বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি মহিলা কলেজ।[] সচরাচর একে বদরুন্নেসা কলেজ বলা হয়। এটি ঢাকার বকশিবাজার এলাকায় অবস্থিত।[]

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৪৮; ৭৭ বছর আগে (1948)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
ইআইআইএন১০৮১৫৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
উপাচার্যনিয়াজ আহমেদ খান
অধ্যক্ষতামান্না বেগম
অবস্থান,
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটbbggc.gov.bd
মানচিত্র
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলজের প্রধান ফটক

ইতিহাস

সম্পাদনা

ব্রিটিশ শাসনের শেষদিকে তৎকালীন ইডেন ভবনে ১৯৪০ সালে এই কলেজটি ইডেন স্কুল ও কলেজ নামে স্থাপিত হয়েছিল। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে এটি সাত নম্বর বকশিবাজারে স্থানান্তরিত হয় এবং তখন থেকেই কলেজটি প্রথম সরকারি কলেজ হিসেবে যাত্রা শুরু করে। ১৯৬৪ সাল পর্যন্ত কলেজটি ইডেন কলেজ নামে পরিচিতি পায়। পরবর্তীতে আজিমপুরের নতুন ভবনে ডিগ্রী শাখা চালু হলে নতুন ভবনটি ইডেন কলেজ নাম ধারণ করে এবং বকশিবাজারের এই কলেজটি গভ: ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে পরিচিতি লাভ করে। এরপর ১৯৬৮ সালে এখানে ডিগ্রী কোর্স চালু হলে ১৯৬৯ সালের শেষদিকে এই কলেজের নাম হয় ঢাকা গভর্নমেন্ট গার্লস কলেজ। ১৯৭৪ সালে বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিমন্ত্রী বেগম বদরুন্নেসা আহমেদ-এর মৃত্যুর পর তার নামানুসারে কলেজটির পুনরায় নামকরণ করা হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। নারী জাতির কল্যাণের জন্য বেগম বদরুন্নেসা অনেক গঠনমূলক কাজ করে গেছেন। ১৯৫৩ খ্রিষ্টাব্দে তিনি সমাজ সেবার জন্য রাণী এলিজাবেথ করোনেশর মেডেল এবং ১৯৯৯ সালে মরণোত্তর স্বাধীনতা দিবস পদক লাভ করেন। ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কলেজটিকে জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভূক্ত করা হয়। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশে এই কলেজসহ আরও ৬টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভূক্ত করা হয়।[]

 
কলেজের মেয়েদের একটি মিছিল, ২০১৮

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

কলা অনুষদ

  • বাংলা
  • ইংরেজি
  • দর্শন
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

সামাজিক বিজ্ঞান অনুষদ

  • সমাজবিজ্ঞান
  • রাষ্ট্রবিজ্ঞান
  • গার্হস্থ অর্থনীতি
  • অর্থনীতি
  • সমাজকর্ম

ব্যাবসায় প্রশাসন অনুষদ

  • হিসাববিজ্ঞান
  • ফিন্যান্স ও ব্যাংকিং
  • ব্যাবস্থাপনা

বিজ্ঞান অনুষদ

  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • গণিত
  • পরিসংখ্যান
  • উদ্ভিদবিজ্ঞান
  • প্রাণিবিদ্যা
  • মনোবিজ্ঞান
  • ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্রী

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. প্রতিবেদক, নিজস্ব (২৯ নভেম্বর ২০১৫)। "যে কলেজের ছাত্রী প্রধানমন্ত্রী হয়েছেন"দৈনিক প্রথম আলো। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২৪ 
  2. প্রতিবেদক, নিজস্ব (৮ জানুয়ারি ২০১৭)। "আবাসনসংকট প্রকট"দৈনিক প্রথম আলো 
  3. প্রতিবেদক, নিজস্ব (১৭ ফেব্রুয়ারি ২০১৭)। "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ঢাকার সাত কলেজ"দৈনিক প্রথম আলো 
  4. "হাসিনা, শেখ - বাংলাপিডিয়া"বাংলাপিডিয়া। Archived from the original on ৬ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা

  উইকিমিডিয়া কমন্সে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সম্পর্কিত মিডিয়া দেখুন।