বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন
বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন হল কলকাতা মেট্রো-এর ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের [২] একটি গুরুত্ব পূর্ণ উত্তোলিত মেট্রো স্টেশন। এই স্টেশনটি বিধাননগর এলাকায় অবস্থিত। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রথম পর্যায় সেক্টর ফাইভ থেকে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন হয়ে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন পর্যন্ত চলাচল শুরু করবে ২০১৯ সালের মার্চ মাস।
কলকাতা মেট্রো স্টেশন | |||||||||||
অবস্থান | বিধাননগর, কলকাতা - ৭০০০৫৪ | ||||||||||
স্থানাঙ্ক | ২২°৩৪′৪৮″ উত্তর ৮৮°২৪′০৫″ পূর্ব / ২২.৫৮০০৫৫° উত্তর ৮৮.৪০১৩২৪° পূর্ব | ||||||||||
মালিকানাধীন | কলকাতা মেট্রো রেল কর্পোরেশন | ||||||||||
লাইন | লাইন ২ | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ টি | ||||||||||
রেলপথ | ২ টি | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | উত্তোলিত | ||||||||||
প্ল্যাটফর্মের স্তর | ৩ | ||||||||||
পার্কিং | না | ||||||||||
সাইকেলের সুবিধা | না | ||||||||||
প্রতিবন্ধী প্রবেশাধিকার | হ্যাঁ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
ভাড়ার স্থান | জোন ১৭ | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১৩ ফেব্রুয়ারি ২০২০[১] | ||||||||||
বৈদ্যুতীকরণ | ২০১৮ | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
মেট্রো রেল স্টেশনটি বেঙ্গল কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছেই অবস্থিত।
স্টেশন
সম্পাদনাগঠন
সম্পাদনাকলকাতা মেট্রোর লাইন ২-এর অন্তর্গত সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনটি গঠনগতভাবে উত্তলিত মেট্রো স্টেশন।
স্টেশন বিন্যাস
সম্পাদনাজি | রাস্তার স্তর | প্রস্থান / প্রবেশ |
এল১ | মধ্যবর্তী | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, দরজা বাম খুলবে | |
পশ্চিমদিকগামী | দিকে →সল্টলেক স্টেডিয়াম→ → | |
পূর্বদিকগামী | →দিকে ← সিটি সেন্টার← ← | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, দরজা বাম খুলবে | ||
এল২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অবশেষে চলার পথে, ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রো"। এই সময়। ৩ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "আংশিকভাবে খুলে যাচ্ছে মেট্রোর নতুন ৪টি রুট-কাছে। ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হবে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত"।