চমন আরা বেগম
বাংলাদেশী রাজনীতিবিদ
(বেগম চমন আরা থেকে পুনর্নির্দেশিত)
চমন আরা বেগম (আনু. ১৯৫০ – ২৮ মার্চ ২০১৮) বাংলাদেশের যশোর জেলার একজন রাজনীতিবিদ ছিলেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একজন সাংসদ ছিলেন।
চমন আরা বেগম | |
---|---|
সংরক্ষিত নারী আসন-১১ এর সাংসদ | |
কাজের মেয়াদ ২৮ অক্টোবর ২০০১ – ২৭ অক্টোবর ২০০৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৫০ |
মৃত্যু | ২৮ মার্চ ২০১৮ (বয়স ৬৮) |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
জীবনী
সম্পাদনাচমন আরা বেগম মহিলা দলের যশোর শাখার সভানেত্রী ছিলেন।[১][২] তিনি ২০০১ সালে সংরক্ষিত মহিলা আসন-১১ থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৩]
চমন আরা বেগম ২০১৮ সালের ২৮ মার্চ ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সাবেক এমপি চমন আরা বেগমের ইন্তেকাল"। আলোকিত বাংলাদেশ। ২৯ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "সাবেক এমপি চমন আরার ইন্তেকাল"। গ্রামের কাগজ। ২৯ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "List of 8th Parliament Members" (পিডিএফ)। জাতীয় সংসদ। ১২ অক্টোবর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮।