বুড়িরচর ইউনিয়ন, বরগুনা সদর
বরগুনা জেলার অন্তর্গত বরগুনা সদর উপজেলার একটি ইউনিয়ন
বুড়িরচর বাংলাদেশের বরগুনা জেলার অন্তর্গত বরগুনা সদর উপজেলার একটি ইউনিয়ন।
বুড়িরচর | |
---|---|
ইউনিয়ন | |
৬নং বুড়িরচর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বুড়িরচর ইউনিয়ন, বরগুনা সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৮′২৬.০০২″ উত্তর ৯০°৯′৫৮.০০০″ পূর্ব / ২২.১৪০৫৫৬১১° উত্তর ৯০.১৬৬১১১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরগুনা জেলা |
উপজেলা | বরগুনা সদর উপজেলা |
আয়তন | |
• মোট | ৩,৫০৫ হেক্টর (৮,৬৬১ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২৯,৫৪২ |
• জনঘনত্ব | ৮৪০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৪ ২৮ ৩৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবুড়িরচর ইউনিয়নের আয়তন ৮,৬৬১ একর।[১]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবুড়িরচর ইউনিয়ন বরগুনা সদর উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরগুনা সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১০৯নং নির্বাচনী এলাকা বরগুনা-১ এর অংশ। বুড়িরচর ইউনিয়নে ৯টি ছোট বড় গ্রাম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রায়ের তাবক, মানিক খালী, ছোট লবণগোলা, বড় লবণগোলা হাজার বীঘা, নাপিত খালী, সোনাখালী, চরকগাছিয়া, কামরাবাদ, বুড়িরচর ইত্যাদি।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িরচর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,৫৪২ জন। এর মধ্যে পুরুষ ১৪,৫৬১ জন এবং মহিলা ১৪,৯৮১ জন। মোট পরিবার ৬,৯৪৯টি।[১]
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িরচর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৮%।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |