বীর হাম্বীর (চলচ্চিত্র)
১৯৫৫ সালে নির্মিত ভারতীয় বাংলা চলচ্চিত্র
বীর হাম্বীর হলো ১৯৫৫ সালে শ্যাম দাস পরিচালিত বাংলা ভাষায় নির্মিত ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এটির গল্প ও চিত্রনাট্য রচনা করেন কানাইলাল শীল এবং নিতাই ভট্টাচার্য। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেন চিত্ত রায়।[১][২] চলচ্চিত্রটি ১৯৫৫ সালের ৩ জুন মুক্তি পায়।[১][৩]
বীর হাম্বীর | |
---|---|
বীর হাম্বীর | |
পরিচালক | শ্যাম দাস |
প্রযোজক | আই.এন.এ পিকচার্স |
রচয়িতা | কানাইলাল শীল |
চিত্রনাট্যকার | নিতাই ভট্টাচার্য |
উৎস | বীর হাম্বীর |
শ্রেষ্ঠাংশে | |
গীতিকার | প্রণব রায় |
সুরকার | চিত্ত রায় |
সঙ্গীত পরিচালক | চিত্ত রায় |
চিত্রগ্রাহক | জি. কে. মেহতা |
সম্পাদক | শ্যাম দাস, শিবসাধন ভট্টাচার্য |
প্রযোজনা কোম্পানি | ডিল্যাক্স ফিল্ম ডিস্টিবিউটরস |
পরিবেশক | ডিল্যাক্স ফিল্ম ডিস্টিবিউটরস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পী
সম্পাদনা- মঞ্জু দে
- অরুণপ্রকাশ বন্দ্যোপাধ্যায়
- মিত্র বিশ্বাস
- অহীন্দ্র চৌধুরী
- কমল মিত্র
- কানু বন্দ্যোপাধ্যায়
- ভানু বন্দ্যোপাধ্যায়
- পাহাড়ী সান্যাল
- নিলিমা দাস
- নীতিশ মুখোপাধ্যায়
- উৎপল দত্ত
- বিভু ভট্টাচার্য
- সন্তোষ সিংহ
সঙ্গীত
সম্পাদনাসুর ও সঙ্গীত পরিচালনা করেন চিত্ত রায় এবং গানের গীতি কথা লিখেন প্রণব রায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Bir Hambir"। Bengal Film Archive। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৭।
- ↑ FilmiClub। "Bir Hambir (1955)"। FilmiClub (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৭।
- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (২০১৪-০৭-১০)। Encyclopedia of Indian Cinema (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 978-1-135-94318-9।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বীর হাম্বীর (ইংরেজি)