বুদ্ধের বসন্ত মন্দির
স্মারক ভাস্কর্য ও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার মূর্তি
বুদ্ধের বসন্ত মন্দির (চীনা: 中原大佛 ও সরলীকৃত চীনা: 鲁山大佛; প্রথাগত চীনা: 魯山大佛) চীনের হেনানের লুশান কাউন্টির জাউকুন শহরে অবস্থিত বৈরোচন বুদ্ধকে চিত্রিত করা একটি মূর্তি। এটি ১৯৯৭ থেকে ২০০৮ সালের মধ্যে নির্মিত হয়। এটি ফোদুশান নৈসর্গিক এলাকায় অবস্থিত, যা জাতীয় মহাসড়ক নং ৩১১-এর কাছাকাছি। ২৫ মিটার (৮২ ফুট) উচ্চতার একটি পদ্ম সিংহাসনসহ, ১২৮ মিটার (৪২০ ফুট) উচ্চতার এই মূর্তিটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার মূর্তি। ৩১ অক্টোবর ২০১৮ সালে ভারতে উদ্ভোধন করা ঐক্যের মূর্তি উচ্চতার দিক দিয়ে এটিকে অতিক্রম করে, যার উচ্চতা ১৮২ মিটার (৫৯৭ ফুট)।[২][৩]
中原大佛 | |
স্থানাঙ্ক | ৩৩°৪৬′৩০″ উত্তর ১১২°২৭′০৩″ পূর্ব / ৩৩.৭৭৫০৮২° উত্তর ১১২.৪৫০৯২৫° পূর্ব |
---|---|
অবস্থান | ফোদুশান নৈসর্গিক এলাকা, লুশান কাউন্টি, হেনান, চীন |
ধরন | মূর্তি |
উচ্চতা |
|
সম্পূর্ণতা তারিখ | ১ সেপ্টেম্বর ২০০১৮ |
নিবেদিত | গৌতম বুদ্ধ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮।
- ↑ "ভারতে বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০৬।
- ↑ "যেসব উঁচু ভাস্কর্যকে পেছনে ফেলল 'স্ট্যাচু অব ইউনিটি'"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০৬।