১০১৯৫৫ বেনু
গ্রহাণু
(বেনু (গ্রহাণু) থেকে পুনর্নির্দেশিত)
বেনু,এপোলো গ্রুপের একটি গ্রহাণু, নাসার লিনিয়ার প্রজেক্টের মাধ্যমে এটি আবিষ্কৃত হয়। পৃথিবীর সাথে এর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রবল। সেন্ট্রি যা ক্রমাগত সে সকল গ্রহাণু গুলোকে পরীক্ষণ করে চলেছে যে গুলো আগামী শতাব্দীর মধ্যে পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়তে পারে।
আবিষ্কার | |
---|---|
আবিষ্কারক | নাসা লিনিয়ার প্রজেক্ট |
আবিষ্কারের তারিখ | ১১ সেপ্টেম্বর ১৯৯৯ |
কক্ষপথের বৈশিষ্ট্য | |
কক্ষীয় পর্যায়কাল | ১.২০ yr (৪৩৬.৬৫ d) |
গড় কক্ষীয় দ্রুতি | ৬৩,০০০ mph |
নতি | ৬.০৩৪৯° |
উদ্বিন্দুর দ্রাঘিমা | ২.০৬০৯° |
বেনু সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্যে নাসা "ওসিরিস রেক্স" মিশন চালনা করেছে, যা গ্রহাণুটির গঠনগত প্রকৃতি ও আকৃতি সম্পর্কে সুষ্ঠু ধারণা দিবে। বর্তমান ধারণা বা হিসেব অনুযায়ী বেনুর পৃথিবীতে আঘাত হানার সময়সীমা ২১৭৫ থেকে ২১৯৬ সালের মধ্যে ধরা হয়। পৃথিবীর সাথে এর সংঘর্ষ হলে সম্ভাব্য প্রতিক্রিয়া হবে প্রায় ১২০০ মেগা টনের কাছাকাছি।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- Earth Impact Risk Summary: 101955 1999 RQ36 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জানুয়ারি ২০১৭ তারিখে (Years: 2169–2199) – JPL near-Earth object website
- Orbit parameters – NASA website
- Temperature History and Dynamical Evolution of (101955) 1999 RQ 36: A Potential Target for Sample Return from a Primitive Asteroid (2011 ApJ 728 L42)
- Physical Properties of OSIRIS-REx Target Asteroid (101955) 1999 RQ36 derived from Herschel, ESO-VISIR and Spitzer observations (arXiv:1210.5370 : 19 Oct 2012)
- The Design Reference Asteroid for the OSIRIS-REx Mission Target (101955) Bennu (arXiv:1409.4704 : 16 Sep 2014)
- 101955 Bennu at the JPL Small-Body Database