বেটা (চলচ্চিত্র)
হিন্দি ভাষার চলচ্চিত্র
বেটা (হিন্দি: बेटा, অনুবাদ 'পুত্র') হল ইন্দ্র কুমার পরিচালিত ১৯৯২ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন নৌশির খাতাউ ও কমলেশ পাণ্ডে। ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত ও অরুণা ইরানী।
বেটা | |
---|---|
बेटा | |
পরিচালক | ইন্দ্র কুমার |
প্রযোজক |
|
রচয়িতা |
|
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার | কে. ভাগ্যরাজ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আনন্দ-মিলিন্দ |
চিত্রগ্রাহক | বাবা আজমী |
সম্পাদক | হুসাইন বার্মাওয়ালা |
প্রযোজনা কোম্পানি | মারুতি ইন্টারন্যাশনাল |
মুক্তি | ৩ এপ্রিল ১৯৯২ |
স্থিতিকাল | ১৭২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ₹ ১৩ কোটি[১] |
ছবিটি ১৯৯২ সালের ৩ এপ্রিল ভারতে মুক্তি পায় এবং সে বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় শীর্ষে অবস্থান করে।[১] ছবিটি শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীসহ পাঁচটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে।[২]
কুশীলব
সম্পাদনা- অনিল কাপুর - রাজু
- মাস্টার বান্টি - রাজু (কিশোর বয়সে)
- মাধুরী দীক্ষিত - সরস্বতী
- অরুণা ইরানী - লক্ষ্মী
- লক্ষ্মীকান্ত বের্দে - পাণ্ডু
- অনুপম খের - তোলারাম
- প্রিয়া অরুণ - চম্পা
- কুনিকা সদানন্দ - কুনিকা
- আদি ইরানি - রমেশ
- ভারতী আচরেকর - ময়নাবতী
- ব্রিজ গোপাল - বাইরন সিং রানা
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আনন্দ-মিলিন্দ। দিলীপ সেন-সমীর সেন, অমর-উৎপল ও নরেশ শর্মার সুরকৃত কয়েকটি গান মূল অ্যালবামে যুক্ত ছিল কিন্তু চলচ্চিত্রের পর্দায় তাঁদের নাম আসেনি। চলচ্চিত্রের অ্যালবামটি প্রকাশ করে টি-সিরিজ। এটি সে বছরের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত অ্যালবাম ছিল।[৩]
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "ধক ধক করনে লাগা" | আনন্দ-মিলিন্দ | উদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল | ৫:২০ |
২. | "কোয়েল সে তেরি বোলি" | আনন্দ-মিলিন্দ | উদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল | ৫:৩৮ |
৩. | "সাইয়াঁ জি সে চুপকে" | আনন্দ-মিলিন্দ | উদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল | ৭:৩০ |
৪. | "সাজনা ম্যাঁয় তেরি" | আনন্দ-মিলিন্দ | অনুরাধা পাড়োয়াল ও ভিপিন সাচদেবা | ৭:১৪ |
৫. | "খুশিওঁ কে দিন আয়ি হ্যায়" | আনন্দ-মিলিন্দ | অনুরাধা পাড়োয়াল | ৫:৫৭ |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - অনিল কাপুর
- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - মাধুরী দীক্ষিত
- বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - অরুণা ইরানী
- বিজয়ী: শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী - অনুরাধা পাড়োয়াল
- বিজয়ী: শ্রেষ্ঠ নৃত্য পরিচালক - সরোজ খান
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র - বেটা (ইন্দ্র কুমার ও অশোক থাকেরিয়া)
- মনোনীত: শ্রেষ্ঠ পরিচালক - ইন্দ্র কুমার
- মনোনীত: শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী - লক্ষ্মীকান্ত বের্দে
- মনোনীত: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - আনন্দ-মিলিন্দ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Box Office 1992"। বক্স অফিস ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ "Filmfare winners of the year 1993"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ "Beta second most sold music album of 1992"। ১৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বেটা (ইংরেজি)