্জন

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bernardo Bertolucci to receive Palme d'Or honour"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। এপ্রিল ১১, ২০১১। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা