বৃশ্চিক (তারকামণ্ডল)

বৃশ্চিক (ইংরেজি: Scorpius) রাশিচক্রের তারামণ্ডলীর একটি। লাতিন ভাষায় এর নাম স্কোপিআন (বিছা বা বিচ্ছু) এবং এর প্রতীক হল (ইউনিকোড )। এইটি পশ্চিমদিকে তুলা এবং পূর্বদিকে ধনুর মধ্যে অবস্থিত। এইটি আকাশগঙ্গার কেন্দ্রের নিকট অবস্থান দক্ষিণ গোলার্ধের একটি বড় তারামণ্ডলী।

Scorpius
তারামণ্ডল
সংক্ষিপ্ত রূপSco
জেনিটিভস্করপি
বিষুবাংশ১৭ ঘণ্টা
বিষুবলম্ব−৪০°
আয়তন৪৯৭ বর্গডিগ্রি (৩৩তম)
প্রধান তারা১৫
বায়ার/ফ্ল্যামস্টিড
তারাসমূহ
৪৫
বহির্গ্রহবিশিষ্ট তারা
৩.০০m-এর অধিক
তারা উজ্জ্বল
১৩
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা
উজ্জ্বলতম তারাAntares (α Sco) (০.০৯৬m)
নিকটতম তারাএইচডি ১৫৬৩৮৪
ly,  pc)
মেসিয়ার বস্তু
উল্কাবৃষ্টিআলফা স্করপিড্‌স
ওমেগা স্করপিড্‌স
সীমান্তবর্তী তারামণ্ডলধনু রাশি
Ophiuchus
তুলা রাশি
শার্দুল মণ্ডল
মানদণ্ড মণ্ডল
বেদী মণ্ডল
দক্ষিণ কীরিট মণ্ডল
+৪০° ও −৯০° অক্ষাংশের মাঝে দৃশ্যমান।
জুলাই মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়।

গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

সম্পাদনা

বৃশ্চিকমণ্ডলে অনেকগুলো উজ্জ্বল তারা রয়েছে।যেমন রক্তিম আভার জন্য "মঙ্গলের প্রতিদ্বন্দ্বী " বলে পরিচিত Antares ( α Sco), তিনতারকা β1 Sco , δ Sco, θ Sco ইত্যাদি।

গভীর আকাশের বস্তুসমূহ

সম্পাদনা

আকাশগঙ্গায় এর অবস্থানের কারণে এই মণ্ডলটিতে বহু গভীর আকাশের বস্তু অবস্থিত।

ইতিহাস

সম্পাদনা

গ্রীক পুরাণে কালপুরুষের সাথে বৃশ্চিকের উল্লেখ দেখা যায়। বৃশ্চিকের সাথে কালপুরুষের যুদ্ধ হয়। যুদ্ধে বৃশ্চিকের কামড়ে কালপুরুষের মৃত্যু হয়। পরিশেষে দেবতা জিউস মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কালপুরুষ ও বৃশ্চিককে আকাশে স্থান দেন।

তথ্যসূত্র

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা