বুব্বা ওয়াটসন

পেশাদার গলফ খেলোয়াড়

গেরি লাস্টার "বুব্বা" ওয়াটসন , জুনিয়র.[] (জন্ম নভেম্বর ৫, ১৯৭৮) একজন আমেরিকান পেশাদার গলফ খেলয়াড়। তিনি পিজিএ ট্যুরে খেলেন। তিনি একজন বাঁ হাতি গলফার। তিনি বহু বিখ্যাত চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০১২ এবং ২০১৪ সালে মাস্টারস চ্যাম্পিয়নশিপ জয় লাভ করেছেন।[] এছাড়াও তিনি ২০১৫ এর ফেব্রুয়ারি মাসে বিশ্ব গলফ রাংকিং এ ২য় স্থান অধিকার করেন।

বুব্বা ওয়াটসন
২০১২ সালে ওয়াটসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণনামগেরি লেস্টার ওয়াটসন , জুনিয়র.
ডাকনামবুব্বা
জন্ম (1978-11-05) ৫ নভেম্বর ১৯৭৮ (বয়স ৪৬)
বাগদাদ, ফ্লোরিডা
উচ্চতা৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)
ওজন১৮০ পা (৮২ কেজি; ১৩ স্টো)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্রীয়
বাসস্থানউইন্ডারমেয়ার, ফ্লোরিডা
দাম্পত্য সঙ্গীআ্যন্জি ওয়াটহন [][]
খেলোয়াড়ি জীবন
কলেজফকনার স্টেট কমিউনিকেট
University of Georgia
পেশাদার অভিষেক2003 Nationwide Tour
বর্তমান ট্যুরPGA Tour
পেশাদার জয়১০
ট্যুর অনুযায়ী জয়
পিজিএ ট্যুর
অন্যান্য
প্রধান চ্যাম্পিয়নশিপে সেরা ফলাফল
(জয়: ২)
মাস্টার্স টুর্নামেন্টজয়': ২০১২ মাস্টারস টুর্নামেন্ট
২০১২ মাস্টারস টুর্নামেন্ট
পিজিএ চ্যাম্পিয়নশিপ২য়: ২০১০ পিজিএ চ্যাম্পিয়নশিপ
ইউএস ওপেনটি৫: ২০০৭ ইউ.এস ওপেন
দি ওপেন চ্যাম্পিয়নশিপটি২৩: ২০১২

অপেশাদারি কর্মজীবন

সম্পাদনা

গেরি লেস্টার "বুব্বা" ওয়াটসন জুনিয়র যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাগড্যাড শহরে জন্মগ্রহণ করেন। তিনি মিল্টন হাই স্কুলে পড়াশোনা করেন, যেখানে তিনি স্কুলের গলফ দলের হয়ে খেলতেন। পরবর্তীতে তিনি ফ্লোরিডা ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং বিশ্ববিদ্যালয়ের গলফ দলে অংশ নেন, সেখান থেকেই তার পেশাদার গলফ ক্যারিয়ার শুরু হয়।

পেশাদারি কর্মজীবন

সম্পাদনা
 
Watson at Sch¨¹co Open, 2012

২০০৩ সাল থেকে ওয়াটসন এর পেশাদারি কর্মজীবন শুরু হয় এবং ২০০৫ সাল পর্যন্ত জাতীয় পর্যায়ে গল্ফ খেলেন। তিনি ঐ বছর পিজিএ ট্যুরে সুযোগ পেতে অনেক খেলেন। ২০০৬ সালে রোকি হিসেবে (আরম্ভকারী) , ওয়াটসন $১,০১৯,২৬৪ মার্কিন ডলার আয় করেন। ওয়াটসন ২০১০ সালের ২৭ জুন ট্রাভেলার্স চ্যাম্পিয়ানশিপ জয় লাভ করেন। এই জয় ছিল তাঁর জীবনের প্রথম পিজিএ ট্যুর জয়।[] কাঁদতে কাঁদতে ওয়াটসন বলেন এই জয় তাঁর পিতা মাতার জন্য। বিশেষ করে তাঁর পিতার জন্য, তাঁর পিতা ক্যান্সার এর রোগী।

ওয়াটসন একজন খ্রিষ্টান। তিনি সরাসরি জানান, তার জীবনে ধর্মে বিস্বাস কত গুরুত্বপূর্ণ।[] ওয়াটসন charity কে অনেক টাকা এবং সময় দান করেছেন।

সেরা পারফরমেন্স

সম্পাদনা
টুর্নামেন্ট জয় ২য় সের-৫ সেরা-১০ সেরা-২৫ Events Cuts made
মাস্টার টুর্নামেন্ট
ইউ.এস. ওপেন
ওপেন চ্যাম্পিয়নশিপ
পিজিএ চ্যাম্পিয়নশিপ
মোট ৩১ ১৯

পিজিএ ট্যুর এ জয়সমুহ

সম্পাদনা
লেজেন্ড
মেজর চ্যাম্পিয়নশিপ (২)
ওয়ার্ল্ড গল্ফ চ্যাম্পিয়নশিপ (১)
Other PGA Tour events (5)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Michaux, Scott (এপ্রিল ৮, ২০১২)। "Bubba's Masters win part of remarkable story"Augusta Chronicle। ১৭ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৫ 
  2. Van Hoven, Jason (এপ্রিল ৯, ২০১২)। "Angie Watson: 10 Things To Know About Masters Champ Bubba Watson's Wife"International Business Times। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৫ 
  3. Busbee, Jay। "Bubba Watson wins Masters in dramatic playoff"Sports.yahoo.com। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৫ 
  4. "Justin Rose falters as Bubba Watson wins Travelers"BBC Sport। জুন ২৭, ২০১০। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৫ 
  5. "Bubba Watson ¡®Showing the Light¡¯"। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা