বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট

(বুদ্ধ ইন্টারন্যাশানাল সার্কিট থেকে পুনর্নির্দেশিত)

বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট (ইংরেজি: Buddh International Circuit) হল একটি ফর্মুলা ওয়ান রেসিং সার্কিট। এটি ভারতের রাজধানী দিল্লির কাছে উত্তরপ্রদেশ রাজ্যের গ্রেটার নয়ডায় অবস্থিত। ২০১১ সালের ৩০ অক্টোবর এখানে প্রথম ফর্মুলা ওয়ান ভারতীয় গ্রাঁ প্রি শুরু হয়েছে।[] ২০১১ সালের ১৮ই অক্টোবর এই ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।[][] এটি ভারতের বৃহত্তম ক্রীড়া কেন্দ্র।

বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট[]
ভারতীয় গ্রাঁ প্রি
বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট – ২০১১ সম্মুখগামী
অবস্থানগ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশ, ভারত
সাধারণ তথ্য
সময় অঞ্চলজিএমটি +৫:৩০ (ভারতীয় প্রমাণ সময়)
স্থানাঙ্ক২৮°২১′২″ উত্তর ৭৭°৩২′৬″ পূর্ব / ২৮.৩৫০৫৬° উত্তর ৭৭.৫৩৫০০° পূর্ব / 28.35056; 77.53500
ধারণক্ষমতা১০০,০০০+
অধিকারীজেইপি গ্রুপ
অপারেটরজেইপি স্পোট ইন্টারন্যাশনাল লিমিটেড
খোলা হয়েছেঅক্টোবর ২০১১
নির্মাণ খরচইউএস$৪০০ মিলিয়ন
স্থপতিহেরমান টিল্ক
উল্লেখযোগ্য ঘটনাএফআইএ ফর্মুলা ওয়ান
ভারতীয় গ্রাঁ প্রি
গ্রাঁ প্রি সার্কিট
পৃষ্ঠভাগGraywacke
দৈর্ঘ্য৫.১৩৭ কিলোমিটার (৩.১৯২ মাইল)
মোড়১৬টি
ল্যাপ রেকর্ড১:২৭.২৪৯ (সেবাস্তিয়ান ভেটেল, রেড বুল রেসিং, ২০১১, ফর্মুলা ওয়ান)

সার্কিটের মালিকগোষ্ঠীর নামানুসারে প্রথমে সার্কিটের নাম রাখা হয়েছিল জেপি গ্রুপ সার্কিট বা জেপি ইন্টারন্যাশনাল সার্কিট। ২০১১ সালের এপ্রিলে সার্কিটের সরকারি নাম হয় "বুদ্ধ ইন্টারন্যাশানাল সার্কিট"। জয়পি স্পোর্টস ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ সমীর গৌর বলেন, নামটি শান্তির প্রতিমূর্তি বুদ্ধের নামানুসারে রাখা হয়েছে।[] নামটির সঙ্গে যে জেলায় সার্কিটটি অবস্থিত সেই গৌতম বুদ্ধ নগর জেলার নামেরও যোগ আছে।[] বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটের লোগোতে যে বি চিহ্নটি আছে, সেটি হৃদপিণ্ডের আকারবিশিষ্ট।[]

 
হেরমান টিল্ক কর্তৃক নির্মিত বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট।

২০১১ সালের ৩০শে অক্টোবর ফর্মুলা ওয়ান রেসিং-এর গভর্নিং বডি এফআইএ ভারতীয় গ্রাঁ প্রি-র অন্তর্ভুক্তি ঘোষণা করেন।[] সার্কিট তৈরির খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ১০ বিলিয়ন ($২১৫ মিলিয়ন)।[] সার্কিটের আনুমানিক দৈর্ঘ্য ৫.১৪ কিলোমিটার এবং ৮৭৪ একর (৩৪৫ হেক্টর) জমিতে গড়ে উঠেছে। এই সার্কিটটি হেরমান টিল্ক নির্মাণ করেছেন। ২০১১ সালের ১৮শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে সার্কিট উদ্বোধন হয়।[] প্রাথমিক পর্যায়ের আসন সংখ্যা ১১০,০০,[] ভবিষ্যৎতে এই সংখ্যা ২০০,০০০ পর্যন্ত যাবে।[১০]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "F1 Indian GP venue named 'Buddh International Circuit'"India Times। ৯ এপ্রিল ২০১১। ১৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১১  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Buddh" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  2. "India company says on track for 2011 F1 race"Reuters। এপ্রিল ১৫, ২০০৯। সেপ্টেম্বর ৩০, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২১ 
  3. http://zeenews.india.com/sports/motorsports/buddh-international-circuit-unveiled-amidst-cheers_731009.html
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১১ 
  5. "Indian track titled Buddh International"Autosport। ২৫ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১১ 
  6. "Indian GP unveils logo and rename circuit as Buddh International Circuit"। F1Adda। ১৬ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১১ 
  7. http://en.espnf1.com/f1/motorsport/story/51774.html
  8. "A whole new ballgame"। ২০১২-০৩-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-০৭ 
  9. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১১ 
  10. Deepa Jainani (জানুয়ারি ১৬, ২০০৯)। "India on course for 2011 F1 Grand Prix"The Financial Express। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা