বেইজিং দক্ষিণ রেলওয়ে স্টেশন
চীনের রেলওয়ে স্টেশন
বেইজিং দক্ষিণ রেলওয়ে স্টেশন বেইজিং এর সবচেয়ে বড় রেল স্টেশন।এটি নতুন ভাবে চালু হয় ২০০৮ সালে। এর আগে পুরনো স্টেশনটি ১৮৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চালু ছিল। এই স্টেশনটি বেইজিং এর কেন্দ্র থেকে ৮ কিমি দূরে অবস্থিত।এই স্টেশন থেকে বেইজিং ও থিয়েনচিন শহরে উচ্চগতির রেলপথ চলেগেছে। এই স্টেশন থেকে সাংহাই , থিয়েনচিন শহরে উচ্চগতির ট্রেন চলাচল করে।
বেইজিং দক্ষিণ রেলস্টেশন | |
---|---|
অন্যান্য নাম | বেইজিং দক্ষিণ |
অবস্থান | চীন |
লাইন | |
প্ল্যাটফর্ম | ২৪ টি (১১ টি দ্বীপ ও ২ টি পার্শ প্লাটফর্ম) |
অবস্থান | |
তথ্যসূত্র
সম্পাদনা- Farewell centenary Beijing South Railway Station.[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] People's Daily - 12 May 2006