বুরহান উদ্দীন আল-মারগানী

মুজতাহিদ ইমাম, ফকিহ, মুহাদ্দিস

বুরহান উদ্দীন আবুল হাসান আলী ইবনে আবু বকর ইবনে আব্দুল জলিল আল-ফারগানী আল-মারগিনানী আইনশাস্ত্রের হানাফী মাজহাবের একজন ইসলামী পণ্ডিত ছিলেন। [][] তিনি আল-হিদায়ার লেখক হিসাবে সর্বাধিক পরিচিত, যা হানাফী আইনশাস্ত্রের অন্যতম প্রভাবশালী উপাদান (ফিকহ) হিসাবে বিবেচিত হয়।

বুরহান উদ্দীন আল-মারগিনানী
জন্মআলী ইবনে আবু বকর ইবনে আব্দুল জলিল
৮ রজব ৫১১হিজরী/১১১৭খ্রীষ্টাব্দ
মারগিনান,ফারগান (বর্তমান উজবেকিস্তান)
মৃত্যু১৪ জিলহজ্জ ৫৯৩হিজরী/১১৯৬খ্রিস্টাব্দ
সমরকন্দ (বর্তমান উজবেকিস্তান)
সমাধি স্থানসমরকন্দ
জাতীয়তামারগিনানী
যুগহিজরী ষষ্ঠ শতাব্দী
পেশাফকীহ, লেখক, গবেষক
মাজহাবহানাফী
শাখামাতুরিদী, আশায়েরী
মূল আগ্রহফিকহ
লক্ষণীয় কাজহানাফি ফিকহশাস্ত্রের উন্নয়ন
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন
  • ইমাম আবূ হানীফা
    ইমাম মুহাম্মদ
    ইমাম আবু ইউসুফ
    ইমাম যুফার

নাম ও বংশধারা

সম্পাদনা

নাম: আলী। উপনাম: আবুল হাসান। উপাধি: বুরহান উদ্দীন। বংশধারা: বুরহান উদ্দীন আবুল হাসান আলী ইবনে আবু বকর ইবনে আব্দুল জলিল আল-ফারগানী আল-মারগিনানী। ফারগানের একটি জায়গার নাম মারগিনান সেই দিকে লক্ষ্য করে তাকে মারগিনানী বলা হয়।

তিনি ফারগানের কাছাকাছি মারগিনানে(বর্তমান উজবেকিস্তান) ৮ রজব ৫১১হিজরী/১১১৭খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

বুরহান উদ্দীন ৫৪৪ হিজরিতে মদীনা সফর করেন এবং হজ্ব পালন করেছিলেন[]

তিনি বহুগ্রন্থপ্রণেতা ছিলেন। তার উল্লেখযোগ্য রচনাবলী:[]

  • নশরুল মাযহাব
  • মানাসিকুল হজ্জ
  • কিতাব ফিল ফারায়েজ
  • কিতাবুত তাজনিস ওয়াল-মাজিদ (ফতোয়া সংগ্রহ)
  • মাজমুউন নাওয়াযিল
  • মাজিদ ফি ফুরইল হানাফিয়্যাহ
  • মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানীর আল জামিউস কাবীরএর উপর একটি মন্তব্য।
  • বিদায়াতুল মুবতাদী (মুখতাসারুল কুদুরী ও মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানীর আল জামিউস সাগিরএর উপর ভিত্তি করে রচিত গ্রন্থ)
  • কিফায়াতুল মুনতাহী (তাঁর নিজস্ব গ্রন্থ বিদায়াতুল মুবতাদীএর উপর অসম্পূর্ণ ৮-খণ্ডের ভাষ্য)
  • আল-হিদায়া ("ব্যাখ্যাগ্রন্থ"), হানাফি আইন সম্পর্কিত একটি গ্রন্থ। []

শিক্ষা অর্জন

সম্পাদনা

তিনি তার সময়ের বড় বড় আলেম, জ্ঞানী ও পণ্ডিতদের থেকে ধর্মীয় জ্ঞানসহ নানান বিদ্যা অর্জন করেন। তার উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে-

  • নাজমুদ্দীন আবু হাফস ওমর আন-নাসাফি। আল-আকায়েদ আন-নাসাফিয়্যাহ গ্রন্থের (আকীদা বিষয়কগ্রন্থ) রচয়িতা।
  • সদর শাহিদ হুসামুদ্দীন উমর ইবনে আব্দুল আজিজ। ইমাদ খাসসাফের সর্বাধিক জনপ্রিয় গ্রন্থ ‘আদবুল কাযী’ যেটিতে ইসলামিক আইনী ও বিচার ব্যবস্থা রয়েছে তার ভাষ্যকার।
  • জিয়া উদ্দীন মুহাম্মদ ইবনে হুসাইন।
  • আহমদ ইবনে আব্দুর রশিদ আল-বুখারী; খুলাসাতুল ফতোয়া গ্রন্থ রচয়িতার বাবা।

মৃত্যু

সম্পাদনা

তিনি ১৪ জিলহজ্জ ৫৯৩হিজরী/১১৯৬খ্রিস্টাব্দে বর্তমান সমরকন্দে (বর্তমান উজবেকিস্তান) মৃত্যুবরণ করেন সেখানেই তাকে দাফন করা হয়।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dr Imran Ahsan Khan Nyazee (trans.) Al-Hidayah: A classical manual of Hanafi Law Laws (Bristol) 2006
  2. The Hedaya: Commentary on the Islamic Laws (Delhi) 1994 (2nd Edition 1870)
  3. https://en.wiki.x.io/wiki/Burhan_al-Din_al-Marghinani
  4. W. Heffening. Encyclopedia of Islam, Brill, 2nd ed. "al-Marghinani", vol. 6, p. 558.
  5. Skreslet, Paula Youngman; Skreslet, Rebecca (২০০৬)। "Four - Law and legal theory: shari'a and fiqh"। The Literature of Islam: A Guide to the Primary Sources in English Translation। Rowman & Littlefield। পৃষ্ঠা 82। আইএসবিএন 978-0-8108-5408-6