বীর লাহজার মাদ্রাসা
বীর লাহজার মাদ্রাসা ( আরবি: مدرسة بئر الأحجار ) তিউনিশিয়ার তিউনিসে অবস্থিত একটি মাদ্রাসা।
ধরন | মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১৭৫৭ |
প্রতিষ্ঠাতা | প্রথম আবু এল-হাসান আলি |
ধর্মীয় অধিভুক্তি | ইসলাম |
ঠিকানা | তিউনিস , |
অবস্থান
সম্পাদনামাদ্রাসাটি তিউনিশিয়ার তিউনিসের ৪০ এল পাচা সড়কে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাহোসেন সাম্রাজ্যের বেগ প্রথম আবু আই-হাসান আলী তার রাজত্বকালে চার মাদ্রাসা নির্মাণ করেন। তারমধ্যে ১৭৫২ সালে এল বাচিয়া মাদ্রাসা এবং ১৭৫৬ সালে এল আছুরিয়া মাদ্রাসা নির্মাণ করেন। একই বছরে তিনি বীর লাহজার মাদ্রাসা নির্মাণের আদেশ দেন।
তার মৃত্যুর পরে ১৭৫৭ সালে মাদ্রাসাটির নির্মাণ কাজ শেষ হয়।
কয়েক দশক ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মালিকি অনুসারী শিক্ষার্থীদের মাদ্রাসাটি পাঠদান করে।
মাদ্রাসার সম্পত্তি
সম্পাদনাপ্রথম আবু এল-হাসান আলি মাদ্রাসায় ২৫ টি বিভিন্ন আর্থিক সম্পদ যেমন ৫টি ফাউন্ডিকস, ৩টি দোকান, একটি বাড়ি ইত্যাদি দান করেন।
স্থাপত্য
সম্পাদনাপ্রবেশ পথে একটি সুন্দর মার্বেল ধাতুপট্টাবৃত রয়েছে।[১]
দরজার ডানদিকে মাদ্রাসায় একটি জানালা দিয়ে সজ্জিত একটি ঝর্ণা রয়েছে[১] এবং একটি মার্বেল ফলক রয়েছে যাতে মাদ্রাসার ভিত্তি সম্পর্কে কিছু তথ্য লেখা আছে।[১]
এটিতে শিক্ষার্থীদের জন্য ১৬টি কক্ষ এবং একটি প্রার্থনা কক্ষ রয়েছে। [১]
-
রাতে মাদ্রাসা
-
মাদ্রাসার সাধারণ দৃশ্য
-
মাদ্রাসার প্রবেশপথ
-
বীর লহজার সড়কে
-
মাদ্রাসার সম্মুখভাগ
-
বীর লাহজারের স্মরণীয় ফলক
তথ্যসূত্র
সম্পাদনা