বুদ্ধবংস
বুদ্ধবংস অর্থ হলো বুদ্ধের ইতিহাস। [১] বুদ্ধবংস গ্রন্থটি সুত্ত পিটকে অন্তর্গত খুদ্দক নিকায়ে একটি গ্রন্থ। [২][২] গ্রন্থে গৌতম বুদ্ধের আরো আগের আটাশ জন সম্যকসম্বুদ্ধ (বুদ্ধ) নাম পাওয়া যায়। তার মধ্যে চব্বিশ জন বুদ্ধের জীবনী পাওয়া যায়।
সম্যকসম্বুদ্ধগণের নাম নিম্নে দেওয়া হলো
সম্পাদনা- তণ্ হঙ্করো বুদ্ধ
- মেধঙ্করো বুদ্ধ
- সরণঙ্করো বুদ্ধ
- দীপঙ্করো বুদ্ধ
- কোণ্ডঞে্ঞা বুদ্ধ
- মঙ্গলো বুদ্ধ
- সুমনো বুদ্ধ
- রেবতো বুদ্ধ
- সোভিতো বুদ্ধ
- অনোমদস্সী বুদ্ধ
- পদুমো বুদ্ধ
- নারদো বুদ্ধ
- পদুমুত্তরো বুদ্ধ
- সুমেধো বুদ্ধ
- সুজাতো বুদ্ধ
- পিয়দস্সী বুদ্ধ
- অত্থদস্সী বুদ্ধ
- ধম্মদস্সী বুদ্ধ
- সিদ্ধাত্থো বুদ্ধ
- তিস্সো বুদ্ধ
- ফুস্সো বুদ্ধ
- বিপস্সী বুদ্ধ
- সিখী বুদ্ধ
- বেস্ সভু বুদ্ধ
- ককুসন্ধো বুদ্ধ
- কোনাগমনো বুদ্ধ
- কস্ সপো বুদ্ধ
- মেত্তেয়্যো বুদ্ধ [৩][৪]
বুদ্ধগণের নাম আটাশ জন হলেও তার আগে আরো অনেক অসংখ্য বুদ্ধ ছিল। [৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ProxyPy - Safe & Fast & Free Anonymous Web Proxy Service"। m.proxypy.org। সংগ্রহের তারিখ ২০২১-০২-২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "ত্রিপিটক - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০২-২২।
- ↑ বুদ্ধবংস
- ↑ শরণগ্রহণের পরম্পরা।পৃষ্ঠা-74,75,ডঃভিক্ষু সত্যপাল।
- ↑ শরণগ্রহণের পরম্পরা।পৃষ্ঠা-74